কলকাতা, 15 জুলাই: দেখা হওয়ার একবছরেই শুভ পরিণয়ে আবদ্ধ হলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও টলি অভিনেত্রী সোহিনী সরকারের ৷ আষাঢ়ের সংক্রান্তিতে অর্থাৎ, ভরাবর্ষার এক সন্ধেয় সোহিনীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিলেন শোভন ৷ গজদাঁতে সোহিনীর পাগল করা হাসি দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না বর ৷ চুমু খেলেন গালে ও কপালে ৷ সোহিনী ইনস্টায় পোস্ট করে জানিয়ে দিলেন, আজকের দিন অর্থাৎ 2023 এর 15 জুলাইয়ে তাঁদের দেখা হয়েছিল ৷ আর সেখান থেকে আজ 'একঘরে একসঙ্গে' ৷
এতদিন বিয়ের ব্যাপারে টুঁ-শব্দটি করেননি দু'জনের একজনও। দিনকয়েক আগে জানা যায় 15 জুলাই বিয়ে করছেন টলিপাড়ার গায়ক-নায়িকা ৷ সেইমতো সোমবার রাতেই বিয়ের বেশ কিছু ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিলেন সোহিনী সরকার। ছবি ভাগ করে নিয়ে সোহিনী লিখেছেন, "দেখা হওয়ার এক বছরে একইসঙ্গে একই ঘরে।" মেরুন রঙের শাড়ি, সাদা ব্লাউজ, সোনার গয়নায় সোহিনী যেন পাক্কা বাঙালি বধূ। ওদিকে শোভনের পরনে লাল সুতোয় এমব্রয়ডারি করা সাদা সিল্কের পাঞ্জাবি। সোহিনীকে সিঁদুরে রাঙিয়ে দিয়েই ক্ষান্ত থাকলেন না শোভন। নববধূর গালে কপালে চুম্বন এঁকে দিলেন গায়ক স্বামী। আর তাতে লজ্জায় লাল নায়িকা।
শোভন- সোহিনীর প্রেমের শুরুয়াত যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে আয়োজিত বাইশে শ্রাবণের এক অনুষ্ঠানে। সেই সময়েই চোখে চোখ, কাছাকাছি আসা একে অপরের। উল্লেখ্য, সেই অনুষ্ঠানে শোভনের প্রাক্তনী ইমন চক্রবর্তীও ছিলেন উপস্থিত। ইমন এক সাক্ষাৎকারে নিজেই জানান, যে তাঁর সামনেই ওদের সেদিন মন দেওয়া নেওয়ার পালা শুরু হয়। সেই মন দেওয়া নেওয়া আজ পৌঁছে গেল ছাদনাতলায়। টলিপাড়ায় বাজল আরও এক স্টার কাপলের বিয়ের সানাই।
বিশ্বস্ত সূত্রে ইটিভি ভারত জেনেছে, চলতি বছরের নভেম্বর মাসে সামাজিক রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসবেন মিস্টার শোভন ও মিসেস শোভন। তবে, হাতে হাত রেখে এক ছাদের তলায় থাকার দিন শুরু হয়ে গেল আজ থেকেই ৷