ETV Bharat / entertainment

'সিটাডেল হানিবানি'তে দুর্দান্ত অভিনয়, সিটি মারেন সোহমের মা

টলিউড ও বলিউডে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে বাংলার ছেলে সোহম ৷ 'সিটাডেল:হানি বানি' সিরিজে তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছ ৷ অভিনেতার এক্সক্লুসিভ সাক্ষাৎকার ইটিভি ভারতে ৷

Soham Majumdar
মুখোমুখি সোহম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

কলকাতা, 21 নভেম্বর: সম্প্রতি দর্শক দরবারে হাজির হয়েছে রাজ অ্যান্ড ডিকে পরিচালিত সামান্থা রুথ প্রভু, বরুণ ধাওয়ান, কেকে মেনন অভিনীত ওয়েব সিরিজ 'সিটাডেল: হানি বানি'। সেখানে লুডোর চরিত্রে ধরা দিয়েছেন বঙ্গতনয় সোহম মজুমদার। সিরিজে ছেলের অভিনয় দেখে নাকি সিটি বাজিয়েছেন সোহমের মা।

বাংলায় একের পর ছবিতে সাফল্যের পর বলিউডে 'কবীর সিং'-য়ের হাত ধরে ভাগ্য বদল সোহমের ৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ এখন তিনি ঘরে ঘরে প্রশংসিত হচ্ছেন বরুণ-সামান্থার সঙ্গে সেরা অভিনয় উপহার দেওয়ার জন্য ৷ অভিনয় থেকে ব্যক্তিগত জীবন নিয়ে ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেতা সোহম ৷

আড্ডায় সোহম (ইটিভি ভারত)

অনেক ছোটবেলা থেকেই নাটকের প্রতি আগ্রহ সোহমের। ছুটি পড়লেই মামাবাড়ি যেতেন তিনি। আর সেখানে ছিল নাটকের আবহ। নিজের নাটকের বীজ ওখান থেকেই বলে মনে করেন সোহম। সোহম গানও শিখেছেন। বাবা চাইতেন ছেলে গান শিখুক। গানের স্টেজ শো করেছেন। স্কুল ব্যান্ডেও ছিলেন। আবার চুটিয়ে থিয়েটারও করেছেন ৷

এহেন সোহম এদিন কথা বলেন অভিনেত্রী শোলাঙ্কিকে নিয়েও। তাঁদেরকে নিয়ে যে রটনা তাতে পাত্তা দেন না দুজনের কেউই। এই ভাবে খবরে থাকতে চান না তাঁরা। অভিনেতা বলেন, "যতদিন না হাতে আংটি দেখছেন ততদিন কাউকে এনগেজড বলা যাবে না।"

অভিনেতার পুরো সাক্ষাৎকার দেখুন এখানে....

সোহমের কেরিয়ার শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গাঙ্গুলি অভিনীত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'দৃষ্টিকোণ' ছবি দিয়ে। এরপরেই শাহিদ কাপুরের বিপরীতে 'কবীর সিং'৷ তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সোহমের ঝুলিতে আছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'পিপ্পা', 'ধামাকা', 'হোমকামিং', 'তারকার মৃত্যু', 'গোপনে মদ ছাড়ান', 'দিলখুশ', 'স্কাইফোর্স'-এর মতো সব ছবি।

দিতিপ্রিয়া রায়ের সঙ্গে আসছে 'পাটালিগঞ্জের পুতুলখেলা'। সোহমের মনে হয় না ইন্ডাস্ট্রিতে গড ফাদারের প্রয়োজন আছে। একইভাবে সোশাল মিডিয়ায় কার কত ফলোয়ার তা দেখে চরিত্র প্রাপ্তিতেও আপত্তি আছে তাঁর। অডিশন দিয়ে কাজ পাওয়া অনেক বেশি সম্মানের বলে মনে করেন তিনি। কিন্তু যাঁরা সামাজিক মাধ্যমে ফলোয়ার বানান নিজেদের ক্যারিশ্মায় তাঁদেরকে সম্মান করেন সোহম।

শুধু তাই নয়, ইতিমধ্যেই ম্রুণাল ঠাকুর, সামান্থা রুথ প্রভুর সঙ্গে কাজ করে ফেলেছেন ৷ তবে আলিয়া ভাটের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সোহম ৷ প্রিয় অভিনেতার প্রসঙ্গ উঠতে শাহিদ কাপুর বা বরুণ ধাওয়ানকে ছাপিয়ে গিয়েছেন অক্ষয় কুমার ৷ সোহমের মতে, এমন সুদর্শন ব্যক্তি ভাবা যায় না ৷ পাশাপাশি, এই বয়সে এসে, খিলাড়ি অভিনেতা যেভাবে সেটে কাজ করেন কোনও রকম ট্যানট্রাম ছাড়া, তা শেখার মতো বলে মনে করেন অভিনেতা সোহম মজুমদার ৷

কলকাতা, 21 নভেম্বর: সম্প্রতি দর্শক দরবারে হাজির হয়েছে রাজ অ্যান্ড ডিকে পরিচালিত সামান্থা রুথ প্রভু, বরুণ ধাওয়ান, কেকে মেনন অভিনীত ওয়েব সিরিজ 'সিটাডেল: হানি বানি'। সেখানে লুডোর চরিত্রে ধরা দিয়েছেন বঙ্গতনয় সোহম মজুমদার। সিরিজে ছেলের অভিনয় দেখে নাকি সিটি বাজিয়েছেন সোহমের মা।

বাংলায় একের পর ছবিতে সাফল্যের পর বলিউডে 'কবীর সিং'-য়ের হাত ধরে ভাগ্য বদল সোহমের ৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ এখন তিনি ঘরে ঘরে প্রশংসিত হচ্ছেন বরুণ-সামান্থার সঙ্গে সেরা অভিনয় উপহার দেওয়ার জন্য ৷ অভিনয় থেকে ব্যক্তিগত জীবন নিয়ে ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেতা সোহম ৷

আড্ডায় সোহম (ইটিভি ভারত)

অনেক ছোটবেলা থেকেই নাটকের প্রতি আগ্রহ সোহমের। ছুটি পড়লেই মামাবাড়ি যেতেন তিনি। আর সেখানে ছিল নাটকের আবহ। নিজের নাটকের বীজ ওখান থেকেই বলে মনে করেন সোহম। সোহম গানও শিখেছেন। বাবা চাইতেন ছেলে গান শিখুক। গানের স্টেজ শো করেছেন। স্কুল ব্যান্ডেও ছিলেন। আবার চুটিয়ে থিয়েটারও করেছেন ৷

এহেন সোহম এদিন কথা বলেন অভিনেত্রী শোলাঙ্কিকে নিয়েও। তাঁদেরকে নিয়ে যে রটনা তাতে পাত্তা দেন না দুজনের কেউই। এই ভাবে খবরে থাকতে চান না তাঁরা। অভিনেতা বলেন, "যতদিন না হাতে আংটি দেখছেন ততদিন কাউকে এনগেজড বলা যাবে না।"

অভিনেতার পুরো সাক্ষাৎকার দেখুন এখানে....

সোহমের কেরিয়ার শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গাঙ্গুলি অভিনীত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'দৃষ্টিকোণ' ছবি দিয়ে। এরপরেই শাহিদ কাপুরের বিপরীতে 'কবীর সিং'৷ তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সোহমের ঝুলিতে আছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'পিপ্পা', 'ধামাকা', 'হোমকামিং', 'তারকার মৃত্যু', 'গোপনে মদ ছাড়ান', 'দিলখুশ', 'স্কাইফোর্স'-এর মতো সব ছবি।

দিতিপ্রিয়া রায়ের সঙ্গে আসছে 'পাটালিগঞ্জের পুতুলখেলা'। সোহমের মনে হয় না ইন্ডাস্ট্রিতে গড ফাদারের প্রয়োজন আছে। একইভাবে সোশাল মিডিয়ায় কার কত ফলোয়ার তা দেখে চরিত্র প্রাপ্তিতেও আপত্তি আছে তাঁর। অডিশন দিয়ে কাজ পাওয়া অনেক বেশি সম্মানের বলে মনে করেন তিনি। কিন্তু যাঁরা সামাজিক মাধ্যমে ফলোয়ার বানান নিজেদের ক্যারিশ্মায় তাঁদেরকে সম্মান করেন সোহম।

শুধু তাই নয়, ইতিমধ্যেই ম্রুণাল ঠাকুর, সামান্থা রুথ প্রভুর সঙ্গে কাজ করে ফেলেছেন ৷ তবে আলিয়া ভাটের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সোহম ৷ প্রিয় অভিনেতার প্রসঙ্গ উঠতে শাহিদ কাপুর বা বরুণ ধাওয়ানকে ছাপিয়ে গিয়েছেন অক্ষয় কুমার ৷ সোহমের মতে, এমন সুদর্শন ব্যক্তি ভাবা যায় না ৷ পাশাপাশি, এই বয়সে এসে, খিলাড়ি অভিনেতা যেভাবে সেটে কাজ করেন কোনও রকম ট্যানট্রাম ছাড়া, তা শেখার মতো বলে মনে করেন অভিনেতা সোহম মজুমদার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.