মুম্বই, 18 মে: সোমবার দেশে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট ৷ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কথা আরও একবার মনে করিয়ে দিলেন জওয়ান শাহরুখ খান ৷ শনিবার তিনি এক্স হ্যান্ডেলে জানান, দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে সকলের অংশগ্রহণ করা উচিত ৷ ভোটের কালো রং আঙুলে ছোঁয়ানো উচিত ৷
এদিন তিনি লেখেন, "ভারতীয় নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য সোমবার মহারাষ্ট্রে গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়া ৷ চলুন ভারতীয় হিসাবে নিজেদের দায়িত্ব পালন করি ৷ আর দেশের মঙ্গলের কথা মাথায় রেখে ভোট দেওয়া উচিত ৷ এগিয়ে যান আর ভোটাধিকার প্রয়োগ করুন ৷" পঞ্চম দফা নির্বাচনের আগে কিং খানের এই পোস্ট দর্শকদের মনে করাল জওয়ান ছবির সেই সংলাপ ৷ কেন ভোট দেবেন? শাহরুখের দু মিনিটের ঝাঁঝালো সংলাপ আবারও ফিরে এল নেট পাড়ায় ৷
কী ছিল সেই সংলাপ? অ্যাটলি পরিচালিত জওয়ান ছবির শেষ দৃশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বিক্রম রাথোর তথা শাহরুখ খান প্রশ্ন তোলেন, "ভয়, টাকা, ধর্ম-সম্প্রদায় এই সব বলে যদি কেউ ভোট চাইতে আসেন, তাহলে পালটা সেই নেতাকে প্রশ্ন করা উচিত ৷ প্রশ্ন করা উচিত, আগামী পাঁচ বছর আমার জন্য কী করবেন তিনি? প্রশ্ন করুন, পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যান, তার জন্য কী করবেন তিনি? চাকরি পাওয়ার জন্য কী করবেন তিনি? দেশের উন্নতির জন্য কী করবেন তিনি?"
ভোটের মুখে যখন শাসক ও বিরোধী শিবির উন্নতি ও দুর্নীতির প্রসঙ্গে বাকবিতণ্ডায় ব্যস্ত, তখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলিই বড় হয়ে ওঠে একজন ভোটারের কাছে ৷ 20 মে মুম্বইয়ের ছ'টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে ৷ মুম্বই উত্তর, মুম্বই উত্তর পশ্চিম, মুম্বই উত্তর পূর্ব, মুম্বই উত্তর সেন্ট্রাল, মুম্বই দক্ষিণ ও মুম্বই দক্ষিণ সেন্ট্রাল আসনে রয়েছে ভোট ৷ এছাড়াও তালিকায় রয়েছে ধুলে, দিন্দোরি, নাসিক, কল্যাণ, পালঘর, ভিওয়ান্ডি ও থানেতে ৷ বলিউড তারকারা এদিন ব্যালট বক্সে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ সেই জায়গায় দাঁড়িয়ে শাহরুখের ভোটদানের আর্জি মেনে কাকে ভোট দেবেন, তা অবশ্যই ভেবে দেখা উচিত ৷
আরও পড়ুন