ETV Bharat / entertainment

মায়ানগরীর বদলে তিলোত্তমাকে বেছেও হল না 'সম্মানরক্ষা', শুটিং বন্ধ কি ফেডারশন দ্বন্দ্বেই? - Geeta LLB Serial

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 3:22 PM IST

Geeta LLB Remake Hindi Serial: কলকাতায় বসে হিন্দি ধারাবাহিকের শুটিং করার স্বপ্ন এখন এক প্রকার বিশ বাঁও জলে। রাতারাতি বন্ধ হয়ে গেল হিন্দি ধারাবাহিকটির শুটিং। হিন্দি ধারাবাহিকের শুটিং বন্ধ হওয়ায় ক্ষতির মুখে স্নেহাশিস চক্রবর্তী, জানালেন ভাস্বর চট্টোপাধ্যায় ৷ বিষয় স্পষ্ট করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ৷

Geeta LLB Remake Hindi Serial
বাঁ-দিক থেকে পরিচালক স্নেহাশিস চক্রবর্তী ও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 9 জুলাই: হেভিওয়েট পরিচালক-প্রযোজকদের তালিকায় যাঁর নাম প্রথমদিকেই আসে তিনি স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন তাঁর বাংলা ধারাবাহিক 'গীতা এলএলবি' আসছে হিন্দিতে। শুটিংও শুরু করেছিলেন বাইপাসের একটি স্টুডিয়োয়।

উল্লেখ্য, মুম্বইয়ে হচ্ছে না এই ধারাবাহিকের শুটিং। মুম্বইয়ে সংশ্লিষ্ট চ্যানেলের তরফে শুটিংয়ের ডাক পেলেও স্নেহাশিস বড় মুখ করে বলেছিলেন কলকাতায় বসে কাজটা করে দেখিয়ে দেবেন। কিন্তু শেষরক্ষা হল না। বন্ধ করতে হল শুটিং। সোমবার লাঞ্চের পরই বিনা নোটিশে শুটিং ফ্লোর ছেড়ে চলে যান কলাকুশলীরা। ওদিকে মুম্বই থেকে অভিনেতারা এসেছেন কলকাতায়। তাঁরা এই ধারাবাহিকে অভিনয় করবেন। তাঁদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী।

  • কেন বন্ধ শুটিং?

ফেডারেশনের নিয়মবিধি নির্ভর নির্দেশিকায় সংশ্লিষ্ট চ্যানেল সাড়া না-দেওয়ার কারণেই বন্ধ হল নতুন ধারাবাহিকের শুটিং। উল্লেখ্য, কোনও চ্যানেলেরই চলমান ধারাবাহিকের শুটিং বন্ধ করা হয়নি। সংশ্লিষ্ট চ্যানেলের তরফে কোনও সদুত্তর না-পাওয়া পর্যন্ত নতুন ধারাবাহিকের শুটিং করা যাবে না, সে কারণেই ফেডারেশনের এমন সিদ্ধান্ত।

টলিউড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে ইটিভি ভার‍তের তরফে যোগাযোগ করায় তিনি বলেন, "আমরা কোনও চলমান ধারাবাহিকের শুটিং বন্ধ করার নির্দেশ দিইনি। নতুন কোনও ধারাবাহিকের শুটিং শুরু করা যাবে না, যদি না চ্যানেল জানায় যে তারা ওটিটিতে তাদের নতুন ও পুরনো ধারাবাহিক দেখাবে না। এতে চ্যানেলের লাভ হচ্ছে। আমাদের টেকনিশিয়ানদের কোনও লাভ হচ্ছে না। আমাদের তরফে সব চ্যানেলকে গত মাসের 26-27 তারিখ থেকে মেইল করা হয়েছে। আজ 9 তারিখ।"

Geeta LLB Remake Hindi Serial
টলিউড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "স্নেহাশিস যে চ্যানেলের হয়ে এই নতুন ধারাবাহিকটি কলকাতায় বানাচ্ছেন আজ পর্যন্ত তারা কোনও মতামত জানায়নি ফেডারেশনকে। তাদের থেকে কোনও সাড়া না-পাওয়া পর্যন্ত নতুন ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে, এমনই সিদ্ধান্ত। একইভাবে যতদিন না কোনও নীতি প্রণয়ন হচ্ছ এই ব্যাপারে ততদিন নতুন কোনও ধারাবাহিকের শুটিংয়ে আমরা অংশগ্রহণ করব না।"

স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হয়। তবে, বাংলার পাশাপাশি হিন্দি ধারাবাহিকটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। তিনি বলেন, "খুব আনন্দে ছিলাম। অনেকদিন পর হিন্দিতে কাজ করছি। হঠাৎ গতকাল দুপুরে স্নেহাশিসদা ফোন করে জানালেন কাজটা হচ্ছে না। কেন বন্ধ করে দেওয়া হল তাঁর কাজ সেই ব্যাপারে তাঁর কাছেও কিছু পরিষ্কার নয় আমাকে বললেন।

ভাস্বর আরও বলেন, "শুধু বললেন, এতদিন ধরে কলকাতায় কাজের এই প্রতিদান পেলাম। সব কলাকুশলীকে জিজ্ঞেস করলাম কেন তারা ফ্লোর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কারও উত্তর নেই কোনও। আমি জিজ্ঞেস করলাম, কাজটা ছাড়বেন না তো? মুম্বইয়ে গিয়ে করবেন তো? কোনও উত্তর দিতে পারলেন না মানুষটা, এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়লেন স্নেহাশিস দা। "

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই হিন্দি দুনিয়ায় পা-রাখছেন শ্রীতমা মিত্র। তিনিই থাকছেন উকিল গীতার ভূমিকায়। ঠাকুমার চরিত্রে শকুন্তলা বড়ুয়া। এছাড়াও রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, মেঘনা হালদার-সহ আরও অনেকে। মুম্বই থেকে এই ধারাবাহিকে অভিনয় করবেন 17 জন অভিনেতা। সম্প্রচারের দিনও ঠিক হয়ে গিয়েছে। আর তার মাঝেই ঘটে গেল এহেন ঘটনা। স্নেহাশিস চক্রবর্তী এবার কি তবে মুম্বইতেই পা-রাখবেন শুটিংয়ের জন্য? জানা যাচ্ছে না কিছুই।

কলকাতা, 9 জুলাই: হেভিওয়েট পরিচালক-প্রযোজকদের তালিকায় যাঁর নাম প্রথমদিকেই আসে তিনি স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন তাঁর বাংলা ধারাবাহিক 'গীতা এলএলবি' আসছে হিন্দিতে। শুটিংও শুরু করেছিলেন বাইপাসের একটি স্টুডিয়োয়।

উল্লেখ্য, মুম্বইয়ে হচ্ছে না এই ধারাবাহিকের শুটিং। মুম্বইয়ে সংশ্লিষ্ট চ্যানেলের তরফে শুটিংয়ের ডাক পেলেও স্নেহাশিস বড় মুখ করে বলেছিলেন কলকাতায় বসে কাজটা করে দেখিয়ে দেবেন। কিন্তু শেষরক্ষা হল না। বন্ধ করতে হল শুটিং। সোমবার লাঞ্চের পরই বিনা নোটিশে শুটিং ফ্লোর ছেড়ে চলে যান কলাকুশলীরা। ওদিকে মুম্বই থেকে অভিনেতারা এসেছেন কলকাতায়। তাঁরা এই ধারাবাহিকে অভিনয় করবেন। তাঁদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী।

  • কেন বন্ধ শুটিং?

ফেডারেশনের নিয়মবিধি নির্ভর নির্দেশিকায় সংশ্লিষ্ট চ্যানেল সাড়া না-দেওয়ার কারণেই বন্ধ হল নতুন ধারাবাহিকের শুটিং। উল্লেখ্য, কোনও চ্যানেলেরই চলমান ধারাবাহিকের শুটিং বন্ধ করা হয়নি। সংশ্লিষ্ট চ্যানেলের তরফে কোনও সদুত্তর না-পাওয়া পর্যন্ত নতুন ধারাবাহিকের শুটিং করা যাবে না, সে কারণেই ফেডারেশনের এমন সিদ্ধান্ত।

টলিউড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে ইটিভি ভার‍তের তরফে যোগাযোগ করায় তিনি বলেন, "আমরা কোনও চলমান ধারাবাহিকের শুটিং বন্ধ করার নির্দেশ দিইনি। নতুন কোনও ধারাবাহিকের শুটিং শুরু করা যাবে না, যদি না চ্যানেল জানায় যে তারা ওটিটিতে তাদের নতুন ও পুরনো ধারাবাহিক দেখাবে না। এতে চ্যানেলের লাভ হচ্ছে। আমাদের টেকনিশিয়ানদের কোনও লাভ হচ্ছে না। আমাদের তরফে সব চ্যানেলকে গত মাসের 26-27 তারিখ থেকে মেইল করা হয়েছে। আজ 9 তারিখ।"

Geeta LLB Remake Hindi Serial
টলিউড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "স্নেহাশিস যে চ্যানেলের হয়ে এই নতুন ধারাবাহিকটি কলকাতায় বানাচ্ছেন আজ পর্যন্ত তারা কোনও মতামত জানায়নি ফেডারেশনকে। তাদের থেকে কোনও সাড়া না-পাওয়া পর্যন্ত নতুন ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে, এমনই সিদ্ধান্ত। একইভাবে যতদিন না কোনও নীতি প্রণয়ন হচ্ছ এই ব্যাপারে ততদিন নতুন কোনও ধারাবাহিকের শুটিংয়ে আমরা অংশগ্রহণ করব না।"

স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হয়। তবে, বাংলার পাশাপাশি হিন্দি ধারাবাহিকটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। তিনি বলেন, "খুব আনন্দে ছিলাম। অনেকদিন পর হিন্দিতে কাজ করছি। হঠাৎ গতকাল দুপুরে স্নেহাশিসদা ফোন করে জানালেন কাজটা হচ্ছে না। কেন বন্ধ করে দেওয়া হল তাঁর কাজ সেই ব্যাপারে তাঁর কাছেও কিছু পরিষ্কার নয় আমাকে বললেন।

ভাস্বর আরও বলেন, "শুধু বললেন, এতদিন ধরে কলকাতায় কাজের এই প্রতিদান পেলাম। সব কলাকুশলীকে জিজ্ঞেস করলাম কেন তারা ফ্লোর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কারও উত্তর নেই কোনও। আমি জিজ্ঞেস করলাম, কাজটা ছাড়বেন না তো? মুম্বইয়ে গিয়ে করবেন তো? কোনও উত্তর দিতে পারলেন না মানুষটা, এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়লেন স্নেহাশিস দা। "

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই হিন্দি দুনিয়ায় পা-রাখছেন শ্রীতমা মিত্র। তিনিই থাকছেন উকিল গীতার ভূমিকায়। ঠাকুমার চরিত্রে শকুন্তলা বড়ুয়া। এছাড়াও রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, মেঘনা হালদার-সহ আরও অনেকে। মুম্বই থেকে এই ধারাবাহিকে অভিনয় করবেন 17 জন অভিনেতা। সম্প্রচারের দিনও ঠিক হয়ে গিয়েছে। আর তার মাঝেই ঘটে গেল এহেন ঘটনা। স্নেহাশিস চক্রবর্তী এবার কি তবে মুম্বইতেই পা-রাখবেন শুটিংয়ের জন্য? জানা যাচ্ছে না কিছুই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.