হায়দরাবাদ, 14 অগস্ট: স্বাধীনতা দিবসে বক্সঅফিসে হতে চলেছে জোর লড়াই ৷ একদিকে রয়েছে তিনটি বড় বাজেটের মাল্টি স্টারার হিন্দি সিনেমা ৷ অন্যদিকে রয়েছে দুটি বাংলা সিনেমা ৷ প্রথম দিনের টিকিট বুকিংয়ের দিক থেকে প্রতিযোগিতায় কে এগিয়ে আর কেইবা পিছিয়ে খোঁজ নিল ইটিভি ভারত ৷
প্রথমেই দেখা যাক বলিউডের কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে :
স্ত্রী 2- (রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী)
খেল খেল মেঁ- (অক্ষয় কুমার, ফরদীনখান, আদিত্য শীল, অ্যামি ভির্ক, বাণী কাপুর, তাপসী পান্নু, প্রজ্ঞা জয়সওয়াল)
ভেদা- (জন আব্রাহাম, শর্বরী ওয়াঘ, তমান্না ভাটিয়া
বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে :
বাবলি- (শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়)
পদাতিক- (চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ)
স্ত্রী2 -এর প্রথমদিনের অ্যাডভান্স বুকিং আর কালেকশন
প্রেক্ষাগৃহে 'স্ত্রী 2'-এর প্রথম শো আসছে 14 তারিখ রাত 7.30 মিনিটে ৷ এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এই ছবি ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী স্ত্রী 2-এর টিকিট বিক্রি হয়েছে 3 লাখ 81 হাজার 878টি ৷ ফলে ইতিমধ্যেই ছবি আয় করে ফেলেছে 13 কোটি টাকার বেশি ৷ ফলে এই ছবি প্রথম দিনেই 50 কোটি আয় করে ফেলবে অনুমান করা হচ্ছে ৷ শুধু তাই নয় প্রথমদিনের বুকিংয়ের দিক থেকে 'ফাইটার' ও 'কল্কি 2898 এডি'-কে পিছনে ফেলেছে স্ত্রী 2 ৷
খেল খেল মেঁ ছবির প্রথমদিনের অ্যাডভান্স বুকিং আর কালেকশন
কমেডি-ড্রামা এই ছবির অ্যাডভান্স বুকিং ও কালেকশনের দিক থেকে ভারতে টিকিট বিক্রি হয়েছে এখনও পর্যন্ত 15 হাজারের কিছু বেশি ৷ শো পেয়েছে মোট 2 হাজার 711টি ৷ ঘরে এসেছে 55 লাখ টাকা ৷ স্যাকনিল্ক অনুযায়ী প্রথমদিনের বক্সঅফিসে 'খেল খেল মেঁ' আয় করতে পারে 9 কোটি টাকা ৷
ভেদা ছবির প্রথমদিনের অ্যাডভান্স বুকিং আর কালেকশন
একই দিনে প্রেক্ষাগৃহে আসছে জন আব্রাহাম ও শর্বরী ওয়াঘের ছবি 'ভেদা' ৷ অ্যাকশন-ড্রামা ছবি শো পেয়েছে 2500টি ৷ এই ছবি অক্ষয়ের 'খেল খেল মেঁ'-র থেকে 18.75 শতাংশ এগিয়ে রয়েছে ৷ 14 অগস্ট পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে 23 হাজার 138টি ৷ ফলে 'ভেদা'র আয় হয়েছে 56 লাখ 57 হাজার 231 টাকা ৷
এবার নজর দেওয়া যাক বাংলা ছবির দিকে ৷ বাবলি ও পদাতিক ছবির অ্যাডভান্স টিকিট বুকিং
বুক মাই শো অনুযায়ী, রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' 15 অগস্ট 50টির মতো শো-টাইম পেয়েছে ৷ কিন্তু দেখা গিয়েছে বেশিরভাগ প্রেক্ষাগৃহে বুকিং খুব একটা লাভজনক নয় ৷ অ্যাভারেজ টিকিট মূল্য 200 টাকা হলেও প্রথমদিন এই ছবির আয় আশাজনক হবে না বলে মনে করা হচ্ছে ৷ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' 15 অগস্ট হল শো পেয়েছে আরও কম ৷ প্রায় 35-36টা শো টাইম রয়েছে মৃণাল সেনের জীবনী অবলম্বনে তৈরি এই ছবি ৷ টিকিট বুকিংয়ের দিকে নজর দিলে দেখা যায়, 'বাবলি'-র থেকেও কম আসন বুক হয়েছে 'পদাতিক'-এর ৷ এখন দেখা যাক, হিন্দি ছবির দাপটে বাংলা ছবি নিজের ভাগ্য বদলাতে পারে কি না ৷