ETV Bharat / entertainment

মন্নতের বাইরে 95 দিন ধরে অপেক্ষা, 'জাবরা' ফ্যানের স্বপ্নপূরণ - SHAHRUKH KHAN MEETS JHARKHAND FAN

প্রতীক্ষার ফল মিষ্টি হয় ৷ 95 দিন পর স্বপ্নপূরণ কিং খানের অনুরাগীর ৷ ভাইরাল বিশেষ মুহূর্তের ছবি ৷

Shah Rukh Khan
'জাবরা' ফ্যানের স্বপ্নপূরণ (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 4, 2024, 5:03 PM IST

মুম্বই, 4 নভেম্বর: রিল থেকে রিয়েল লাইফ ৷ জীবনের সঙ্গে মিলে গেল শাহরুখ খানের ছবির চিত্রনাট্য ৷ 2016-তে মুক্তি পাওয়া মণীশ শর্মার 'ফ্যান' ছবি যাঁরা দেখেছেন তাঁরা রিলেট করতে পারবেন কিং খানের সঙ্গে ঘটে যাওয়া অনবদ্য ঘটনার সঙ্গে ৷ সারা বিশ্বে শাহরুখ খানের ক্রেজ দেখা যায়। গত 2 নভেম্বর ছিল শাহরুখ খানের 59তম জন্মদিন ৷

এই দিন বাদশার বাড়ি মন্নতের সামনে থাকে লাখো ভক্তের থিকথিকে ভিড় ৷ প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন অনুরাগীরা ৷ এদের মধ্যে এক অনুরাগী ছিলেন বলা ভাল শাহরুখের অন্ধ ভক্তও ছিলেন ৷ যিনি বিগত 95 দিন ধরে প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন।

কথাতেই বলে প্রতীক্ষার ফল মিষ্টি হয় ৷ 100 দিনের কাছাকাছি সময় পর আসে সেই মাহেন্দ্রক্ষণ ৷ যেখানে ঝাড়খণ্ড থেকে মুম্বই আসা সেই অনুরাগীর স্বপ্নপূরণ করলেন কিং খান ৷ অনুরাগী মোহাম্মদ আনসারির সঙ্গে হাত মেলাতে দেখা গেল শাহরুখকে ৷ সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

কাজ ছেড়ে মুম্বই পাড়ি প্রিয় অভিনেতার ঝলক পেতে

সাক্ষাত্কারে শাহরুখ খানের অনুরাগী মোহাম্মদ আনসারি জানিয়েছেন যে তিনি ঝাড়খণ্ডে কম্পিউটার সেন্টার চালান, যা গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। মহম্মদ আনসারি আরও জানিয়েছেন যে তার প্রিয় অভিনেতা বাদশার দেখা না পাওয়া পর্যন্ত ঠিক করে রেখেছিলেন মুম্বই ছেড়ে যাবেন না ৷ শাহরুখ তাঁর সঙ্গে দেখা করবে এই নিশ্চয়তা ছিল না ৷ তারপরেই এতদিন ধরে অপেক্ষা? প্রশ্নের উত্তরে আনসারি বলেন, "শাহরুখ খান আমাদের সঙ্গে দেখা করবেন না, তবে আমি তার সঙ্গে দেখা করব।" একই সঙ্গে তিন মাস ধরে কেন্দ্র বন্ধ থাকায় অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মহম্মদ আনসারী। এ বিষয়ে মহম্মদ আনসারি জানান, শাহরুখ স্যারের সঙ্গে দেখা করে না গেলে গ্রামে তাঁর সম্মান থাকবে না ৷

অনুরাগীর স্বপ্নপূরণ

জানা গিয়েছে, শাহরুখ খানের এই ভক্ত ঝাড়খণ্ডে নিজের কাজ বন্ধ করে মুম্বই এসেছিলেন তারকার সঙ্গে দেখা করতে। গত 94 দিন ধরে মন্নতের বাইরে 'কিং খান'-এর এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন তিনি ৷ শাহরুখ খানের জন্মদিনের 95তম দিনে, মোহাম্মদ আনসারি তার প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পান ৷ আসলে শাহরুখ খান তাঁর জন্মদিনে বেশ কিছু অনুরাগীদের সঙ্গে দেখা করেন ৷ যেখানে ঝাড়খণ্ডনিবাসী আনসারিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ এরপর সেই সাক্ষাতের পর অনুরাগীর সঙ্গে ছবি তোলেন 'জওয়ান' অভিনেতা ৷ সেই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷

মুম্বই, 4 নভেম্বর: রিল থেকে রিয়েল লাইফ ৷ জীবনের সঙ্গে মিলে গেল শাহরুখ খানের ছবির চিত্রনাট্য ৷ 2016-তে মুক্তি পাওয়া মণীশ শর্মার 'ফ্যান' ছবি যাঁরা দেখেছেন তাঁরা রিলেট করতে পারবেন কিং খানের সঙ্গে ঘটে যাওয়া অনবদ্য ঘটনার সঙ্গে ৷ সারা বিশ্বে শাহরুখ খানের ক্রেজ দেখা যায়। গত 2 নভেম্বর ছিল শাহরুখ খানের 59তম জন্মদিন ৷

এই দিন বাদশার বাড়ি মন্নতের সামনে থাকে লাখো ভক্তের থিকথিকে ভিড় ৷ প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন অনুরাগীরা ৷ এদের মধ্যে এক অনুরাগী ছিলেন বলা ভাল শাহরুখের অন্ধ ভক্তও ছিলেন ৷ যিনি বিগত 95 দিন ধরে প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন।

কথাতেই বলে প্রতীক্ষার ফল মিষ্টি হয় ৷ 100 দিনের কাছাকাছি সময় পর আসে সেই মাহেন্দ্রক্ষণ ৷ যেখানে ঝাড়খণ্ড থেকে মুম্বই আসা সেই অনুরাগীর স্বপ্নপূরণ করলেন কিং খান ৷ অনুরাগী মোহাম্মদ আনসারির সঙ্গে হাত মেলাতে দেখা গেল শাহরুখকে ৷ সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

কাজ ছেড়ে মুম্বই পাড়ি প্রিয় অভিনেতার ঝলক পেতে

সাক্ষাত্কারে শাহরুখ খানের অনুরাগী মোহাম্মদ আনসারি জানিয়েছেন যে তিনি ঝাড়খণ্ডে কম্পিউটার সেন্টার চালান, যা গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। মহম্মদ আনসারি আরও জানিয়েছেন যে তার প্রিয় অভিনেতা বাদশার দেখা না পাওয়া পর্যন্ত ঠিক করে রেখেছিলেন মুম্বই ছেড়ে যাবেন না ৷ শাহরুখ তাঁর সঙ্গে দেখা করবে এই নিশ্চয়তা ছিল না ৷ তারপরেই এতদিন ধরে অপেক্ষা? প্রশ্নের উত্তরে আনসারি বলেন, "শাহরুখ খান আমাদের সঙ্গে দেখা করবেন না, তবে আমি তার সঙ্গে দেখা করব।" একই সঙ্গে তিন মাস ধরে কেন্দ্র বন্ধ থাকায় অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মহম্মদ আনসারী। এ বিষয়ে মহম্মদ আনসারি জানান, শাহরুখ স্যারের সঙ্গে দেখা করে না গেলে গ্রামে তাঁর সম্মান থাকবে না ৷

অনুরাগীর স্বপ্নপূরণ

জানা গিয়েছে, শাহরুখ খানের এই ভক্ত ঝাড়খণ্ডে নিজের কাজ বন্ধ করে মুম্বই এসেছিলেন তারকার সঙ্গে দেখা করতে। গত 94 দিন ধরে মন্নতের বাইরে 'কিং খান'-এর এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন তিনি ৷ শাহরুখ খানের জন্মদিনের 95তম দিনে, মোহাম্মদ আনসারি তার প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পান ৷ আসলে শাহরুখ খান তাঁর জন্মদিনে বেশ কিছু অনুরাগীদের সঙ্গে দেখা করেন ৷ যেখানে ঝাড়খণ্ডনিবাসী আনসারিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ এরপর সেই সাক্ষাতের পর অনুরাগীর সঙ্গে ছবি তোলেন 'জওয়ান' অভিনেতা ৷ সেই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.