ETV Bharat / entertainment

বিয়ের পরে সোনাক্ষী-জাহির হাসপাতালে, কারণ জানালেন ভাই লব - Sonakshi Zaheer Visits Hospital - SONAKSHI ZAHEER VISITS HOSPITAL

Shatrughan Sinha Hospitalised: সোনাক্ষী সিনহা স্বামী জাহিরকে সঙ্গে নিয়ে কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন ৷ বিয়ের পরপর এমন ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ কেন গিয়েছিলেন তাঁরা ? স্পষ্ট করলেন লব ৷

Shatrughan Sinha on daugher Sonakshi's Wedding
সোনাক্ষীর বিয়েতে শত্রুঘ্ন সিনহা ও তাঁর পরিবার (ছবি সৌজন্য: শত্রুঘ্ন সিনহার এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 9:25 PM IST

মুম্বই, 30 জুন: মেয়ের বিয়ের পরপরই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা টার্নড নেতা শত্রুঘ্ন সিনহা ৷ তাঁর ছেলে অভিনেতা লব সিনহা 'খামোশ' অভিনেতার এই খবরটি নিশ্চিত করেছেন ৷

শত্রুঘ্ন সিনহার ছেলে জানিয়েছেন, "বাবার ভাইরাল জ্বর হয়েছে ৷ বিগত বেশ কিছুদিন ধরে তিনি জ্বর আর দুর্বলতায় ভুগছেন ৷ তাই আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি ৷" এদিকে মেয়ে সোনাক্ষী সিনহার সঙ্গে প্রেমিক জাহির ইকবালের বিয়ে হয় 23 জুন ৷ বিয়ের পরে 28 জুন নবদম্পতিকে কোকিলাবেন হাসপাতাল থেকে বের হতে দেখা যায় ৷

তাঁদের হাসপাতাল থেকে বেরিয়ে আসার ভিডিয়ো নিয়ে নানাবিধ গুঞ্জন ঘুরে বেড়ায় নেটদুনিয়ায় ৷ অনেক নেটিজেনরাই ভেবে বসেছিলেন যে সোনাক্ষী অন্তঃসত্ত্বা ৷ তাই তড়িঘড়ি বিয়ে করেছেন ৷ সেই জল্পনায় জল ঢাললেন সোনাক্ষীর ভাই লব ৷ উল্লেখ্য, সোনাক্ষীর বিয়ের আগে শত্রুঘ্ন সিনহা লোকসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন ৷ তিনি আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন ৷

এদিকে সোনাক্ষীর বিয়েতে হাজির ছিলেন না লব ৷ এনিয়েও নানা কথা চলে নেটদুনিয়ায় ৷ পরিবারের অমতে বিয়ে করছেন বলেই লব নাকি বোনের বিয়েতে আসেননি, এমনটাও দাবি করেন নেটিজেনরা ৷ এনিয়েও তিনি ইনস্টাতে পরিষ্কার করে জানিয়েছেন, "আমি কেন বিয়েতে যাইনি ৷ এনিয়ে আমার বিরুদ্ধে অনলাইনে প্রচার চলছিল ৷ তাতে আসল তথ্য পালটে যাবে না যে, আমার কাছে আমার পরিবারই সবচেয়ে প্রথম ৷" গত 23 জুন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল একটি পারিবারিক অনুষ্ঠানে বিয়ে সারেন ৷

মুম্বই, 30 জুন: মেয়ের বিয়ের পরপরই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা টার্নড নেতা শত্রুঘ্ন সিনহা ৷ তাঁর ছেলে অভিনেতা লব সিনহা 'খামোশ' অভিনেতার এই খবরটি নিশ্চিত করেছেন ৷

শত্রুঘ্ন সিনহার ছেলে জানিয়েছেন, "বাবার ভাইরাল জ্বর হয়েছে ৷ বিগত বেশ কিছুদিন ধরে তিনি জ্বর আর দুর্বলতায় ভুগছেন ৷ তাই আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি ৷" এদিকে মেয়ে সোনাক্ষী সিনহার সঙ্গে প্রেমিক জাহির ইকবালের বিয়ে হয় 23 জুন ৷ বিয়ের পরে 28 জুন নবদম্পতিকে কোকিলাবেন হাসপাতাল থেকে বের হতে দেখা যায় ৷

তাঁদের হাসপাতাল থেকে বেরিয়ে আসার ভিডিয়ো নিয়ে নানাবিধ গুঞ্জন ঘুরে বেড়ায় নেটদুনিয়ায় ৷ অনেক নেটিজেনরাই ভেবে বসেছিলেন যে সোনাক্ষী অন্তঃসত্ত্বা ৷ তাই তড়িঘড়ি বিয়ে করেছেন ৷ সেই জল্পনায় জল ঢাললেন সোনাক্ষীর ভাই লব ৷ উল্লেখ্য, সোনাক্ষীর বিয়ের আগে শত্রুঘ্ন সিনহা লোকসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন ৷ তিনি আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন ৷

এদিকে সোনাক্ষীর বিয়েতে হাজির ছিলেন না লব ৷ এনিয়েও নানা কথা চলে নেটদুনিয়ায় ৷ পরিবারের অমতে বিয়ে করছেন বলেই লব নাকি বোনের বিয়েতে আসেননি, এমনটাও দাবি করেন নেটিজেনরা ৷ এনিয়েও তিনি ইনস্টাতে পরিষ্কার করে জানিয়েছেন, "আমি কেন বিয়েতে যাইনি ৷ এনিয়ে আমার বিরুদ্ধে অনলাইনে প্রচার চলছিল ৷ তাতে আসল তথ্য পালটে যাবে না যে, আমার কাছে আমার পরিবারই সবচেয়ে প্রথম ৷" গত 23 জুন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল একটি পারিবারিক অনুষ্ঠানে বিয়ে সারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.