ETV Bharat / entertainment

প্রয়াত রামোজি রাও'কে 'ভারতরত্ন' প্রদানের দাবি রাজামৌলির - Ramoji Rao Passes Away - RAMOJI RAO PASSES AWAY

Ramoji Rao Demise: শনিবার সকালে প্রয়াত হয়েছে ভারতের অন্যতম বিজনেস টাইকুন তথা দেশের বৃহত্তম ফিল্মসিটি রামোজির প্রতিষ্ঠাতা রামোজি রাও ৷ শেষবেলায় তাঁকে বিদায় জানাতে উপস্থিত হন অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলি ৷ সমাজ ও ফিল্মি জগতে রামোজি রাওয়ের অবদান অনস্বীকার্য ৷ তাঁকে বিশেষ সম্মান প্রদানের দাবি পরিচালক রাজামৌলির ৷

Ramoji Rao Passes Away
প্রয়াত রামোজি রাও (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 6:53 PM IST

হায়দরাবাদ, 6 জুন: বলিউড থেকে দক্ষিণী সিনেমার অনেকটা জুড়ে রয়েছে হায়দরাবাদে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটি ৷ শনিবার সকালে এই ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও'য়ের প্রয়াণের খবরে স্বভাবতই মুষড়ে পড়েছে বিনোদুনিয়া ৷ যে ফিল্ম সিটি আপামর দর্শকদের বিনোদন জুগিয়ে আসছে বছরের পর বছর, তার নেপথ্য কারিগর পাক যোগ্য সম্মান ৷ প্রয়াত রামোজি রাওকে তাই ভারতরত্ন সম্মান প্রদানের দাবি তুললেন অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলি ৷

প্রয়াত বিজনেস টাইকুন রামোজি রাও (ইটিভি ভারত)

রামোজি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান রামোজি রাওয়ের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া বিনোদুনিয়ায় ৷ চিরঞ্জীবি, কমল হাসান, জুনিয়র এনটিআর, রাম গোপাল বর্মা, বিষ্ণু মাঞ্চু ও মনোজ মাঞ্চু মত বিনোদুনিয়ার স্বনামধন্য ব্যক্তিরা সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ৷ পরিচালক এসএস রাজামৌলি এক্স হ্যান্ডেলে প্রয়াত বিজনেস টাইকুন রামোজি রাওকে যোগ্য সম্মান জানাতে ভারতরত্ন প্রদানের দাবি তুলেছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "একজন ব্যক্তি, যিনি 50 বছর ধরে কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী শক্তির মধ্য দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়েছেন ৷ কোটি কোটি মানুষের মনে আশা জুগিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন ৷ রামোজি রাও গারুর এই অবদানকে একমাত্র শ্রদ্ধা জানানো যায় তাঁকে ভারতরত্ন উপাধি দিয়ে ৷"

এদিন রামোজি ফিল্মসিটিতে রাজামৌলির পাশাপাশি সঙ্গীত পরিচালক এমএস কিরাবাণীও উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পপতিরা ৷ প্রত্যেকেই শেষবেলায় প্রয়াত রামোজি রাও'কে শ্রদ্ধা জানাতে আসেন ৷ শ্রদ্ধা জানতে উপস্থিত হন পদ্মভূষণজয়ী চিরঞ্জীবি, 'আরআরআর' খ্যাত অভিনেতা জুনিয়র এনটির, অভিনেতা পবন কল্যাণ-সহ আরও অনেকে ৷ অন্যদিকে, পরিচালক রাম গোপাল বর্মা এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়ে লেখেন, "রামোজি রাও'য়ের মৃত্যু বিশ্বাস্যযোগ্য নয় ৷ কারণ তিনি একজন ব্যক্তি থেকে একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন। তাঁর মৃত্যু মেনে নেওয়া কঠিন ৷" শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ৷

হায়দরাবাদ, 6 জুন: বলিউড থেকে দক্ষিণী সিনেমার অনেকটা জুড়ে রয়েছে হায়দরাবাদে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটি ৷ শনিবার সকালে এই ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও'য়ের প্রয়াণের খবরে স্বভাবতই মুষড়ে পড়েছে বিনোদুনিয়া ৷ যে ফিল্ম সিটি আপামর দর্শকদের বিনোদন জুগিয়ে আসছে বছরের পর বছর, তার নেপথ্য কারিগর পাক যোগ্য সম্মান ৷ প্রয়াত রামোজি রাওকে তাই ভারতরত্ন সম্মান প্রদানের দাবি তুললেন অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলি ৷

প্রয়াত বিজনেস টাইকুন রামোজি রাও (ইটিভি ভারত)

রামোজি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান রামোজি রাওয়ের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া বিনোদুনিয়ায় ৷ চিরঞ্জীবি, কমল হাসান, জুনিয়র এনটিআর, রাম গোপাল বর্মা, বিষ্ণু মাঞ্চু ও মনোজ মাঞ্চু মত বিনোদুনিয়ার স্বনামধন্য ব্যক্তিরা সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ৷ পরিচালক এসএস রাজামৌলি এক্স হ্যান্ডেলে প্রয়াত বিজনেস টাইকুন রামোজি রাওকে যোগ্য সম্মান জানাতে ভারতরত্ন প্রদানের দাবি তুলেছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "একজন ব্যক্তি, যিনি 50 বছর ধরে কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী শক্তির মধ্য দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়েছেন ৷ কোটি কোটি মানুষের মনে আশা জুগিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন ৷ রামোজি রাও গারুর এই অবদানকে একমাত্র শ্রদ্ধা জানানো যায় তাঁকে ভারতরত্ন উপাধি দিয়ে ৷"

এদিন রামোজি ফিল্মসিটিতে রাজামৌলির পাশাপাশি সঙ্গীত পরিচালক এমএস কিরাবাণীও উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পপতিরা ৷ প্রত্যেকেই শেষবেলায় প্রয়াত রামোজি রাও'কে শ্রদ্ধা জানাতে আসেন ৷ শ্রদ্ধা জানতে উপস্থিত হন পদ্মভূষণজয়ী চিরঞ্জীবি, 'আরআরআর' খ্যাত অভিনেতা জুনিয়র এনটির, অভিনেতা পবন কল্যাণ-সহ আরও অনেকে ৷ অন্যদিকে, পরিচালক রাম গোপাল বর্মা এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়ে লেখেন, "রামোজি রাও'য়ের মৃত্যু বিশ্বাস্যযোগ্য নয় ৷ কারণ তিনি একজন ব্যক্তি থেকে একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন। তাঁর মৃত্যু মেনে নেওয়া কঠিন ৷" শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.