হায়দরাবাদ/কলকাতা, 15 অগস্ট : স্বাধীনতার আবহে হিন্দি-বাংলা মিলিয়ে পাঁচটা ছবি এসেছে বড় পর্দায় ৷ 'স্ত্রী 2', 'ভেদা', 'খেল খেল মেঁ'-র সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে 'বাবলি' ও 'পদাতিক' ৷ সারা ভারতে মুক্তির নিরিখে 'স্ত্রী 2' অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলেছে ৷ লড়াই চলছে 'ভেদা' ও 'খেল খেল মেঁ' ছবির মধ্যে ৷ তার মধ্যে কলকাতার প্রেক্ষাগৃহে 'স্ত্রী 2' ও 'বাবলি' ভালো ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে ৷
শ্রদ্ধা কপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানা অভিনীত এই ছবি ওপেনিং ডে-তে রেকর্ড তৈরি করেছে ৷ অ্যাডভান্স বুকিংয়েই 'স্ত্রী 2', 'অ্যানিম্যাল', 'পাঠান' ও 'জওয়ান' ছবিকে পিছনে পেলেছে ৷ স্যাকনিল্ক অনুয়ারে 5 লাখ 57 হাজার 953টি টিকিট বিক্রি হয়েছে ৷ আয় হয়েছে 23 কোটি টাকা ৷ স্বাধীনতা দিবসের দিন ছবির আয় হতে পারে 40 কোটি টাকার বেশি ৷
Rating: ⭐️⭐️#KhelKhelMein is an EPIC MISFIRE. 👎 #AkshayKumar is in top form with all his look, performance and OG comic timing, but uses it in the wrong film. The Western concepts without modifications are hard to digest. Few funny moments, the only value.#KhelKhelMeinReview… pic.twitter.com/ANK6aj1MGW
— Nishit Shaw (@NishitShawHere) August 15, 2024
এবার আসা যাক, অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ' ছবির কালেকশনের দিকে ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, অ্যাডভান্স বুকিংয়ে এই ছবি 4093 শো পেয়েছে ৷ টিকিট বিক্রি হয়েছে 47 হাজার 202টি ৷ আয় হয়েছে 1 কোটি 54 লাখ 2 হাজার 306 টাকা ৷ স্বাধীনতা দিবসের দিন দুপুর তিনটে পর্যন্ত এই ছবির আয় ছিল 2.56 কোটি টাকা ৷
VEDAA IS A CREDIBLE ACTION FILM MINUS THE CLIMAX - ⭐️⭐️⭐️ (3 Stars)#Vedaa is a credible action film from #NikkhilAdvani, which rides on a solid first half and a decent second half. The filmmaker establishes his story with perfection in the first half and keeps you glued on the… pic.twitter.com/hVWpCQt96S
— Himesh (@HimeshMankad) August 15, 2024
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, আব্রাহাম এবং শর্বরী ওয়াঘা অভিনীত 'বেদা' শো পেয়েছে 5318টি ৷ অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে 1 কোটি 48 লাখ 82 হাজার 209 টাকা ৷ মনে করা হচ্ছে প্রথমদিনের কালেকশন হিসাবে এই ছবি 8-10 কোটি টাকা ঘরে তুলতে পারে ৷ দুপুর তিনটে পর্যন্ত ছবির কালেকশন ছিল 3 কোটি 79 লাখ টাকা ৷
এবার আসা যাক বাংলা ছবির কালেকশনের দিকে ৷ তিনটি হিন্দি ছবির দাপটে এমনিতেই খুব বেশি যে প্রেক্ষাগৃহ পেয়েছে বাংলা ছবি তা বলা দুষ্কর ৷ তার মধ্য সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবির বক্সঅফিস খুব খারাপ ৷ অশোকা সিনেমা হলে 'পদাতিক' ছবির 3'টের শো'র জন্য টিকিট বিক্রি 150-ও অতিক্রম করেনি ৷ অন্যদিকে অজন্তাতে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' হাউজ ফুল। 'স্ত্রী 2'ও হাউজফুল কলকাতার অনেক প্রেক্ষাগৃহে ৷ অজন্তা প্রেক্ষাগৃহের কর্ণধার শতদীপ সাহা, প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত ও অশোকা সিনেমার কর্ণধার প্রবীর রায় এমন তথ্যই জানিয়েছেন ইটিভি ভারতকে ৷