ETV Bharat / entertainment

হিন্দি ছবির কারণে হল কমল বহুরূপীর! কি বলছেন শিবপ্রসাদ?

বিগ বাজেটের দুটো হিন্দি ছবি মুক্তি পেতেই বাংলায় মার খেতে চলেছে বাংলা সিনেমা ৷ ক্রিপ্টিক পোস্ট শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ৷

Etv Bharat
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

হায়দরাবাদ, 31 অক্টোবর: চলতি বছর দুর্গাপুজোয় বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে দুটি বাংলা ছবি ৷ একদিকে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বহুরূপী' ৷ তবে বিপত্তি দিওয়ালিতে ৷ মুক্তি পেতে চলেছে বলিউডের বিগ বাজেটের বিগ ছবি ৷ যার ফলে কিছুটা হলেও প্রেক্ষাগৃহ কমল 'বহুরূপী' সিনেমার ৷ সোশাল মিডিয়ায় আলোর উৎসবের দিন হল মালিক ও প্লেক্স কর্মকর্তাদের প্রতি বিশেষ বার্তা অভিনেতা-পরিচালক শিবপ্রসাদের ৷

পয়লা নভেম্বর মুক্তি পেতে চলেছে আনিজ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 3' ও রোহিত শেঠ্ঠী পরিচালিত 'সিংঘম এগেইন' ৷ নিঃসন্দেহে এই ছবি দেখার জন্য সিনেপ্রেমীরা অধীর আগ্রহে রয়েছেন ৷ তার মাঝে যাঁরা বাংলা ছবি দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন তাঁরা কিছুটা হলেও বিপাকে পড়লেন ৷ আর বাংলা ছবির হল কমতেই পরোক্ষভাবে কটাক্ষ করলেন শিবপ্রসাদ ৷

তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন ৷ যেখানে লেখা থাকে, "বাংলার হল মালিক এবং প্লেক্স কর্মকর্তাদের প্রতি বিশেষ বার্তা ৷ আগামী সপ্তাহ কেটে গেলে আপনাদের যদি আবারও অক্সিজেনের প্রয়োজন হয়, বাংলা সিনেমাকে পাশে পাবেন ৷ যেমনভাবে দুর্গাপুজো এবং তার পরবর্তী সময় পেয়েছিলেন ৷ তবে আশা করব এরকম প্রয়োজন পড়বে না ৷ ভালো থাকবেন ৷ শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ৷"

এই পোস্ট আসার পর অনেক অনুরাগী পাশে দাঁড়িয়েছেন শিবপ্রসাদের ৷ এক অনুরাগী লেখেন, "আপনার সিনেমায় জনগণ ভীষণ আপ্লুত। আপনি থাকছেন স্যর।" আর এক অনুরাগী লেখেন, "কালী মায়ের আরাধনার সাথে যুক্ত হোক আমাদের শুভ চিন্তা সকলের জন্য। আলোকোজ্জ্বল অমাবস্যার পর আসুক বাংলায় ও বাংলা সিনেমার নতুন সকাল।"

উল্লেখ্য, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত 'বহুরূপী' দর্শকদের মন জয় করে নেয় ৷ প্রায় 11 কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে, দেব-রুক্মিনী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'টেক্কা'-ও বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷ তবে হিন্দি সিনেমা মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহ কমল বাংলা সিনেমার ৷

হায়দরাবাদ, 31 অক্টোবর: চলতি বছর দুর্গাপুজোয় বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে দুটি বাংলা ছবি ৷ একদিকে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বহুরূপী' ৷ তবে বিপত্তি দিওয়ালিতে ৷ মুক্তি পেতে চলেছে বলিউডের বিগ বাজেটের বিগ ছবি ৷ যার ফলে কিছুটা হলেও প্রেক্ষাগৃহ কমল 'বহুরূপী' সিনেমার ৷ সোশাল মিডিয়ায় আলোর উৎসবের দিন হল মালিক ও প্লেক্স কর্মকর্তাদের প্রতি বিশেষ বার্তা অভিনেতা-পরিচালক শিবপ্রসাদের ৷

পয়লা নভেম্বর মুক্তি পেতে চলেছে আনিজ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 3' ও রোহিত শেঠ্ঠী পরিচালিত 'সিংঘম এগেইন' ৷ নিঃসন্দেহে এই ছবি দেখার জন্য সিনেপ্রেমীরা অধীর আগ্রহে রয়েছেন ৷ তার মাঝে যাঁরা বাংলা ছবি দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন তাঁরা কিছুটা হলেও বিপাকে পড়লেন ৷ আর বাংলা ছবির হল কমতেই পরোক্ষভাবে কটাক্ষ করলেন শিবপ্রসাদ ৷

তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন ৷ যেখানে লেখা থাকে, "বাংলার হল মালিক এবং প্লেক্স কর্মকর্তাদের প্রতি বিশেষ বার্তা ৷ আগামী সপ্তাহ কেটে গেলে আপনাদের যদি আবারও অক্সিজেনের প্রয়োজন হয়, বাংলা সিনেমাকে পাশে পাবেন ৷ যেমনভাবে দুর্গাপুজো এবং তার পরবর্তী সময় পেয়েছিলেন ৷ তবে আশা করব এরকম প্রয়োজন পড়বে না ৷ ভালো থাকবেন ৷ শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ৷"

এই পোস্ট আসার পর অনেক অনুরাগী পাশে দাঁড়িয়েছেন শিবপ্রসাদের ৷ এক অনুরাগী লেখেন, "আপনার সিনেমায় জনগণ ভীষণ আপ্লুত। আপনি থাকছেন স্যর।" আর এক অনুরাগী লেখেন, "কালী মায়ের আরাধনার সাথে যুক্ত হোক আমাদের শুভ চিন্তা সকলের জন্য। আলোকোজ্জ্বল অমাবস্যার পর আসুক বাংলায় ও বাংলা সিনেমার নতুন সকাল।"

উল্লেখ্য, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত 'বহুরূপী' দর্শকদের মন জয় করে নেয় ৷ প্রায় 11 কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে, দেব-রুক্মিনী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'টেক্কা'-ও বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷ তবে হিন্দি সিনেমা মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহ কমল বাংলা সিনেমার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.