ETV Bharat / entertainment

বক্সঅফিসে রেকর্ড ভাঙল 'স্ত্রী 2', কলকাতায় আশা জাগাচ্ছে 'বাবলি' - Independence Day Movie Release

Hindi and Bengali Movie Box Office Collection: মুক্তির পরেই বক্সঅফিসে সাড়া ফেলেছে অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' ৷ প্রথমদিনের কালেকশনের নিরিখে 'গদর 2' ছবির রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি ৷ রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখ খানের 'চেন্নাই এক্সপ্রেস' ছবিরও ৷ বাংলা সিনেমায় 'বাবলি' আশা জাগালেও 'পদাতিক' ছবির বক্সঅফিস হতাশাজনক ৷

Hindi and Bengali Movie Box Office Collection
বক্সঅফিসে 'স্ত্রী 2'- এর রেকর্ড, ভালো ফল 'বাবলি'র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 5:12 PM IST

হায়দরাবাদ/কলকাতা, 15 অগস্ট : স্বাধীনতার আবহে হিন্দি-বাংলা মিলিয়ে পাঁচটা ছবি এসেছে বড় পর্দায় ৷ 'স্ত্রী 2', 'ভেদা', 'খেল খেল মেঁ'-র সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে 'বাবলি' ও 'পদাতিক' ৷ সারা ভারতে মুক্তির নিরিখে 'স্ত্রী 2' অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলেছে ৷ লড়াই চলছে 'ভেদা' ও 'খেল খেল মেঁ' ছবির মধ্যে ৷ তার মধ্যে কলকাতার প্রেক্ষাগৃহে 'স্ত্রী 2' ও 'বাবলি' ভালো ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে ৷

শ্রদ্ধা কপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানা অভিনীত এই ছবি ওপেনিং ডে-তে রেকর্ড তৈরি করেছে ৷ অ্যাডভান্স বুকিংয়েই 'স্ত্রী 2', 'অ্যানিম্যাল', 'পাঠান' ও 'জওয়ান' ছবিকে পিছনে পেলেছে ৷ স্যাকনিল্ক অনুয়ারে 5 লাখ 57 হাজার 953টি টিকিট বিক্রি হয়েছে ৷ আয় হয়েছে 23 কোটি টাকা ৷ স্বাধীনতা দিবসের দিন ছবির আয় হতে পারে 40 কোটি টাকার বেশি ৷

এবার আসা যাক, অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ' ছবির কালেকশনের দিকে ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, অ্যাডভান্স বুকিংয়ে এই ছবি 4093 শো পেয়েছে ৷ টিকিট বিক্রি হয়েছে 47 হাজার 202টি ৷ আয় হয়েছে 1 কোটি 54 লাখ 2 হাজার 306 টাকা ৷ স্বাধীনতা দিবসের দিন দুপুর তিনটে পর্যন্ত এই ছবির আয় ছিল 2.56 কোটি টাকা ৷

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, আব্রাহাম এবং শর্বরী ওয়াঘা অভিনীত 'বেদা' শো পেয়েছে 5318টি ৷ অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে 1 কোটি 48 লাখ 82 হাজার 209 টাকা ৷ মনে করা হচ্ছে প্রথমদিনের কালেকশন হিসাবে এই ছবি 8-10 কোটি টাকা ঘরে তুলতে পারে ৷ দুপুর তিনটে পর্যন্ত ছবির কালেকশন ছিল 3 কোটি 79 লাখ টাকা ৷

এবার আসা যাক বাংলা ছবির কালেকশনের দিকে ৷ তিনটি হিন্দি ছবির দাপটে এমনিতেই খুব বেশি যে প্রেক্ষাগৃহ পেয়েছে বাংলা ছবি তা বলা দুষ্কর ৷ তার মধ্য সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবির বক্সঅফিস খুব খারাপ ৷ অশোকা সিনেমা হলে 'পদাতিক' ছবির 3'টের শো'র জন্য টিকিট বিক্রি 150-ও অতিক্রম করেনি ৷ অন্যদিকে অজন্তাতে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' হাউজ ফুল। 'স্ত্রী 2'ও হাউজফুল কলকাতার অনেক প্রেক্ষাগৃহে ৷ অজন্তা প্রেক্ষাগৃহের কর্ণধার শতদীপ সাহা, প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত ও অশোকা সিনেমার কর্ণধার প্রবীর রায় এমন তথ্যই জানিয়েছেন ইটিভি ভারতকে ৷

হায়দরাবাদ/কলকাতা, 15 অগস্ট : স্বাধীনতার আবহে হিন্দি-বাংলা মিলিয়ে পাঁচটা ছবি এসেছে বড় পর্দায় ৷ 'স্ত্রী 2', 'ভেদা', 'খেল খেল মেঁ'-র সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে 'বাবলি' ও 'পদাতিক' ৷ সারা ভারতে মুক্তির নিরিখে 'স্ত্রী 2' অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলেছে ৷ লড়াই চলছে 'ভেদা' ও 'খেল খেল মেঁ' ছবির মধ্যে ৷ তার মধ্যে কলকাতার প্রেক্ষাগৃহে 'স্ত্রী 2' ও 'বাবলি' ভালো ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে ৷

শ্রদ্ধা কপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানা অভিনীত এই ছবি ওপেনিং ডে-তে রেকর্ড তৈরি করেছে ৷ অ্যাডভান্স বুকিংয়েই 'স্ত্রী 2', 'অ্যানিম্যাল', 'পাঠান' ও 'জওয়ান' ছবিকে পিছনে পেলেছে ৷ স্যাকনিল্ক অনুয়ারে 5 লাখ 57 হাজার 953টি টিকিট বিক্রি হয়েছে ৷ আয় হয়েছে 23 কোটি টাকা ৷ স্বাধীনতা দিবসের দিন ছবির আয় হতে পারে 40 কোটি টাকার বেশি ৷

এবার আসা যাক, অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ' ছবির কালেকশনের দিকে ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, অ্যাডভান্স বুকিংয়ে এই ছবি 4093 শো পেয়েছে ৷ টিকিট বিক্রি হয়েছে 47 হাজার 202টি ৷ আয় হয়েছে 1 কোটি 54 লাখ 2 হাজার 306 টাকা ৷ স্বাধীনতা দিবসের দিন দুপুর তিনটে পর্যন্ত এই ছবির আয় ছিল 2.56 কোটি টাকা ৷

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, আব্রাহাম এবং শর্বরী ওয়াঘা অভিনীত 'বেদা' শো পেয়েছে 5318টি ৷ অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে 1 কোটি 48 লাখ 82 হাজার 209 টাকা ৷ মনে করা হচ্ছে প্রথমদিনের কালেকশন হিসাবে এই ছবি 8-10 কোটি টাকা ঘরে তুলতে পারে ৷ দুপুর তিনটে পর্যন্ত ছবির কালেকশন ছিল 3 কোটি 79 লাখ টাকা ৷

এবার আসা যাক বাংলা ছবির কালেকশনের দিকে ৷ তিনটি হিন্দি ছবির দাপটে এমনিতেই খুব বেশি যে প্রেক্ষাগৃহ পেয়েছে বাংলা ছবি তা বলা দুষ্কর ৷ তার মধ্য সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবির বক্সঅফিস খুব খারাপ ৷ অশোকা সিনেমা হলে 'পদাতিক' ছবির 3'টের শো'র জন্য টিকিট বিক্রি 150-ও অতিক্রম করেনি ৷ অন্যদিকে অজন্তাতে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' হাউজ ফুল। 'স্ত্রী 2'ও হাউজফুল কলকাতার অনেক প্রেক্ষাগৃহে ৷ অজন্তা প্রেক্ষাগৃহের কর্ণধার শতদীপ সাহা, প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত ও অশোকা সিনেমার কর্ণধার প্রবীর রায় এমন তথ্যই জানিয়েছেন ইটিভি ভারতকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.