কলকাতা, 8 মে: আজ পঁচিশে বৈশাখ । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163-তম জন্মজয়ন্তী । দিকে দিকে আজ তাঁকে ঘিরেই যত ব্যস্ততা । রবীন্দ্রসঙ্গীত নিয়ে যাঁরা সারাবছর চর্চা করেন তাঁদের কাছে এই বিশেষ দিনটা কতটা স্পেশাল তা আর বলে দিতে হয় না ৷ তবে তেমনই একজন সঙ্গীতশিল্পী রবীন্দ্রজয়ন্তী ঘিরে তাঁর নস্ট্যালজিয়ার কথা ভাগ করে নিলেন ইটিভি ভারতে । তিনি সোমলতা আচার্য চৌধুরী ।
রবীন্দ্রসঙ্গীত, সফট রক, পপ মিউজিক, সেমি ক্লাসিক্যাল সব ধরনের গানে সোমলতা আচার্য চৌধুরী সমান সাবলীল । তবে যে কোনও গানের অনুষ্ঠানে এত সবকিছুর মাঝে রবীন্দ্রনাথ থাকেন পুরোদমে । তালিকা বেশ দীর্ঘ হয় রবিঠাকুরের গানেই । কেমন ছিল তাঁর ছোটবেলার পঁচিশে বৈশাখ, আজই বা কেমন ? জানালেন নিজেই ।
ইটিভি ভারত : কেমন ছিল ছোটবেলার রবীন্দ্রজয়ন্তী ?
সোমলতা : আমার ছোটবেলার রবীন্দ্রজয়ন্তী আজকের থেকে একদমই অন্যরকম ছিল । সবার আগে মনে পড়ে তিন চারটে চৌকি পেতে স্টেজ বানানো হত পাড়ায় । আর তার উপরেই হত নাচ, গান, নাটক, আবৃত্তি । পঁচিশে বৈশাখ উপলক্ষে টানা এক মাস ধরে চলত আমাদের পাড়ার অনুষ্ঠানের রিহার্সাল । প্রতিদিন সন্ধ্যাবেলায় কারোর না কারোর বাড়ি পালটে পালটে রিহার্সাল হত । আজ আমার বাড়ি তো কাল আরেকজনের বাড়ি । সন্ধ্যেগুলো খুব সুন্দর ছিল তখন ।
ইটিভি ভারত : তার মানে তখনও সাংঘাতিক ব্যস্ততা ছিল !
সোমলতা : স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটুখানি হোমওয়ার্ক করেই রিহার্সালে চলে যেতাম । ওই সময়গুলোর কথাই খুব মনে পড়ে । রবীন্দ্রজয়ন্তীর দিন তো আলাদা আনন্দ আর ব্যস্ততা ছিলই । তবে ওই যে এক মাস আগে থেকে আয়োজন চলত । অতগুলো সন্ধে সবার সঙ্গে কাটানো । ওগুলো আজও বড় মনে পড়ে ।"
ইটিভি ভারত : আর এখন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী সোমলতার কীভাবে কাটে রবীন্দ্রজয়ন্তী ?
সোমলতা : এখন অনেক বেশি পেশাদার আমার পঁচিশে বৈশাখ । এই যেমন পঁচিশে বৈশাখ আসার আগেই ইন্টারভিউ দিতে হয় অনেক, এই সময়ে গান রিলিজ করে, অনুষ্ঠানে যেতে হয় নির্দিষ্ট সময়ে । নর্মাল কাজের সঙ্গে থাকে অনেক অনুষ্ঠান । যেগুলোতে যেতেই হয় । গানে গানেই কেটে যায় দিনটা ।
ইটিভি ভারত : এই যে আজ এতগুলো বিশেষ দিন পালিত হয় ৷ এগুলো কী আপনার কাছে অন্যদের মতোই গুরুত্বপূর্ণ ?
সোমলতা : শুধু পঁচিশে বৈশাখ বলে না, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, উইমেন্স ডে এরকম এক একটা দিনকে ঘটা করে পালন করা হয় । আমি এই ব্যাপারটাতে খুব বেশি বিশ্বাসী নই । রবীন্দ্রনাথ কিংবা রবীন্দ্রসঙ্গীত আমার 365 দিনের সঙ্গী । তার জন্য আমার একটা রবীন্দ্রজয়ন্তী লাগে না । আমার মঞ্চে গানের তালিকায় রবীন্দ্রসঙ্গীতের সংখ্যা কম থাকে না ।
ইটিভি ভারত : রবীন্দ্রসঙ্গীত, সফট রক, পপ মিউজিক, সেমি ক্লাসিক্যাল সব ধরনের গানই আপনি করেন । কোন ধরনের গানের শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালো লাগে ?
সোমলতা : সব ধরনের গানই গাই । আসলে আমার চ্যালেঞ্জিং কাজ ভালো লাগে । আমার আজও শিখতে ভালো লাগে এবং আমি শিল্পী, এটুকুই ।
আরও পড়ুন :