ETV Bharat / entertainment

সিবিএফসিকে নোটিশ শিরোমণি দলের, আরও বিপাকে কঙ্গনা - kangana ranaut Emergency Movie

author img

By ANI

Published : Aug 30, 2024, 4:29 PM IST

Emergency Movie Release: মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই সমস্যায় পড়ছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি' ছবি ৷ মুক্তি আটকাতে নোটিশ গেল সিবিএফসির দফতরে ৷

Emergency Movie Release
এমারজেন্সি ছবির মুক্তি নিয়ে সমস্যা (এএনআই/সোশাল মিডিয়া)

নয়াদিল্লি, 30 অগস্ট: কঙ্গনা রানাওয়াতের ছবির কারণে এবার আইনি নোটিস দেওয়া হল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কমিটিকে ৷ কঙ্গনার ছবি 'এমারজেন্সি'র মুক্তি আটকাতে বড় পদক্ষেপ শিরোমণি আকালি দলের সদস্যদের ৷ তাঁদের অভিযোগ, ছবিতে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে ৷

নোটিশে সিবিএফসি'র শীর্ষ আধিকারিকদের অবিলম্বে 'এমারজেন্সি' ছবিকে দেওয়া শংসাপত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ যাতে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পায় ৷ 'এমারজেন্সি'র যে ট্রেলার সামনে এসেছে তাতে বেশ কিছু দৃশ্যে ভুল তথ্য তুলে ধরা হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে ৷ শিরোমণি অকালি দলের দাবি, এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সমাজে বিভেদমূলক অবস্থান তৈরি করবে ৷ ছবিতে বিভ্রান্তিকর-আপত্তিকর বিষয় তুলে ধরা হয়েছে যা পঞ্জাব তথা সমগ্র জাতির সামাজিক পরিকাঠামোর জন্য ক্ষতিকর।

নোটিশে আরও বলা হয়েছে, যে তৎকালীন সময়ে জরুরী অবস্থাকালীন, সর্দার হরচাঁদ সিং লঙ্গোওয়ালের মতো ব্যক্তিত্বের নেতৃত্বে শিরোমণি আকালি দল, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি কর্তৃক আরোপিত কঠোর পদক্ষেপের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁরা গ্রেফতার হন ও পুলিশের বর্বরতা সহ্য করেন। নোটিশে শিখ সম্প্রদায়ের এই অবদান উপেক্ষা করার জন্য এবং শিখ সম্প্রদায়কে নেতিবাচকভাবে দেখানোর জন্য এমারজেন্সি ছবির সমালোচনা করা হয়েছে ৷ শিরোমণি অকালি দলের প্রতিনিধিত্বকারীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মনমোহন সিং নারুলা এবং মনজিৎ সিং চুগ ৷

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে যাতে সিবিএফসি সমস্যার সমাধান করেন সেই বিষয়ও তুলে ধরা হয়েছে ৷ তা না হলে, বিষয়টি যে আদালত পর্যন্ত পৌঁছবে তা নিয়ে সতর্ক করা হয়েছে ৷ বলা হয়েছে, সমস্যার প্রতিকার না হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে শিরোমণি আকালি দল ।

নয়াদিল্লি, 30 অগস্ট: কঙ্গনা রানাওয়াতের ছবির কারণে এবার আইনি নোটিস দেওয়া হল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কমিটিকে ৷ কঙ্গনার ছবি 'এমারজেন্সি'র মুক্তি আটকাতে বড় পদক্ষেপ শিরোমণি আকালি দলের সদস্যদের ৷ তাঁদের অভিযোগ, ছবিতে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে ৷

নোটিশে সিবিএফসি'র শীর্ষ আধিকারিকদের অবিলম্বে 'এমারজেন্সি' ছবিকে দেওয়া শংসাপত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ যাতে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পায় ৷ 'এমারজেন্সি'র যে ট্রেলার সামনে এসেছে তাতে বেশ কিছু দৃশ্যে ভুল তথ্য তুলে ধরা হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে ৷ শিরোমণি অকালি দলের দাবি, এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সমাজে বিভেদমূলক অবস্থান তৈরি করবে ৷ ছবিতে বিভ্রান্তিকর-আপত্তিকর বিষয় তুলে ধরা হয়েছে যা পঞ্জাব তথা সমগ্র জাতির সামাজিক পরিকাঠামোর জন্য ক্ষতিকর।

নোটিশে আরও বলা হয়েছে, যে তৎকালীন সময়ে জরুরী অবস্থাকালীন, সর্দার হরচাঁদ সিং লঙ্গোওয়ালের মতো ব্যক্তিত্বের নেতৃত্বে শিরোমণি আকালি দল, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি কর্তৃক আরোপিত কঠোর পদক্ষেপের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁরা গ্রেফতার হন ও পুলিশের বর্বরতা সহ্য করেন। নোটিশে শিখ সম্প্রদায়ের এই অবদান উপেক্ষা করার জন্য এবং শিখ সম্প্রদায়কে নেতিবাচকভাবে দেখানোর জন্য এমারজেন্সি ছবির সমালোচনা করা হয়েছে ৷ শিরোমণি অকালি দলের প্রতিনিধিত্বকারীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মনমোহন সিং নারুলা এবং মনজিৎ সিং চুগ ৷

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে যাতে সিবিএফসি সমস্যার সমাধান করেন সেই বিষয়ও তুলে ধরা হয়েছে ৷ তা না হলে, বিষয়টি যে আদালত পর্যন্ত পৌঁছবে তা নিয়ে সতর্ক করা হয়েছে ৷ বলা হয়েছে, সমস্যার প্রতিকার না হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে শিরোমণি আকালি দল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.