ETV Bharat / entertainment

বছর শুরুতেই একের পর এক খুন, সমাধান করতে আসছে 'ফেলুবক্সী' - SOHAM CHAKRABORTY FELUBAKSHI

এবার রহস্য সমাধান করতে তৈরি হচ্ছেন সোহম চক্রবর্তী ৷ বুদ্ধির খেলায় মাত দিতে প্রস্তুত তিনিও ৷ আসছে 'ফেলুবক্সী'

Etv Bharat
আসছে 'ফেলুবক্সী' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 12:26 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়ের পর গোয়েন্দা চরিত্রে সোহম চক্রবর্তী ৷ বছর শুরুতেই শহরে আসছে 'ফেলুবক্সী'। ফেলুবক্সী সম্পূর্ণ ভিন্ন চরিত্রের এক গোয়েন্দা। এই দুঁদে গোয়েন্দার চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। এই ধরনের চরিত্রে সোহমকে প্রথমবার দেখবে দর্শক ৷

পরিচালক দেবরাজ সিংহের কথায়, "ফেলুবক্সী চরিত্রটা আমার খুব পছন্দের। সে একজন সুপারহিরো, বুদ্ধিমান, সাহসী। একইসঙ্গে সে রসিক, খাদ্যরসিক। সবমিলিয়ে ফেলুবক্সী সকলের থেকে অনেকটাই আলাদা।"

ছবির গল্প আবর্তিত হয় মুখোপাধ্যায় বাড়ির লোকজনকে কেন্দ্রে রেখেই। অনিমেষ মুখোপাধ্যায় তাঁর একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেন ফেলুবক্সীকে। ফেলুবক্সী এবার তাঁর সহকারী দেবযানীর সঙ্গে তদন্ত শুরু করেন। আরও তিনটি খুনের পর তাঁরা বুঝতে পারেন, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে আছে অনেক বড় চক্র।

একদিকে লাবণ্য, মুখোপাধ্যায় বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্য দিকে মেঘনাদ চট্টোপাধ্যায়, এক জন গ্লোবাল বিজনেস টাইকুন যাকে মুখোপাধ্যায় বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তার সমাধান কীভাবে করে সেটাই দেখার। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, পরিমণি, শতফ ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, মেঘ মল্লার, দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা সরকার-সহ আরও অনেকে। জানা গিয়েছে, 2025-এর 17 জানুয়ারি মুক্তি পাবে 'ফেলুবক্সী'।

মজার বিষয় হল, গোয়েন্দা হিসাবে ফেলুদা বা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের অনেক তারকা ৷ এমনকী, অন্যরকম গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরাকেও ৷ এবার গোয়েন্দা হিসাবে রহস্যের সমাধান করতে ময়দানে নামছেন সোহম ৷ এর আগে অভিনেতাকে দেখা গিয়েছে 'শাস্ত্রী' ছবিতে ৷

কলকাতা, 9 ডিসেম্বর: যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়ের পর গোয়েন্দা চরিত্রে সোহম চক্রবর্তী ৷ বছর শুরুতেই শহরে আসছে 'ফেলুবক্সী'। ফেলুবক্সী সম্পূর্ণ ভিন্ন চরিত্রের এক গোয়েন্দা। এই দুঁদে গোয়েন্দার চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। এই ধরনের চরিত্রে সোহমকে প্রথমবার দেখবে দর্শক ৷

পরিচালক দেবরাজ সিংহের কথায়, "ফেলুবক্সী চরিত্রটা আমার খুব পছন্দের। সে একজন সুপারহিরো, বুদ্ধিমান, সাহসী। একইসঙ্গে সে রসিক, খাদ্যরসিক। সবমিলিয়ে ফেলুবক্সী সকলের থেকে অনেকটাই আলাদা।"

ছবির গল্প আবর্তিত হয় মুখোপাধ্যায় বাড়ির লোকজনকে কেন্দ্রে রেখেই। অনিমেষ মুখোপাধ্যায় তাঁর একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেন ফেলুবক্সীকে। ফেলুবক্সী এবার তাঁর সহকারী দেবযানীর সঙ্গে তদন্ত শুরু করেন। আরও তিনটি খুনের পর তাঁরা বুঝতে পারেন, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে আছে অনেক বড় চক্র।

একদিকে লাবণ্য, মুখোপাধ্যায় বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্য দিকে মেঘনাদ চট্টোপাধ্যায়, এক জন গ্লোবাল বিজনেস টাইকুন যাকে মুখোপাধ্যায় বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তার সমাধান কীভাবে করে সেটাই দেখার। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, পরিমণি, শতফ ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, মেঘ মল্লার, দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা সরকার-সহ আরও অনেকে। জানা গিয়েছে, 2025-এর 17 জানুয়ারি মুক্তি পাবে 'ফেলুবক্সী'।

মজার বিষয় হল, গোয়েন্দা হিসাবে ফেলুদা বা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের অনেক তারকা ৷ এমনকী, অন্যরকম গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরাকেও ৷ এবার গোয়েন্দা হিসাবে রহস্যের সমাধান করতে ময়দানে নামছেন সোহম ৷ এর আগে অভিনেতাকে দেখা গিয়েছে 'শাস্ত্রী' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.