ETV Bharat / entertainment

শাহরুখকে প্রাণনাশের হুমকি, মুম্বই পুলিশের জালে অভিযুক্ত - SHAH RUKH KHAN DEATH THREAT

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রায়পুরের এক আইনজীবী ফাইজান খানকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

shah rukh khan
শাহরুখকে প্রাণনাশের হুমকি (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 12, 2024, 1:37 PM IST

রায়পুর (ছত্রিশগড়), 12 নভেম্বর: বলিউড বাদশা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকির অভিযোগের অবশেষে গ্রেফতার অভিযুক্ত ৷ মুম্বই পুলিশ মঙ্গলবার ছত্তিশগড়ের রায়পুর থেকে একজন আইনজীবীকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম ফয়জান খান ৷ মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ৷ জানা গিয়েছে, হুমকি ফোন আসার পরেই সেই নম্বর ট্র্যাক করে মুম্বই পুলিশ ৷ তারপরেই জালে ধরা পড়ে ফয়জান নামের অভিযুক্ত ব্যক্তি ৷

হুমকি ফোন আসে গত সপ্তাহে ৷ তারপরেই মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ৷ তথ্যের ভিত্তিতে তদন্ত দল 7 নভেম্বর রায়পুরের উদ্দেশ্যে রওনা দেয় ৷ ফোন নম্বর ট্র্যাক করে সামনে আসে ফয়জান খানের নাম ৷ এরপেরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, ফয়জানকে পান্ড্রি থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে ফয়জান জানিয়েছেন, কিছুদিন আগেই তাঁর ফোন হারিয়ে গিয়েছে ৷ 2 নভেম্বর তিনি রায়পুর খামারদিহ থানা মোবাইল হারানো নিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ ইতিমধ্যেই ফয়জানের ফোন হারানোর দাবি খতিয়ে দেখছে পুলিশ ৷ আদৌ অভিযুক্ত সত্যি কথা বলছেন নাকি, অন্য কেউ তাঁর ফোন ব্যবহার করে হুমকি ফোন দিয়েছেন, তা তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ ৷

জানা গিয়েছে, মুম্বই পুলিশের তরফে ফয়জানকে রায়পুর আদালতে তোলা হবে ৷ সেখানে তাঁকে ট্রানজিট রিমান্ডে তদন্তের জন্য মুম্বইয়ে নিয়ে আসা হবে ৷ মূলত, দীর্ঘদিন ধরেই অভিনেতা সলমন খান প্রাণনাশের হুমকি ফোন-মেসেজ পাচ্ছেন ৷ যে ঘটনায় পুলিশ তদন্ত করছে ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়েছে ৷ সলমনের পরেই শাহরুখ খানের কাছে আসে হুমকি ফোন ৷

রায়পুর (ছত্রিশগড়), 12 নভেম্বর: বলিউড বাদশা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকির অভিযোগের অবশেষে গ্রেফতার অভিযুক্ত ৷ মুম্বই পুলিশ মঙ্গলবার ছত্তিশগড়ের রায়পুর থেকে একজন আইনজীবীকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম ফয়জান খান ৷ মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ৷ জানা গিয়েছে, হুমকি ফোন আসার পরেই সেই নম্বর ট্র্যাক করে মুম্বই পুলিশ ৷ তারপরেই জালে ধরা পড়ে ফয়জান নামের অভিযুক্ত ব্যক্তি ৷

হুমকি ফোন আসে গত সপ্তাহে ৷ তারপরেই মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ৷ তথ্যের ভিত্তিতে তদন্ত দল 7 নভেম্বর রায়পুরের উদ্দেশ্যে রওনা দেয় ৷ ফোন নম্বর ট্র্যাক করে সামনে আসে ফয়জান খানের নাম ৷ এরপেরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, ফয়জানকে পান্ড্রি থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে ফয়জান জানিয়েছেন, কিছুদিন আগেই তাঁর ফোন হারিয়ে গিয়েছে ৷ 2 নভেম্বর তিনি রায়পুর খামারদিহ থানা মোবাইল হারানো নিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ ইতিমধ্যেই ফয়জানের ফোন হারানোর দাবি খতিয়ে দেখছে পুলিশ ৷ আদৌ অভিযুক্ত সত্যি কথা বলছেন নাকি, অন্য কেউ তাঁর ফোন ব্যবহার করে হুমকি ফোন দিয়েছেন, তা তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ ৷

জানা গিয়েছে, মুম্বই পুলিশের তরফে ফয়জানকে রায়পুর আদালতে তোলা হবে ৷ সেখানে তাঁকে ট্রানজিট রিমান্ডে তদন্তের জন্য মুম্বইয়ে নিয়ে আসা হবে ৷ মূলত, দীর্ঘদিন ধরেই অভিনেতা সলমন খান প্রাণনাশের হুমকি ফোন-মেসেজ পাচ্ছেন ৷ যে ঘটনায় পুলিশ তদন্ত করছে ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়েছে ৷ সলমনের পরেই শাহরুখ খানের কাছে আসে হুমকি ফোন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.