ETV Bharat / entertainment

বিনোদন জগতে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে গর্জে উঠলেন স্বরা - Swara Bhasker on Hema Committee

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 3:18 PM IST

Swara Bhasker Reacts to Hema Committee Report: মালয়লম বিনোদন জগতে যৌন হেনস্তা নিয়ে হেমা কমিটির রিপোর্ট দেখে চমকে উঠেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ পাশাপাশি বিনোদন জগতে পুরুষতান্ত্রিক শাসন নিয়ে গর্জে উঠেছেন তিনি ৷

Swara Bhasker
অভিনেত্রী স্বরা ভাস্কর (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 28 অগস্ট: হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর দক্ষিণী সিনেমার এক অন্ধকারময় সত্যি সামনে এসেছে ৷ মালয়লম বিনোদন জগতে একের পর এক অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ-যৌন হেনস্তার অভিযোগ আনছেন অভিনেত্রী-শিল্পীরা ৷ আবার কেরালা বিনোদন জগতেও শুরু হয়েছে 'মিটু' আন্দোলন ৷ এই পরিস্থিতিতে মেয়েদের সম্মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিনে দুনিয়ায় পুরুষতান্ত্রিক শাসন-শোষণের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী ৷

এদিন, সামাজিক মাধ্যমে অভিনেত্রী সেই সকল অভিনেত্রীদের কুর্নিশ জানিয়েছেন যাঁরা সাহস করে তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ শুধু তাই নয়, বিনোদন ইন্ডাষ্ট্রিতে মহিলাদের কীরকম পরিবেশে কাজ করতে হয়, তা নিয়েও উঠেছে প্রতিবাদ ৷ সেখানেও সমর্থন জানিয়েছেন স্বষ্ট বক্তা স্বরা ৷

তিনি বলেন, "অবশেষে আমি হেমা কমিটির রিপোর্ট পড়েছি ৷ সাহসী সেই সকল মেয়েদের কুর্নিশ ৷ তোমরা আসল হিরো ৷ ক্ষমতার অপব্যবহারের ভয় না পেয়ে তোমরা মুখ খুলেছো ৷ এর জন্য তোমাদের কাছে মাথা নোয়াতেই হয় ৷ সত্যিই এই রিপোর্ট পড়ার পর মন ভেঙে গিয়েছে ৷ আরও বেশি খারাপ লাগছে কারণ এই ধরনের ঘটনার সঙ্গে আমিও পরিচিত ৷ শোবিজ বরাবরই মেল সেন্ট্রিক ইন্ডাষ্ট্রি ৷ এক পিতৃতান্ত্রিক ক্ষমতা জাহির করা ৷ প্রত্যেকদিন তার মধ্যেই মেয়েদের কাজ করতে হয় ৷"

এরপর স্বরা প্রশ্ন তোলেন ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেও কি একই ধরণের সমস্যা রয়েছে? তিনি জানান, ক্ষমতার অপব্যবহারের মোকাবেলা করে সত্যের মুখোমুখি হওয়া উচিত ৷ পাশাপাশি, তিনি এই জগতে পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেন ৷ ক্ষমতার অবস্থানে থাকা ব্যক্তিদের আরও বেশি দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান।

হায়দরাবাদ, 28 অগস্ট: হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর দক্ষিণী সিনেমার এক অন্ধকারময় সত্যি সামনে এসেছে ৷ মালয়লম বিনোদন জগতে একের পর এক অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ-যৌন হেনস্তার অভিযোগ আনছেন অভিনেত্রী-শিল্পীরা ৷ আবার কেরালা বিনোদন জগতেও শুরু হয়েছে 'মিটু' আন্দোলন ৷ এই পরিস্থিতিতে মেয়েদের সম্মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিনে দুনিয়ায় পুরুষতান্ত্রিক শাসন-শোষণের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী ৷

এদিন, সামাজিক মাধ্যমে অভিনেত্রী সেই সকল অভিনেত্রীদের কুর্নিশ জানিয়েছেন যাঁরা সাহস করে তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ শুধু তাই নয়, বিনোদন ইন্ডাষ্ট্রিতে মহিলাদের কীরকম পরিবেশে কাজ করতে হয়, তা নিয়েও উঠেছে প্রতিবাদ ৷ সেখানেও সমর্থন জানিয়েছেন স্বষ্ট বক্তা স্বরা ৷

তিনি বলেন, "অবশেষে আমি হেমা কমিটির রিপোর্ট পড়েছি ৷ সাহসী সেই সকল মেয়েদের কুর্নিশ ৷ তোমরা আসল হিরো ৷ ক্ষমতার অপব্যবহারের ভয় না পেয়ে তোমরা মুখ খুলেছো ৷ এর জন্য তোমাদের কাছে মাথা নোয়াতেই হয় ৷ সত্যিই এই রিপোর্ট পড়ার পর মন ভেঙে গিয়েছে ৷ আরও বেশি খারাপ লাগছে কারণ এই ধরনের ঘটনার সঙ্গে আমিও পরিচিত ৷ শোবিজ বরাবরই মেল সেন্ট্রিক ইন্ডাষ্ট্রি ৷ এক পিতৃতান্ত্রিক ক্ষমতা জাহির করা ৷ প্রত্যেকদিন তার মধ্যেই মেয়েদের কাজ করতে হয় ৷"

এরপর স্বরা প্রশ্ন তোলেন ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেও কি একই ধরণের সমস্যা রয়েছে? তিনি জানান, ক্ষমতার অপব্যবহারের মোকাবেলা করে সত্যের মুখোমুখি হওয়া উচিত ৷ পাশাপাশি, তিনি এই জগতে পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেন ৷ ক্ষমতার অবস্থানে থাকা ব্যক্তিদের আরও বেশি দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.