ETV Bharat / entertainment

প্রতিযোগিতায় 'সিংঘম এগেইন'-'ভুল ভুলাইয়া 3', দিওয়ালি বক্সঅফিস কার দখলে? - SINGHAM AGAIN VS BHOOL BHULAIYAA 3

দিওয়ালি বক্সঅফিসে উত্তাপ বাড়ছে ক্রমশ ৷ 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3'-র অ্যাডভান্স বুকিংয়ে চলছে জোর টক্কর ৷

Etv Bharat
দিওয়ালি বক্সঅফিস কার দখলে? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 1:28 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: এই দিওয়ালিতে বক্সঅফিসে বিগ বাজেটের বিগ ছবির জব্বর প্রতিযোগিতা ৷ একদিকে অজয় দেবগণের 'সিংঘম এগেইন' অন্যদিকে কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' ৷ পয়লা নভেম্বর কোন ছবি বক্সঅফিসে বাজি মারতে পারে তার আন্দাজ কিছুটা হলেও করা সম্ভব ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে দুটি ফ্রাঞ্চাইজির সিনেমা বেশ টক্কর দিচ্ছে একে অপরকে ৷

স্যাকনিল্কের রিপোর্ট

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী প্রথমে পিছিয়ে পড়লেও পরে টিকিট বুকিংয়ে ভালো রেস শুরু করেছে আনিজ বাজমির 'ভুল ভুলাইয়া 3' ৷ 4 হাজার 207টি টিকিট বিক্রির মধ্য দিয়ে আয় হয়েছে 61.13 লাখ টাকা ৷ অন্যদিকে, প্রথম থেকেই রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' অ্যাডভান্স বুকিংয়ে ভালোই গর্জন করছে ৷ শুধুমাত্র ভক্স সিনেমায় এই ছবি পেয়েছে 64টি শো ৷ আয় হয়েছে 66 লাখ টাকা ৷

ভুল ভুলাইয়ার ইউএসপি

জনপ্রিয় সুপারন্যাচরাল কমেডি থিম আবারও পর্দায় ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে এবারও মঞ্জুলিকার টক্কর ৷ আর সেখানেই টুইস্ট রেখেছেন পরিচালক ৷ ভুল ভুলাইয়া ম্যানসনে রুহবাবা এবার দুই মঞ্জুলিকার খপ্পরে পড়েছেন ৷ পর্দায় একদিকে মাধুরী দীক্ষিত অন্যদিকে বিদ্যা বালান ৷ দুই অভিনেত্রীকে সম্মুখ সমরে রেখে বক্সঅফিসে বাজিমাত করার পরিকল্পনা আনিজের ৷ উপরি পাওনা তৃপ্তি দিমরি ৷

আবার কপ ইউনিভার্স

বড়পর্দায় প্রথম থেকেই রোহিতের কপ ইউনিভার্স কখনও অসফল হয়নি ৷ আবারও তিনি পর্দায় ফিরিয়ে আনলেন অকুতভয় পুলিশ অফিসার বাজিরাও সিংঘমকে ৷ অজয় দেবগণের সঙ্গে এবার তাঁর সেনাবাহিনী আরও বড় ৷ নতুন সাসপেন্সের সঙ্গে এই ছবির চমক যেমন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের অ্যাকশন তেমনই প্রথমবার খলনায়কের ভূমিকায় অর্জুন কাপুর কেমন করেন, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা ৷ এখন পয়লা নভেম্বর আলোর উৎসবে দর্শকরা বিনোদনের রসদ পেতে কোন ছবি দেখতে হলমুখী হন, নজর সেইদিকেই ৷

হায়দরাবাদ, 28 অক্টোবর: এই দিওয়ালিতে বক্সঅফিসে বিগ বাজেটের বিগ ছবির জব্বর প্রতিযোগিতা ৷ একদিকে অজয় দেবগণের 'সিংঘম এগেইন' অন্যদিকে কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' ৷ পয়লা নভেম্বর কোন ছবি বক্সঅফিসে বাজি মারতে পারে তার আন্দাজ কিছুটা হলেও করা সম্ভব ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে দুটি ফ্রাঞ্চাইজির সিনেমা বেশ টক্কর দিচ্ছে একে অপরকে ৷

স্যাকনিল্কের রিপোর্ট

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী প্রথমে পিছিয়ে পড়লেও পরে টিকিট বুকিংয়ে ভালো রেস শুরু করেছে আনিজ বাজমির 'ভুল ভুলাইয়া 3' ৷ 4 হাজার 207টি টিকিট বিক্রির মধ্য দিয়ে আয় হয়েছে 61.13 লাখ টাকা ৷ অন্যদিকে, প্রথম থেকেই রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' অ্যাডভান্স বুকিংয়ে ভালোই গর্জন করছে ৷ শুধুমাত্র ভক্স সিনেমায় এই ছবি পেয়েছে 64টি শো ৷ আয় হয়েছে 66 লাখ টাকা ৷

ভুল ভুলাইয়ার ইউএসপি

জনপ্রিয় সুপারন্যাচরাল কমেডি থিম আবারও পর্দায় ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে এবারও মঞ্জুলিকার টক্কর ৷ আর সেখানেই টুইস্ট রেখেছেন পরিচালক ৷ ভুল ভুলাইয়া ম্যানসনে রুহবাবা এবার দুই মঞ্জুলিকার খপ্পরে পড়েছেন ৷ পর্দায় একদিকে মাধুরী দীক্ষিত অন্যদিকে বিদ্যা বালান ৷ দুই অভিনেত্রীকে সম্মুখ সমরে রেখে বক্সঅফিসে বাজিমাত করার পরিকল্পনা আনিজের ৷ উপরি পাওনা তৃপ্তি দিমরি ৷

আবার কপ ইউনিভার্স

বড়পর্দায় প্রথম থেকেই রোহিতের কপ ইউনিভার্স কখনও অসফল হয়নি ৷ আবারও তিনি পর্দায় ফিরিয়ে আনলেন অকুতভয় পুলিশ অফিসার বাজিরাও সিংঘমকে ৷ অজয় দেবগণের সঙ্গে এবার তাঁর সেনাবাহিনী আরও বড় ৷ নতুন সাসপেন্সের সঙ্গে এই ছবির চমক যেমন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের অ্যাকশন তেমনই প্রথমবার খলনায়কের ভূমিকায় অর্জুন কাপুর কেমন করেন, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা ৷ এখন পয়লা নভেম্বর আলোর উৎসবে দর্শকরা বিনোদনের রসদ পেতে কোন ছবি দেখতে হলমুখী হন, নজর সেইদিকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.