ETV Bharat / entertainment

রাজকুমার হিরানির পরের ছবিতে জুটি শাহরুখ-সামান্থা ! - SRK in Hirani Next film - SRK IN HIRANI NEXT FILM

SRK in Hirani's Next: ডাঙ্কির পর ফের শাহরুখ খানকে নিয়ে ফিল্ম করতে চলেছেন রাজকুমার হিরানি ৷ সেই ছবিতে সামান্থা রুথ প্রভুরও প্রত্যাবর্তন ঘটতে চলেছে বলে খবর ৷

ETV BHARAT
রাজকুমার হিরানির পরের ছবিতে জুটি শাহরুখ-সামান্থা ! (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 12:25 PM IST

হায়দরাবাদ, 23 জুন: নয়নতারার পর এবার আরও এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ৷ বলিউডে জোর গুঞ্জন যে, সামান্থা রুথ প্রভু এবং কিং খানকে নিজের ছবির জন্য সই করিয়েছেন পিকে খ্যাত রাজকুমার হিরানি । যদি এই খবর সত্যি হয়, তবে ডাঙ্কির পর এটি হিরানির সঙ্গে দ্বিতীয় ছবি হবে বলিউডের বাদশার ৷ এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার-দেশপ্রেমের ছবির বিষয়ে আর কোনও তথ্য এখনও মেলেনি ৷

এই চলচ্চিত্রটি তৈরি হলে শাহরুখের লক্ষ্য হবে সেরা অভিনয়, কারণ হিরানি তাঁর গল্প বলার নৈপুণ্যের মাধ্যমে মানুষের আবেগ উসকে দেওয়ার জন্য বিখ্যাত । অপরদিকে, একটি বড় বিরতির পর ফিরে এসে এই ছবিতে ফের আগুন জ্বালানোর চেষ্টা করবেন সামান্থা ৷ উল্লেখ্য, শাহরুখ খানের শেষ ছবি রাজকুমার হিরানির ডাঙ্কি 500 কোটি টাকার ব্যবসা করেছে ৷ গোটা বিশ্বের বক্স অফিসেও ভালো পারফর্ম করে ডাঙ্কি ।

জিরো করার পর চার বছরের বিরতি শেষে 2023-এ প্রত্যাবর্তন ঘটে বলিউডের কিং খানের ৷ পাঠান, জওয়ানের পর এটি ছিল শাহরুখ খানের গত বছরের তৃতীয় ছবি ৷ তবে, শাহরুখের কোনও ছবি এবছর আর মুক্তি পাবে না ৷ ডন অভিনেতার আর কী কী ছবি আসছে, তাও এখনও প্রকাশ করা হয়নি ৷

তবে, শোনা যাচ্ছে যে, তিনি কেজিএফ অভিনেতা যশের আসন্ন সিনেমা টক্সিকে অভিনয় করবেন । পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দের চলচ্চিত্র কিং-ও তৈরি হচ্ছে । বলা হচ্ছে, সুহানা খান এই চলচ্চিত্রের মাধ্যমে প্রেক্ষাগৃহে আত্মপ্রকাশ করবেন ।

অন্যদিকে, সামান্থা রুথ প্রভুকে শেষবার 2023 সালের মুভি কুশিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দেখা গিয়েছিল । গত বছর ফ্যামিলি ম্যান 2-এর অভিনেত্রী তাঁর মায়োসাইটিস রোগ নির্ণয়ের পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন । সিটাডেল ইন্ডিয়াতে বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁকে পরবর্তী ছবিতে দেখা যাবে । উল্লেখ্য, এই সিরিজের পেছনে রয়েছে ফ্যামিলি ম্যান এবং ফর্জির নির্মাতা রাজ ও ডিকে ।

আনুষ্ঠানিক ঘোষণাটি উভয় অভিনেতার ভক্তদের কাছেই প্রতীক্ষিত ছিল । অ্যাকশন-প্যাকড ফিল্ম সম্পর্কে আরও তথ্য আগামী দিনে জানা যাবে বলে আশা করা হচ্ছে ।

হায়দরাবাদ, 23 জুন: নয়নতারার পর এবার আরও এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ৷ বলিউডে জোর গুঞ্জন যে, সামান্থা রুথ প্রভু এবং কিং খানকে নিজের ছবির জন্য সই করিয়েছেন পিকে খ্যাত রাজকুমার হিরানি । যদি এই খবর সত্যি হয়, তবে ডাঙ্কির পর এটি হিরানির সঙ্গে দ্বিতীয় ছবি হবে বলিউডের বাদশার ৷ এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার-দেশপ্রেমের ছবির বিষয়ে আর কোনও তথ্য এখনও মেলেনি ৷

এই চলচ্চিত্রটি তৈরি হলে শাহরুখের লক্ষ্য হবে সেরা অভিনয়, কারণ হিরানি তাঁর গল্প বলার নৈপুণ্যের মাধ্যমে মানুষের আবেগ উসকে দেওয়ার জন্য বিখ্যাত । অপরদিকে, একটি বড় বিরতির পর ফিরে এসে এই ছবিতে ফের আগুন জ্বালানোর চেষ্টা করবেন সামান্থা ৷ উল্লেখ্য, শাহরুখ খানের শেষ ছবি রাজকুমার হিরানির ডাঙ্কি 500 কোটি টাকার ব্যবসা করেছে ৷ গোটা বিশ্বের বক্স অফিসেও ভালো পারফর্ম করে ডাঙ্কি ।

জিরো করার পর চার বছরের বিরতি শেষে 2023-এ প্রত্যাবর্তন ঘটে বলিউডের কিং খানের ৷ পাঠান, জওয়ানের পর এটি ছিল শাহরুখ খানের গত বছরের তৃতীয় ছবি ৷ তবে, শাহরুখের কোনও ছবি এবছর আর মুক্তি পাবে না ৷ ডন অভিনেতার আর কী কী ছবি আসছে, তাও এখনও প্রকাশ করা হয়নি ৷

তবে, শোনা যাচ্ছে যে, তিনি কেজিএফ অভিনেতা যশের আসন্ন সিনেমা টক্সিকে অভিনয় করবেন । পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দের চলচ্চিত্র কিং-ও তৈরি হচ্ছে । বলা হচ্ছে, সুহানা খান এই চলচ্চিত্রের মাধ্যমে প্রেক্ষাগৃহে আত্মপ্রকাশ করবেন ।

অন্যদিকে, সামান্থা রুথ প্রভুকে শেষবার 2023 সালের মুভি কুশিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দেখা গিয়েছিল । গত বছর ফ্যামিলি ম্যান 2-এর অভিনেত্রী তাঁর মায়োসাইটিস রোগ নির্ণয়ের পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন । সিটাডেল ইন্ডিয়াতে বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁকে পরবর্তী ছবিতে দেখা যাবে । উল্লেখ্য, এই সিরিজের পেছনে রয়েছে ফ্যামিলি ম্যান এবং ফর্জির নির্মাতা রাজ ও ডিকে ।

আনুষ্ঠানিক ঘোষণাটি উভয় অভিনেতার ভক্তদের কাছেই প্রতীক্ষিত ছিল । অ্যাকশন-প্যাকড ফিল্ম সম্পর্কে আরও তথ্য আগামী দিনে জানা যাবে বলে আশা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.