ETV Bharat / entertainment

মহিলার হাত ধরে 'ঝুমে জো' মুডে মত্ত শাহরুখ, চেনেন এনাকে? - SHAH RUKH KHAN DANCES IN DUBAI

দুবাইয়ের একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে তাঁর শাশুড়ির হাত ধরে নাচতে দেখা যায়। নাচের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
শাহরুখ খান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 12:50 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: শাহরুখ খানের অনুরাগীরা বড় উৎসব যাপন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ বলিউডে সবচেয়ের বড় উৎসব ঘিরে কিং খান অনুরাগীরা রয়েছেন ক্লাউড নাইনে। 2 নভেম্বর শাহরুখ খানের 59তম জন্মদিন পালন হতে চলেছে ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সেই উৎসবের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে ৷ জন্মদিনের আগে শাহরুখ খানের নতুন এক ভিডিয়ো নিয়ে জোর চর্চা নেটপাড়ায় ৷

বড় ছেলে আরিয়ানের কোম্পানির একটি ইভেন্টে শাহরুখের পুরো পরিবার পৌঁছেছে দুবাই ৷ সেই ইভেন্টে শাহরুখ খানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে বলিউড বাদশাকে দেখা গিয়েছে শাশুড়ি সবিতা ছিব্বরের সঙ্গে ডান্স মুভ করতে ৷ বিশেষ নাচের সাক্ষী থাকলেন গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান ৷

শাশুড়ি সবিতা ছিব্বর ও শাহরুখ

দুবাই ইভেন্টকে কেন্দ্র করে শাহরুখের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে মঞ্চে শাহরুখ খান 'ঝুমে জো পাঠান' গানে ঝড় তোলেন ৷ আবার অনুরাগীরা বাদশাকে তাঁ আসন্ন 59তম জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। এই ইভেন্টেই শাহরুখের ভিতরকার একটি ভিডিয়ো সামনে এসেছে। একটি ভিডিয়োতে শাহরুখ খানকে তাঁর শাশুড়ি সবিতা ছিব্বরের সঙ্গে নাচতে দেখা যায়। শাহরুখকে শাশুড়ির হাত ধরে নাচতে দেখা যায়।

অনুরাগীদের সঙ্গে বাদশা

শুধু তাই নয়, শাহরুখ খান অনুরাগীদের সঙ্গে অনুষ্ঠানের মাঝে একাধিক ছবিও তোলেন ৷ ছেলে আরিয়ানের পোশাকের ব্যবসা বাড়তেই দুবাইতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে নাচে-গানে জমে ওঠে অনুষ্ঠান ৷ অন্যদিকে, প্রথবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ৷ শুটিং ফ্লোরে রয়েছে 'বাদশাহ' ছবি ৷ বড়পর্দায় মেয়ে-বাবাকে একসঙ্গে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন কিং খানের ভক্তরা ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকেও ৷ পাশাপাশি, সুজয় ঘোষের 'কিং' ছবিতে প্রথমবার খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিষেক বচ্চন।

হায়দরাবাদ, 28 অক্টোবর: শাহরুখ খানের অনুরাগীরা বড় উৎসব যাপন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ বলিউডে সবচেয়ের বড় উৎসব ঘিরে কিং খান অনুরাগীরা রয়েছেন ক্লাউড নাইনে। 2 নভেম্বর শাহরুখ খানের 59তম জন্মদিন পালন হতে চলেছে ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সেই উৎসবের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে ৷ জন্মদিনের আগে শাহরুখ খানের নতুন এক ভিডিয়ো নিয়ে জোর চর্চা নেটপাড়ায় ৷

বড় ছেলে আরিয়ানের কোম্পানির একটি ইভেন্টে শাহরুখের পুরো পরিবার পৌঁছেছে দুবাই ৷ সেই ইভেন্টে শাহরুখ খানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে বলিউড বাদশাকে দেখা গিয়েছে শাশুড়ি সবিতা ছিব্বরের সঙ্গে ডান্স মুভ করতে ৷ বিশেষ নাচের সাক্ষী থাকলেন গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান ৷

শাশুড়ি সবিতা ছিব্বর ও শাহরুখ

দুবাই ইভেন্টকে কেন্দ্র করে শাহরুখের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে মঞ্চে শাহরুখ খান 'ঝুমে জো পাঠান' গানে ঝড় তোলেন ৷ আবার অনুরাগীরা বাদশাকে তাঁ আসন্ন 59তম জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। এই ইভেন্টেই শাহরুখের ভিতরকার একটি ভিডিয়ো সামনে এসেছে। একটি ভিডিয়োতে শাহরুখ খানকে তাঁর শাশুড়ি সবিতা ছিব্বরের সঙ্গে নাচতে দেখা যায়। শাহরুখকে শাশুড়ির হাত ধরে নাচতে দেখা যায়।

অনুরাগীদের সঙ্গে বাদশা

শুধু তাই নয়, শাহরুখ খান অনুরাগীদের সঙ্গে অনুষ্ঠানের মাঝে একাধিক ছবিও তোলেন ৷ ছেলে আরিয়ানের পোশাকের ব্যবসা বাড়তেই দুবাইতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে নাচে-গানে জমে ওঠে অনুষ্ঠান ৷ অন্যদিকে, প্রথবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ৷ শুটিং ফ্লোরে রয়েছে 'বাদশাহ' ছবি ৷ বড়পর্দায় মেয়ে-বাবাকে একসঙ্গে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন কিং খানের ভক্তরা ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকেও ৷ পাশাপাশি, সুজয় ঘোষের 'কিং' ছবিতে প্রথমবার খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিষেক বচ্চন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.