হায়দরাবাদ, 22 জুন: এবার আর 'খামোশী' নয় ৷ ধুমধাম করে একমাত্র বিয়েতে মেতে উঠেছে সিনহা পরিবার ৷ সোনাক্ষীর বিয়েতে আলোর মালায় সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার 'রামায়ণ' বাড়ি ৷ চরম ব্যস্ততার মধ্যে চলছে বিয়ের প্রস্তুতি ৷ রাত পোহালেই জাহির ইকবালের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন 'দাবাং' গার্ল ৷
কেমন চলছে বিয়ের প্রস্তুতি তারই ছোট্ট ঝলক ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে নানা রকম আলোয় সেজে উঠেছে পুরো বাড়ি ৷ প্রি-ওয়েডিং সেলিব্রেশনে ব্যস্ত পরিবারের সকলেই ৷ পাশাপাশি সামনে এসেছে একটি ছবিও ৷ যেখানে সোনাক্ষী-জাহিরের মেহেন্দি অনুষ্ঠান কেমন ছিল, তার আন্দাজ করা যায় ৷ যেখানে হবু বর-কনেকে দেখা গিয়েছে ম্যাচিং পোশাকে ৷ সোনাক্ষী মেহেন্দির জন্য বেছে নেন লাল রঙের সালওয়ার কামিজ ৷ জাহিরকে দেখা গেল লাল কুর্তা ও সাদা পায়জামায় ৷
এর আগে দুই তারকার ব্যাচেলর পার্টির ভিডিয়ো ও ছবি ঘুরে বেড়িয়েছে নেটপাড়ায় ৷ ছবিগুলি সোনাক্ষীই নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ৷ যেখানে কাছের বন্ধুদের মধ্যে দেখা গিয়েছে হুমা কুরেশীকে ৷ জাহিরের ব্যাচেলর পার্টিতে 'মস্তি' করতে দেখা গিয়েছে অভিনেতা সাকিব সালেম যিনি আবার হুমা কুরেশির ভাই ৷ বৃহস্পতিবারই সকল জল্পনার অবসান করে শত্রুঘ্ন সিনহাকে দেখা যায় হবু জামাই জাহিরের সঙ্গে ৷ পাপারাৎজির সামনে একসঙ্গে হাসিমুখে পোজও দেন ৷
সোনাক্ষীর বিয়ের খবর সামনে আসার পর থেকেই শোনা যাচ্ছিল পাত্র জাহিরকে পছন্দ হয়নি বাবা-মায়ের ৷ এরপর নানা সময়ে নানা গুজব আসতে থাকে ৷ দেখা যায়, সোনাক্ষীর মা ও ভাই তাঁকে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে আনফলো করে দেন ৷ আবার শোনা যায়, মেয়ের বিয়েতে অংশগ্রহণ নেবেন না পরিবারের সদস্যরা ৷ তবে জাহিরের সঙ্গে শত্রুঘ্নর ভিডিয়ো সামনে আসতেই বোঝা যাচ্ছে, মেয়ে সোনাক্ষীর বিয়েতে কোনও রকম খামতি রাখতে নারাজ বাবা ৷ এবার কেউ নেতিবাচলক কথা বললে, শত্রুঘ্ন সিনহা বলতেই পারেন 'খামোশ'৷