কলকাতা, 21 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের অনশনের 15তম দিনে প্রতীকী অনশন করেন শিল্পী মহলের একাংশ ৷ সেই তালিকায় ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত ৷ তাঁর এই পদক্ষেপকে কুর্নিশ জানালেন প্রাক্তন স্বামী অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ তিনি খোলা চিঠি দিয়ে দেবলীনার পাশাপাশি অনশনকারী সব শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে, 19 অক্টোবর সকাল 10টা থেকে 20 অক্টোবর সকাল 10টা পর্যন্ত প্রতীকী অনশন করেন চৈতী ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, তনিকা বসু, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায় ও বিরসা দাশগুপ্ত । সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে খোলা চিঠি লিখেছেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় । তিনি বিদীপ্তা, দেবলীনাদের ছবি পোস্ট করে লিখেছেন, "তোমাদের/তোদের চিনি, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে । মেরুদণ্ডী মানুষ হিসেবে চিনলাম, এর চেয়ে বড় প্তাপ্তি আর কী হতে পারে ।"
এরপর তাঁর প্রাক্তন স্ত্রী দেবলীনা দত্তের উদ্দেশে তথাগত লেখেন, "লড়াই জারি থাকুক বন্ধু । প্রাপ্তি ছাড়া, স্বার্থ ছাড়া, শুধুমাত্র ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া ক'জন পারে । ব্যক্তিগতভাবে তোকে সবচেয়ে বেশি চিনি, তাই নিঃসংকোচে, নির্দ্বিধায় বলতে পারি, গত তিন মাসের এই স্বার্থহীন লড়াই পরিচিত সবাইকে, আমাকে নিশ্চিতভাবে গর্বিত করেছে ।"
তথাগত আরও লিখেছেন, "অনেকের দাবি, অনেক অভিনেতা, পরিচালক, পরিচিত মানুষদের এই লড়াই নাকি সস্তার ফুটেজের জন্য, জনপ্রিয়তার লোভে । বলার এটুকুই, এ পোড়া দেশে ফুটেজ পেতে নারী-পুরুষ নির্বিশেষে পোশাক নিরাভরণ করাই যথেষ্ট । উরফি জাভেদ, পুনম পান্ডে যে সমাজে সেলিব্রিটি, সে সমাজে শিরদাঁড়ার জন্য এরকম লক্ষ ফুটেজ ক্যামেরাবন্দি হোক । ঠিক ভুল, ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তিন মাস ধরে দাঁতে দাঁত চেপে সমস্ত কাজ ফেলে, ভবিষ্যতের নিশ্চিন্ততার ভাবনা ফেলে, এ লড়াই যাঁরা করছেন তাঁদের সবাইকে নিয়ে সেলিব্রেশন হোক, সবাই সত্যিকারের সেলিব্রিটি হোক । পারলে আপনি বা আপনারাও ত্যাগের লড়াইতে যোগ দিন, জনপ্রিয় হোন, সেলিব্রিটি হোন, মানুষ হোন । আমি তো পারিনি, আমার মতোই অধিকাংশই পারেননি, দেখুন না আপনি পারেন কি না । ভিড়ের মধ্যে বুক চিতিয়ে, শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে ।..."