হায়দরাবাদ, 14 অগস্ট: রাতের অন্ধকারে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হল ৷ গ্রেফতারও হলেন অভিযুক্ত ৷ এতেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? ন্যায় চেয়ে প্রতিবাদী মহিলা-পুরুষ নির্বিশেষে অনেকেই রাস্তায় নামছেন ৷ কিন্তু যাঁরা মুখে কুলুপ আর ঘরে খিল এঁটেছেন, যাঁরা চোখে ঠুলি পরে রয়েছেন তাঁদের প্রতি ধিক্কার জানালেন মীর আফসর আলি৷ সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট বার্তায় মীর যেন শিরদাঁড়া সোজা রাখার স্পষ্ট বার্তা দিলেন ৷
বুধবার সোশাল মিডিয়ায় নাটকের আঙ্গিকে মীর পোস্ট করে লেখেন, "নাহ! ছেড়ে দিন। আপনাকে কিচ্ছু পোস্ট করতে হবে না মশাই। ঘাট হয়েছে । আপনি ডেকার্স লেনে গিয়ে চিত্তের সস ছড়িয়ে সভ্যতার চাউমিন খেয়ে ঢেঁকুর তুলে বাড়ি চলে যান। আপনার ওই প্রিয় বন্ধু ‘বিবেক’, ম্যারিড উইথ ডজন ডজন অফস্প্রিং… সে আজ অশোকা বারে প্রেমিকার অবৈধ প্রেম ফাঁস করতে গিয়েছে। আপনি আজ একাই ‘ধর্ম’তলা-টু-জাহান্নাম’ ধরে বাড়ি চলে যান!"
তারপর মীর আরও লেখেন, " কি বলছো ওস্তাদ? দুম করে যা খুশি তাই পোস্ট করে দেওয়া যায় নাকি? ছোট মেয়ে আছে বাড়িতে। প্লাস বস আমার ফ্রেন্ড লিস্টে। সামনে প্রোমোশন। ডোন্ট ওয়ান্ট টু গেট স্ট্যাম্পড। তা ছাড়া আমরা আমাদের ফ্যামিলিতে কেউ কোনদিন পার্টি-ফার্টি করিনি। শুধু পুজোর চাঁদাটা রিলিজিয়াসলি দিয়ে থাকি। আমি সিরিয়াসলি পার্টি বুঝি না জানো। শুধু প্রতি বছর পুজোর পার্টিতে (স্পনসর্ড অফ কোর্স) আমি একটু পার্টিসিপেট করি। কী করেন বললেন? পার্টিসিপেট ৷ হ্যাঁ তো। ওটাই তো করতে বলছি আপনাকে। এতো ভয় কিসের? এক ডাক্তার। মহিলা ডাক্তার। কেন ন্যাকা সাজছেন বলুন তো? পোস্টারটা একটু শেয়ার করতে পারছেন না??বাট হাউ ক্যান আই? প্লাস দ্য গার্ল ইজ ফ্রম সোদপুর। অ্যান্ড আই স্টে ইন আলিপুর!"
মোরাল অফ দ্য স্টোরি মীর বলেন, "আর এত সব কিছুর পরও আমাদের গপ্পো এটাই। দয়া করে আমাদের বিবেককে খুন হতে দেবেন না যে ভাবে হোক, প্রতিবাদ করুন অথবা বাড়ি র আয়নাগুলো ভেঙে ফেলুন। বেঁচে যাবেন।" মীরের মতোই প্রতিবাদে সোচ্চার হয়ে পোস্ট করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, দিতিপ্রিয়া, লগ্নজিতা, আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়-সহ আরও অনেকে ৷