ETV Bharat / entertainment

প্রয়াত পঙ্কজ উধাস,  সঙ্গীত জগতে বড় শূন্যতা ; শোকপ্রকাশ  প্রধানমন্ত্রীর - Veteran singer Pankaj Udhas died

Veteran singer Pankaj Udhas is no more: সঙ্গীত জগতে নক্ষত্র পতন ৷ প্রয়াত গজল শিল্পী পঙ্কজ উধাস ৷

Etv Bharat
প্রয়াত পঙ্কজ উধাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 4:30 PM IST

Updated : Feb 26, 2024, 10:03 PM IST

মুম্বই, 26 ফেব্রুয়ারি: প্রয়াত কিংবদন্তি গজল গায়ক পঙ্কজ উধাস ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ বয়স হয়েছিল 72 ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত মহলে ৷ শিল্পীর মেয়ে নায়াব উধাস খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন ৷ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শিল্পী ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'চিঠ্ঠি আয়ি হ্যায়', 'অউর আহিস্তা'-র মতো গান । গায়কের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে সনু নিগম সহ বিশিষ্টরা।

সোমবার বিকেলে সোশাল মিডিয়া উধাস পরিবারের তরফে পোস্টে লেখা হয়েছে, "দুঃখের সঙ্গে জানানো হচ্ছে পদ্মশ্রী পঙ্কজ উধাস প্রয়াত হয়েছেন ৷ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷" জানা গিয়েছে, মুম্বইয়ের বেঞ্চ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন গজল সঙ্গীতশিল্পী ৷ এদিন সকাল 11টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ প্রসঙ্গত, গুজরাতের জেটপুরে জন্ম হয়েছিল জনপ্রিয় শিল্পীর ৷ রাজকোটের সঙ্গীত নাট্য অ্যাকাডেমিতে অংশগ্রহণ করেন তিনি ৷ সেখানে তিনি তবলা বাজানো শেখেন ৷ এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ও উইলসন কলেজ থেকে বিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেন ৷ পাশাপাশি, ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল শিখতে শুরু করেন গুরু নবরঙ্গের কাছ থেকে ৷

'কামনা' ছবিতে প্রথম গান প্রকাশ পায় পঙ্কজ উধাসের ৷ গানটিতে সুর দিয়েছিলেন ঊষা খান্না ৷ তবে সেই গান তাঁকে পরিচিতি এনে দেয়নি ৷ এরপর তিনি উর্দু শিখতে শুরু করেন ৷ শুধু তাই নয়, ধীরে ধীরে গজল গায়ক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন ৷ 2006 সালে সঙ্গীত জগতে অনবদ্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শিল্পী পঙ্কজ উধাস ৷ একদিকে তিনি সঙ্গীত জগতে নিজের ছাপ রেখে যান অন্যদিকে সামাজিক কাজেও এগিয়ে এসেছিলেন শিল্পী ৷ ক্যানসার ও থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ান শিল্পী ৷ তিন দশক ধরে তিনি সঙ্গীতপ্রেমীদের সেরা গানের ডালি উপহার দিয়ে গিয়েছেন ৷ তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, চাঁদনি জ্যায়সা রঙ্গ, আপ জিনকে করীব হোতে হ্যায়, সবকো মালুম হ্যায় ম্যায় শরাবি নহি, এক তরফ উসকা ঘর-এর মতো গান ৷

আরও পড়ুন

1. 'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু, সোশাল মিডিয়ায় দিলেন মন ভালো করা ছবি

2. প্রযোজকের ভূমিকায় প্রিয়াঙ্কা, অস্কার মনোনীত তথ্যচিত্রের ঘোষণা করে জানালেন 'দেশি গার্ল'

3. অস্কারে মনোনীত ডকুমেন্টারি 'টু কিল আ টাইগার' ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা, প্রশংসা নেটপাড়ায়

মুম্বই, 26 ফেব্রুয়ারি: প্রয়াত কিংবদন্তি গজল গায়ক পঙ্কজ উধাস ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ বয়স হয়েছিল 72 ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত মহলে ৷ শিল্পীর মেয়ে নায়াব উধাস খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন ৷ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শিল্পী ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'চিঠ্ঠি আয়ি হ্যায়', 'অউর আহিস্তা'-র মতো গান । গায়কের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে সনু নিগম সহ বিশিষ্টরা।

সোমবার বিকেলে সোশাল মিডিয়া উধাস পরিবারের তরফে পোস্টে লেখা হয়েছে, "দুঃখের সঙ্গে জানানো হচ্ছে পদ্মশ্রী পঙ্কজ উধাস প্রয়াত হয়েছেন ৷ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷" জানা গিয়েছে, মুম্বইয়ের বেঞ্চ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন গজল সঙ্গীতশিল্পী ৷ এদিন সকাল 11টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ প্রসঙ্গত, গুজরাতের জেটপুরে জন্ম হয়েছিল জনপ্রিয় শিল্পীর ৷ রাজকোটের সঙ্গীত নাট্য অ্যাকাডেমিতে অংশগ্রহণ করেন তিনি ৷ সেখানে তিনি তবলা বাজানো শেখেন ৷ এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ও উইলসন কলেজ থেকে বিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেন ৷ পাশাপাশি, ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল শিখতে শুরু করেন গুরু নবরঙ্গের কাছ থেকে ৷

'কামনা' ছবিতে প্রথম গান প্রকাশ পায় পঙ্কজ উধাসের ৷ গানটিতে সুর দিয়েছিলেন ঊষা খান্না ৷ তবে সেই গান তাঁকে পরিচিতি এনে দেয়নি ৷ এরপর তিনি উর্দু শিখতে শুরু করেন ৷ শুধু তাই নয়, ধীরে ধীরে গজল গায়ক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন ৷ 2006 সালে সঙ্গীত জগতে অনবদ্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শিল্পী পঙ্কজ উধাস ৷ একদিকে তিনি সঙ্গীত জগতে নিজের ছাপ রেখে যান অন্যদিকে সামাজিক কাজেও এগিয়ে এসেছিলেন শিল্পী ৷ ক্যানসার ও থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ান শিল্পী ৷ তিন দশক ধরে তিনি সঙ্গীতপ্রেমীদের সেরা গানের ডালি উপহার দিয়ে গিয়েছেন ৷ তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, চাঁদনি জ্যায়সা রঙ্গ, আপ জিনকে করীব হোতে হ্যায়, সবকো মালুম হ্যায় ম্যায় শরাবি নহি, এক তরফ উসকা ঘর-এর মতো গান ৷

আরও পড়ুন

1. 'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু, সোশাল মিডিয়ায় দিলেন মন ভালো করা ছবি

2. প্রযোজকের ভূমিকায় প্রিয়াঙ্কা, অস্কার মনোনীত তথ্যচিত্রের ঘোষণা করে জানালেন 'দেশি গার্ল'

3. অস্কারে মনোনীত ডকুমেন্টারি 'টু কিল আ টাইগার' ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা, প্রশংসা নেটপাড়ায়

Last Updated : Feb 26, 2024, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.