ETV Bharat / entertainment

নরেন্দ্র মোদিকে পিছনে ফেললেন শ্রদ্ধা কাপুর, কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী ? - Shraddha Kapoor surpasses PM Modi - SHRADDHA KAPOOR SURPASSES PM MODI

Shraddha Kapoor's followers in Instagram: বিশ্ব দরবারে জনপ্রিয়তার নিরিখে সবসময় বিনোদন জগতের তারকাদের পিছনে ফেলতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার তাঁর হার হল 'স্ত্রী 2' অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে ৷ ফলোয়ার সংখ্যার দিক থেকে মোদিকে পিছনে ফেললেন শ্রদ্ধা ৷

Shraddha Kapoor's followers in Instagram
ইন্সটাগ্রামে মোদির থেকে শ্রদ্ধার ফলোয়ার বাড়ল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 3:48 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: সাফল্যের জোয়ারে ভাসছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ৷ সম্প্রতি মুক্তি পাওয়া 'স্ত্রী 2' শ্রদ্ধাকে বিশ্বদরবারে আরও জনপ্রিয় করে তুলেছে ৷ ফলে সোশাল মিডিয়ায় দিন দিন বেড়ে চলেছে শ্রদ্ধার ফলোয়ার সংখ্যা ৷ যার ফলে জনপ্রিয়তার দিক থেকে ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী ৷ সোশাল এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যার নিরিখে তৃতীয় স্থান দখল করলেন শক্তি তনয়া ৷ মোদি রইলেন চতুর্থ স্থানে ৷

এই মুহূর্তে ইন্সটাগ্রামে শ্রদ্ধার ফলোয়ার সংখ্যা 91.4 মিলিয়ন ৷ এদিকে, প্রধানমন্ত্রী ফলোয়ার সংখ্যা সেই তুলনায় একটু কম৷ মাত্র 91.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে মোদির ৷ তবে মজার বিষয় হল, ইন্সটাগ্রামে মোদিকে ছাপিয়ে গেলেও এখনও পর্যন্ত এক্স হ্যান্ডেলে (টুইটার) সবচেয়ে বেশি ফলো করা হয় সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে প্রধানমন্ত্রী মোদি ৷ এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে তাঁকে ফলো করেন 101.2 মিলিয়ন মানুষ ৷

স্বভাবতই প্রশ্ন ওঠে শ্রদ্ধা যদি তৃতীয় স্থানে থাকে তাহলে প্রথম-দ্বিতীয় স্থানে রয়েছেন কোন কোন তারকা ৷ তাহলে আপনাদের জানিয়ে রাখি, প্রথম স্থান দখল করে রেখেছেন ক্রিকেট লেজেন্ড বিরাট কোহলি ৷ এই সোশাল প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার সংখ্যা 271 মিলিয়ন ৷ এরপরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হলিউড-বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার সংখ্যা 91.8 মিলিয়ন ৷

উল্লেখ্য, 15 অগস্ট মুক্তি পেয়েছে অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' ৷ হরর-কমেডি এই ছবিতে শ্রদ্ধার পাশাপাশি অভিনয়ে নজর কাড়েন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠী ৷ ইতিমধ্যেই ছবির বক্সঅফিস কালেকশন দুর্দান্ত জায়গায় পৌঁছে গিয়েছএ ৷ গ্লোবালি ছবির কালেকশন 367.86 কোটি টাকা ৷ 2024 সালের বক্সঅফিস হিসাবে সেকেন্ড-হাইয়েস্ট গ্রসিং ছবির তালিকায় রয়েছে 'স্ত্রী 2' ৷

হায়দরাবাদ, 21 অগস্ট: সাফল্যের জোয়ারে ভাসছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ৷ সম্প্রতি মুক্তি পাওয়া 'স্ত্রী 2' শ্রদ্ধাকে বিশ্বদরবারে আরও জনপ্রিয় করে তুলেছে ৷ ফলে সোশাল মিডিয়ায় দিন দিন বেড়ে চলেছে শ্রদ্ধার ফলোয়ার সংখ্যা ৷ যার ফলে জনপ্রিয়তার দিক থেকে ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী ৷ সোশাল এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যার নিরিখে তৃতীয় স্থান দখল করলেন শক্তি তনয়া ৷ মোদি রইলেন চতুর্থ স্থানে ৷

এই মুহূর্তে ইন্সটাগ্রামে শ্রদ্ধার ফলোয়ার সংখ্যা 91.4 মিলিয়ন ৷ এদিকে, প্রধানমন্ত্রী ফলোয়ার সংখ্যা সেই তুলনায় একটু কম৷ মাত্র 91.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে মোদির ৷ তবে মজার বিষয় হল, ইন্সটাগ্রামে মোদিকে ছাপিয়ে গেলেও এখনও পর্যন্ত এক্স হ্যান্ডেলে (টুইটার) সবচেয়ে বেশি ফলো করা হয় সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে প্রধানমন্ত্রী মোদি ৷ এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে তাঁকে ফলো করেন 101.2 মিলিয়ন মানুষ ৷

স্বভাবতই প্রশ্ন ওঠে শ্রদ্ধা যদি তৃতীয় স্থানে থাকে তাহলে প্রথম-দ্বিতীয় স্থানে রয়েছেন কোন কোন তারকা ৷ তাহলে আপনাদের জানিয়ে রাখি, প্রথম স্থান দখল করে রেখেছেন ক্রিকেট লেজেন্ড বিরাট কোহলি ৷ এই সোশাল প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার সংখ্যা 271 মিলিয়ন ৷ এরপরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হলিউড-বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার সংখ্যা 91.8 মিলিয়ন ৷

উল্লেখ্য, 15 অগস্ট মুক্তি পেয়েছে অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' ৷ হরর-কমেডি এই ছবিতে শ্রদ্ধার পাশাপাশি অভিনয়ে নজর কাড়েন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠী ৷ ইতিমধ্যেই ছবির বক্সঅফিস কালেকশন দুর্দান্ত জায়গায় পৌঁছে গিয়েছএ ৷ গ্লোবালি ছবির কালেকশন 367.86 কোটি টাকা ৷ 2024 সালের বক্সঅফিস হিসাবে সেকেন্ড-হাইয়েস্ট গ্রসিং ছবির তালিকায় রয়েছে 'স্ত্রী 2' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.