ETV Bharat / entertainment

বিতর্কিত মন্তব্য! 'বন্ধু' কাঞ্চনকে তুলোধনা সুদীপ্তার, তোপ দাগলেন ঋদ্ধি-ঋত্বিক - Kanchan Mallik Controvercy - KANCHAN MALLIK CONTROVERCY

RG Kar Doctor Rape and Murder: আরজি কর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে কোণঠাসা হলেন উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে আওয়াজ তুললেন সুদীপ্তা-ঋদ্ধি-ঋত্বিক ৷

RG Kar Doctor Rape and Murder
'বন্ধু' কাঞ্চনকে তুলোধনা তারকাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 2, 2024, 1:00 PM IST

Updated : Sep 2, 2024, 5:41 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: 'ব্যক্তি বড় না সংঘ বড়?' উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের পর সোশাল মিডিয়ায় প্রশ্ন তুললেন অভিনেত্রী তথা দীর্ঘদিনের বন্ধু সুদীপ্তা চক্রবর্তী ৷ দীর্ঘদিনের সহকর্মীর বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি দেখে দুঃখিত, ব্যথিত সুদীপ্তা ৷ বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিলেন কাঞ্চনের নাম ৷ অন্যদিকে, 'চাটা মল্লিক' বলে তোপ ঋত্বিক চক্রবর্তীর ৷ 'মেডিকেল কলেজে আপনার শিরদাঁড়াটা ফেরত দিয়ে আসুন' বলে কটাক্ষ অভিনেতা ঋদ্ধি সেনের ৷

রবিবার সামাজিক মাধ্যমে কাঞ্চনকে ট্যাগ করে একাধিক প্রশ্ন তোলেন তিনি ৷ অভিনেত্রী লেখেন, "এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে। কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়ত, যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু নিউজ মিডিয়াকে বললি, আমিও তাই সোশাল মিডিয়ায়তেই লিখলাম ৷"

ঘটনার সূত্রপাত আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্নামঞ্চে। সেখানে হাজির ছিলেন বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন। তাঁরও দাবি নির্যাতিতার যে দোষী তাঁর মৃত্যুদণ্ড। কিন্তু বিচারের দাবিতে টলিপাড়া থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচির তীব্র নিন্দা করেছেন তিনি। আন্দোলন এবং মিছিলের ‘প্রয়োজনীয়তা’ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন । যে চিকিৎসকেরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চন প্রশ্ন তোলেন, "বেতন নেবেন তো?" এমনকী শাসকদলের বিরোধিতা করে যে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চাইছেন সেই সরকারি চাকুরেরা পুজোর বোনাস নেবেন কি না, সেই প্রশ্নও তোলেন কাঞ্চন মল্লিক।

এমন মন্তব্য সামনে আসার পর সোশাল মিডিয়ায় অভিনেতার বন্ধু-সহকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন ৷ আওয়াজ তোলেন সুদীপ্তা, ঋত্বিকের মতো অভিনেত্রী-অভিনেতারা ৷ সুদীপ্তা লেখেন, "মাননীয় বিধায়ক শ্রী কাঞ্চন মল্লিক ৷ এটা আপনি কী বললেন? কর্মবিরতিতে থাকা ডাক্তাররা সরকারি চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবিতে মিছিলে গেছেন বলে তাঁদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বলবেন 'বোনাস টোনাস যে হয়, সেটা নেবেন তো, না নেবেন না?' 'চাকরি' শব্দটা তো আপনি literally নিয়ে নিয়েছেন মশাই!"

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লেখেন, "ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টাটা মল্লিক ৷" অভিনেতা ঋদ্ধি সেনও গর্জে ওঠেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয় তাহলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক-সহ যেকোনও রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত ৷ ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা, ঠিক করে মোসাহেবিও করা যায় না l আপনাদের মতো কিছু লোকের ভোট চাওয়ার জন্য 'মানুষের পাশে থাকবো' বলা আর অঙ্ক টুকে পাশ করার চেষ্টা একই জিনিস, দুটোর পরিণতি একই, ইংরেজিতে বলে ‘fail’ আর বাংলায় ‘ভুল’ ৷"

কলকাতা, 2 সেপ্টেম্বর: 'ব্যক্তি বড় না সংঘ বড়?' উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের পর সোশাল মিডিয়ায় প্রশ্ন তুললেন অভিনেত্রী তথা দীর্ঘদিনের বন্ধু সুদীপ্তা চক্রবর্তী ৷ দীর্ঘদিনের সহকর্মীর বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি দেখে দুঃখিত, ব্যথিত সুদীপ্তা ৷ বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিলেন কাঞ্চনের নাম ৷ অন্যদিকে, 'চাটা মল্লিক' বলে তোপ ঋত্বিক চক্রবর্তীর ৷ 'মেডিকেল কলেজে আপনার শিরদাঁড়াটা ফেরত দিয়ে আসুন' বলে কটাক্ষ অভিনেতা ঋদ্ধি সেনের ৷

রবিবার সামাজিক মাধ্যমে কাঞ্চনকে ট্যাগ করে একাধিক প্রশ্ন তোলেন তিনি ৷ অভিনেত্রী লেখেন, "এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে। কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়ত, যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু নিউজ মিডিয়াকে বললি, আমিও তাই সোশাল মিডিয়ায়তেই লিখলাম ৷"

ঘটনার সূত্রপাত আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্নামঞ্চে। সেখানে হাজির ছিলেন বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন। তাঁরও দাবি নির্যাতিতার যে দোষী তাঁর মৃত্যুদণ্ড। কিন্তু বিচারের দাবিতে টলিপাড়া থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচির তীব্র নিন্দা করেছেন তিনি। আন্দোলন এবং মিছিলের ‘প্রয়োজনীয়তা’ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন । যে চিকিৎসকেরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চন প্রশ্ন তোলেন, "বেতন নেবেন তো?" এমনকী শাসকদলের বিরোধিতা করে যে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চাইছেন সেই সরকারি চাকুরেরা পুজোর বোনাস নেবেন কি না, সেই প্রশ্নও তোলেন কাঞ্চন মল্লিক।

এমন মন্তব্য সামনে আসার পর সোশাল মিডিয়ায় অভিনেতার বন্ধু-সহকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন ৷ আওয়াজ তোলেন সুদীপ্তা, ঋত্বিকের মতো অভিনেত্রী-অভিনেতারা ৷ সুদীপ্তা লেখেন, "মাননীয় বিধায়ক শ্রী কাঞ্চন মল্লিক ৷ এটা আপনি কী বললেন? কর্মবিরতিতে থাকা ডাক্তাররা সরকারি চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবিতে মিছিলে গেছেন বলে তাঁদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বলবেন 'বোনাস টোনাস যে হয়, সেটা নেবেন তো, না নেবেন না?' 'চাকরি' শব্দটা তো আপনি literally নিয়ে নিয়েছেন মশাই!"

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লেখেন, "ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টাটা মল্লিক ৷" অভিনেতা ঋদ্ধি সেনও গর্জে ওঠেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয় তাহলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক-সহ যেকোনও রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত ৷ ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা, ঠিক করে মোসাহেবিও করা যায় না l আপনাদের মতো কিছু লোকের ভোট চাওয়ার জন্য 'মানুষের পাশে থাকবো' বলা আর অঙ্ক টুকে পাশ করার চেষ্টা একই জিনিস, দুটোর পরিণতি একই, ইংরেজিতে বলে ‘fail’ আর বাংলায় ‘ভুল’ ৷"

Last Updated : Sep 2, 2024, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.