ETV Bharat / entertainment

মুণ্ডুকাটা শয়তানের সঙ্গে লড়াই 'স্ত্রী'র, সঙ্গে রাজকুমার-শ্রদ্ধা-পঙ্কজের বাহিনী - Stree 2 trailer Release - STREE 2 TRAILER RELEASE

Stree 2 Trailer Release: 'স্ত্রী' কাল নয়, এসে গিয়েছে আজ ৷ তবে এবার আর বিপদে ফেলতে নয়, মুক্তি দিতে ৷ মুক্তি পেল 'স্ত্রী 2'-এর ট্রেলার ৷ হরর কমেডি এই ছবির ট্রেলারেই বাজিমাত রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের ৷

Stree 2 Trailer Release
মুক্তি পেল 'স্ত্রী 2' ট্রেলার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 10:26 PM IST

হায়দরাবাদ, 18 জুলাই: এবার প্রতিপক্ষ 'স্ত্রী' নয় ৷ তার থেকেও ভয়ঙ্কর ৷ মুণ্ডুহীন দানব ৷ এবার চান্দেরির বাসিন্দারা পড়তে চলেছেন নতুন সেই শয়তানের ফাঁদে ৷ যে কি না, কোনও পুরুষ নয়, তুলে নিয়ে যায় মহিলাদের ৷ মুক্তি পেল 'স্ত্রী 2'-এর ট্রেলার ৷ হরর-কমেডি এই ট্রেলারে আরও একবার ত্রয়ী রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর ও পঙ্কজ ত্রিপাঠী মন জয় করলেন অনুরাগীদের ৷

শ্রদ্ধা কাপুর নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন ছবির ট্রেলার ৷ ক্যাপশনে লেখেন, "এসে গেল ট্রেলার ৷ ভারতের সবচেয়ে বেশি যে গ্যাংয়ের জন্য অপেক্ষা ছিল, তাঁরা হাজির লড়াই করতে ৷ চান্দেরির নতুন আতঙ্কের সঙ্গে লড়াই করতে প্রস্তুত তাঁরা ৷ লেজেন্ডরা ফিরছেন 15 অগস্ট, স্বাধীনতা দিবসের দিন ৷"

ছবির সিক্যুয়েল শুরু হয়েছে যেখানে প্রথম পার্ট শেষ হয়েছে ৷ প্রথম পার্টে সাসপেন্স রেখে শ্রদ্ধা কাপুরের বিনুনি দেখানো হয়েছিল ৷ পাশাপাশি সংকেত দেওয়া হয়েছিল তাঁর সঙ্গে ভৌতিক যোগের ৷ তারপর শ্রদ্ধা চান্দেরি ছাড়লেও নতুন এক শয়তান উৎপাত শুরু করেছেন সেখানকার গ্রামবাসীদের উপর ৷ সে হল 'শর কাটা' অর্থাৎ যার শরীর নেই ৷ শুধু মাথা আছে ৷ এই শর কাটাই নাকি 'স্ত্রী'কে পতিতাবৃত্তি নিয়ে আসে ৷ যে কারণে 'স্ত্রী'র মৃত্যু হয় ৷

চান্দেরি 'স্ত্রী' মুক্ত হলেও শরীরহীন মাথা মেয়েদের তুলে নিয়ে যায় ৷ এই বিপদ থেকে বাঁচতে গ্রামবাসীরা ভিকি তথা রাজকুমার রাও ও তাঁর গ্যাংয়ের সাহায্য চান ৷ সেই লড়াইয়ে সঙ্গ দেন শ্রদ্ধাও ৷ ছবিতে একটি আইটেম নম্বরে দেখা যাবে তমান্না ভাটিয়াকেও ৷

দিনেশ ভিজন ও জিও স্টুডিয়ো প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠীকে ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল 'স্ত্রী' ৷ বক্সঅফিসে 'ম্যাসিভ হিট' করে এই ছবি ৷ স্বাধীনতা দিবসে অক্ষয় কুমার ও জন আব্রাহামের ছবির সঙ্গে বক্সঅফিস দখলে রয়েছে এই ছবিও ৷ কার ভাগ্যে শিকে ছেঁড়ে, তা সময় বলবে ৷

হায়দরাবাদ, 18 জুলাই: এবার প্রতিপক্ষ 'স্ত্রী' নয় ৷ তার থেকেও ভয়ঙ্কর ৷ মুণ্ডুহীন দানব ৷ এবার চান্দেরির বাসিন্দারা পড়তে চলেছেন নতুন সেই শয়তানের ফাঁদে ৷ যে কি না, কোনও পুরুষ নয়, তুলে নিয়ে যায় মহিলাদের ৷ মুক্তি পেল 'স্ত্রী 2'-এর ট্রেলার ৷ হরর-কমেডি এই ট্রেলারে আরও একবার ত্রয়ী রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর ও পঙ্কজ ত্রিপাঠী মন জয় করলেন অনুরাগীদের ৷

শ্রদ্ধা কাপুর নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন ছবির ট্রেলার ৷ ক্যাপশনে লেখেন, "এসে গেল ট্রেলার ৷ ভারতের সবচেয়ে বেশি যে গ্যাংয়ের জন্য অপেক্ষা ছিল, তাঁরা হাজির লড়াই করতে ৷ চান্দেরির নতুন আতঙ্কের সঙ্গে লড়াই করতে প্রস্তুত তাঁরা ৷ লেজেন্ডরা ফিরছেন 15 অগস্ট, স্বাধীনতা দিবসের দিন ৷"

ছবির সিক্যুয়েল শুরু হয়েছে যেখানে প্রথম পার্ট শেষ হয়েছে ৷ প্রথম পার্টে সাসপেন্স রেখে শ্রদ্ধা কাপুরের বিনুনি দেখানো হয়েছিল ৷ পাশাপাশি সংকেত দেওয়া হয়েছিল তাঁর সঙ্গে ভৌতিক যোগের ৷ তারপর শ্রদ্ধা চান্দেরি ছাড়লেও নতুন এক শয়তান উৎপাত শুরু করেছেন সেখানকার গ্রামবাসীদের উপর ৷ সে হল 'শর কাটা' অর্থাৎ যার শরীর নেই ৷ শুধু মাথা আছে ৷ এই শর কাটাই নাকি 'স্ত্রী'কে পতিতাবৃত্তি নিয়ে আসে ৷ যে কারণে 'স্ত্রী'র মৃত্যু হয় ৷

চান্দেরি 'স্ত্রী' মুক্ত হলেও শরীরহীন মাথা মেয়েদের তুলে নিয়ে যায় ৷ এই বিপদ থেকে বাঁচতে গ্রামবাসীরা ভিকি তথা রাজকুমার রাও ও তাঁর গ্যাংয়ের সাহায্য চান ৷ সেই লড়াইয়ে সঙ্গ দেন শ্রদ্ধাও ৷ ছবিতে একটি আইটেম নম্বরে দেখা যাবে তমান্না ভাটিয়াকেও ৷

দিনেশ ভিজন ও জিও স্টুডিয়ো প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠীকে ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল 'স্ত্রী' ৷ বক্সঅফিসে 'ম্যাসিভ হিট' করে এই ছবি ৷ স্বাধীনতা দিবসে অক্ষয় কুমার ও জন আব্রাহামের ছবির সঙ্গে বক্সঅফিস দখলে রয়েছে এই ছবিও ৷ কার ভাগ্যে শিকে ছেঁড়ে, তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.