হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: শাহরুখ খান এখন রয়েছেন মধ্য গগনে ৷ শুধু সিনেমার সাফল্যের জন্য নয়, সম্প্রতি হুরান ইন্ডিয়া রিচ তালিকাতেও জায়গা করে নিয়েছেন বাদশা ৷ বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় 7 হাজার 300 কোটি টাকা ৷ বৃহস্পতিবারও তিনি তৈরি করলেন হেডলাইন ৷ ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি কর দিয়ে প্রথম সারিতে জায়গা করে নিলেন কিং খান ৷ 2024 অর্থবর্ষে তিনি কর জমা দিয়েছেন 92 কোটি টাকা ৷
এই মুহূর্তে বাদশা গ্লোবালি 2000 কোটি টাকার ব্যবসা দিয়েছেন ৷ ফলে টপ 10 হাইয়েস্ট ট্যাক্স-পেয়িং তারকাদের তালিকায় তিনি রইলেন প্রথম স্থানে ৷ এই তালিকা সামনে এনেছে ফরচুন ইন্ডিয়া ৷ তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন বলিউড তারকা, স্পোর্টস তারকা ও দক্ষিণী তারকাদের নাম ৷
Top Celebrity Tax Payers!!💸
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 4, 2024
1. SRK
2. Thalapathy
3. Sallu Bhai pic.twitter.com/VO89TIsqjk
দক্ষিণী তারকাদের মধ্যে থালাপতি বিজয় করদাতাদের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে ৷ তিনি ট্যাক্স জমা দিয়েছেন 80 কোটি টাকা ৷ অন্যদিকে, তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান ৷ তিনি ট্যাক্স দিয়েছেন 75 কোটি টাকা ৷ অমিতাভ বচ্চন রয়েছেন তালিকার চতুর্থ স্থানে ৷ শাহেনশা ট্যাক্স জমা দিয়েছেন 71 কোটি টাকা ৷ অন্যদিকে, অভিনেত্রীদের মধ্যে করদাতাদের তালিকায় সবার উপরে রয়েছেন করিনা কাপুর খান ৷ তিনি ট্যাক্স জমা করেছেন 20 কোটি টাকা ৷ ক্রিকেট তারকা বিরাট কোহলি কর জমা দিয়েছেন 66 কোটি টাকা ৷ যথাক্রমে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কর জমা দেওয়ার পরিমাণ 23 কোটি টাকা ৷ হার্দিক পান্ডিয়া কর জমা দিয়েছেন 13 কোটি টাকা ৷
- এক নজরে দেখে নেওয়া যাক টপ 20-তে কোন কোন করদাতা রয়েছেন
- শাহরুখ খান – Rs 92 crore
- থালাপতি বিজয় – Rs 80 crore
- সলমন খান – Rs 75 crore
- অমিতাভ বচ্চন – Rs 71 crore
- বিরাট কোহলি – Rs 66 crore
- এম এস ধোনি– Rs 38 crore
- রণবীর কাপুর – Rs 36 crore
- অজয় দেবগণ – Rs 42 crore
- সচিন তেন্ডুলকর – Rs 28 crore
- হৃতিক রোশন – Rs 28 crore
- কপিল শর্মা – Rs 26 crore
- সৌরভ গঙ্গোপাধ্যায় - Rs 23 crore
- করিনা কাপুর খান– Rs 20 crore
- শাহিদ কাপুর– Rs 14 crore
- আল্লু অর্জুন - Rs 14 crore
- মোহনলাল– Rs 14 crore
- হার্দিক পান্ডিয়া - Rs 13 crore
- কিয়ারা আডবাণী – Rs 12 crore
- ক্যাটরিনা কাইফ – Rs 11 crore
- পঙ্কজ ত্রিপাঠী – Rs 11 crore
(ডেটা সোর্স: ফরচুন ইন্ডিয়া)