ETV Bharat / entertainment

নিজেকে ধন্য মনে করছেন জাহ্নবী, মেয়ের সঙ্গে রাম চরণ-সুরিয়ার ফিল্ম নিয়ে জল্পনা কাটালেন বনি - Boney Kapoor

Janhvi's next with Ram Charan and Suriya: রাম চরণের পরবর্তী ছবিতে রয়েছেন জাহ্নবী কাপুর ৷ রাম চরণ ও সুরিয়ার সঙ্গে তাঁর আসন্ন ফিল্মগুলির বিষয়ে খোলাখুলি কথা বললেন বনি কাপুর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 1:28 PM IST

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি: পরবর্তী ছবিতে রাম চরণ ও সুরিয়ার সঙ্গে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে খবরটি নিশ্চিত করলেন তাঁর বাবা তথা চিত্রনির্মাতা বনি কাপুর ৷ তিনি জানিয়েছেন, জাহ্নবী তাঁর দ্বিতীয় তেলুগু প্রজেক্টে রাম চরণের সঙ্গে অভিনয় করতে চলেছেন । উপপেনা খ্যাত পরিচালক বুচি বাবু সানার সঙ্গে আসন্ন প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীদেবী-কন্যা ৷

বর্তমানে জাহ্নবী কোরাতলা শিবা পরিচালিত জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেবারার শুটিংয়ে ব্যস্ত। একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলার সময়, বনিকে এ ব্যাপারে দারুণ উৎসাহিত দেখিয়েছে ৷ তেলুগু ফিল্মে মেয়ের কাজ করা নিয়ে নিজের আনন্দের কথা প্রকাশ করে বনি কাপুর জানান, জুনিয়র এনটিআর এবং রাম চরণের প্রতি অগাধ শ্রদ্ধা আছে জাহ্নবীর ৷ কাজেই তাঁদের সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত ৷ রাম চরণ ও সুরিয়ার সঙ্গে জুটিতে কাজ করাটা তাঁর কেরিয়ারের জন্য ফলপ্রসূ হবে বলে আশাবাদী বনি কাপুর ৷

তিনি ওয়েবলয়েডকে বলেছেন, "এই দুটি ছেলে (রাম চরণ এবং জুনিয়র এনটিআর) খুব ভালো কাজ করছেন । জাহ্নবী প্রচুর তেলুগু ফিল্ম দেখছে, এবং তাঁদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছে । আশা করি, ছবিগুলি ভালো চলবে এবং ও আরও কাজ পাবে । ও শীঘ্রই সুরিয়ার সঙ্গেও অভিনয় করবে । আমার স্ত্রী (শ্রীদেবী) একাধিক ভাষায় অভিনয় করেছেন ৷ আমি আশা করি আমার মেয়েও একই কাজ করবে ৷"

হায়দরাবাদে চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে বনি কাপুর বছরের পর বছর ধরে এই শহরের বিবর্তনের কথা স্মরণ করিয়ে দেন । একটা সময়ে যেহেতু সেখানে শ্রীদেবী প্রচুর কাজ করেছেন, সেই সময় তাঁর জন্য সেখানে একটি বাড়ি কেনার কথা ভেবেছিলেন বনি ৷ তাঁর কথায়, এই শহরের ভৌগোলিক চরিত্র থেকে শুরু করে এর প্রতি তাঁর আবেগ, কোনওকিছুই বদলায়নি ৷

তাঁর তেলুগু এবং তামিল ছবির পাশাপাশি জাহ্নবী হিন্দিতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি এবং উলাজ-সহ বিভিন্ন প্রকল্পে কাজ করছেন ৷ যদিও রাম চরণের পরবর্তী প্রকল্পের জন্য আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি ৷ ভক্তরা অধীর আগ্রহে এই নিয়ে আরও আপডেটের অপেক্ষায় রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন
  2. ছিটকে গেল 'বার্বি', 'বাফটা'র মঞ্চে সেরার সেরা ক্রিস্টোফারের 'ওপেনহাইমার'
  3. 100 কোটির ঘরে ঢুঁ মারতে চলেছে শাহিদ-কৃতির 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া'

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি: পরবর্তী ছবিতে রাম চরণ ও সুরিয়ার সঙ্গে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে খবরটি নিশ্চিত করলেন তাঁর বাবা তথা চিত্রনির্মাতা বনি কাপুর ৷ তিনি জানিয়েছেন, জাহ্নবী তাঁর দ্বিতীয় তেলুগু প্রজেক্টে রাম চরণের সঙ্গে অভিনয় করতে চলেছেন । উপপেনা খ্যাত পরিচালক বুচি বাবু সানার সঙ্গে আসন্ন প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীদেবী-কন্যা ৷

বর্তমানে জাহ্নবী কোরাতলা শিবা পরিচালিত জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেবারার শুটিংয়ে ব্যস্ত। একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলার সময়, বনিকে এ ব্যাপারে দারুণ উৎসাহিত দেখিয়েছে ৷ তেলুগু ফিল্মে মেয়ের কাজ করা নিয়ে নিজের আনন্দের কথা প্রকাশ করে বনি কাপুর জানান, জুনিয়র এনটিআর এবং রাম চরণের প্রতি অগাধ শ্রদ্ধা আছে জাহ্নবীর ৷ কাজেই তাঁদের সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত ৷ রাম চরণ ও সুরিয়ার সঙ্গে জুটিতে কাজ করাটা তাঁর কেরিয়ারের জন্য ফলপ্রসূ হবে বলে আশাবাদী বনি কাপুর ৷

তিনি ওয়েবলয়েডকে বলেছেন, "এই দুটি ছেলে (রাম চরণ এবং জুনিয়র এনটিআর) খুব ভালো কাজ করছেন । জাহ্নবী প্রচুর তেলুগু ফিল্ম দেখছে, এবং তাঁদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছে । আশা করি, ছবিগুলি ভালো চলবে এবং ও আরও কাজ পাবে । ও শীঘ্রই সুরিয়ার সঙ্গেও অভিনয় করবে । আমার স্ত্রী (শ্রীদেবী) একাধিক ভাষায় অভিনয় করেছেন ৷ আমি আশা করি আমার মেয়েও একই কাজ করবে ৷"

হায়দরাবাদে চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে বনি কাপুর বছরের পর বছর ধরে এই শহরের বিবর্তনের কথা স্মরণ করিয়ে দেন । একটা সময়ে যেহেতু সেখানে শ্রীদেবী প্রচুর কাজ করেছেন, সেই সময় তাঁর জন্য সেখানে একটি বাড়ি কেনার কথা ভেবেছিলেন বনি ৷ তাঁর কথায়, এই শহরের ভৌগোলিক চরিত্র থেকে শুরু করে এর প্রতি তাঁর আবেগ, কোনওকিছুই বদলায়নি ৷

তাঁর তেলুগু এবং তামিল ছবির পাশাপাশি জাহ্নবী হিন্দিতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি এবং উলাজ-সহ বিভিন্ন প্রকল্পে কাজ করছেন ৷ যদিও রাম চরণের পরবর্তী প্রকল্পের জন্য আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি ৷ ভক্তরা অধীর আগ্রহে এই নিয়ে আরও আপডেটের অপেক্ষায় রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন
  2. ছিটকে গেল 'বার্বি', 'বাফটা'র মঞ্চে সেরার সেরা ক্রিস্টোফারের 'ওপেনহাইমার'
  3. 100 কোটির ঘরে ঢুঁ মারতে চলেছে শাহিদ-কৃতির 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.