কলকাতা, 18 অগস্ট: পিছিয়ে গেল 'অঙ্ক কি কঠিন' ফিল্মের মুক্তির দিন । আরজি কর-কাণ্ডকে ঘিরে বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, এই অবস্থায় তিন খুদেরর গল্প নিয়ে তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে আনতে চান না বলে জানিয়ে দিলেন নির্মাতারা ৷
ছবির প্রযোজক রানা সরকারের তরফে জানানো হয়েছে যে, "বর্তমানে রাজ্যের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের ছবি নির্ধারিত তারিখে রিলিজ না-করার সিদ্ধান্ত নিলাম । আমাদের সিনেমা তিন খুদের স্বপ্নপূরণের গল্প । আগে দর্শক ও সব খুদের বাসযোগ্য হোক এই সমাজ, তারপর আমরা সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা মিলে দেখব 'অঙ্ক কি কঠিন'।"
ছবিটির নাম বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর বিখ্যাত একটি গানের লাইন থেকে উঠে এসেছে ৷ ছবির কাহিনি লিখেছেন সৌরভ পালোধি এবং সৌমিত দেব । সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবদীপ মুখোপাধ্যায় ৷ পরিচালক আগেই জানিয়েছিলেন, অঙ্ক সকলেরই প্রায় কঠিন লাগে ৷ তবে ভালো করে শিখলে ফুল মার্কসও পাওয়া যায় ৷ এই ছবির ক্ষেত্রেও ব্যাপারটাও একইরকম ৷
গল্পের হিরো তিন শিশু । যাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার হতে চায়, আরেকজন মায়ের মতো নার্স হতে চায় । এদের স্বপ্নগুলো বড় হলেও, এদের বেড়ে ওঠা নিম্নবিত্ত পরিবারে । পড়াশোনা করে অতি সাধারণ সরকারি অবৈতনিক স্কুলে । রাজারহাটের মতো ব্যস্ত জনপদে তারা থাকে । বড় বড় বাড়ি, অফিস, গাড়ি দেখে এরা বড় হয় । তবে, সেখানকার দিন আনা দিন খাওয়া মানুষেরা জীবনের অঙ্ক মেলাতে মেলাতেই কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর ।
সমসাময়িক পরিস্থিতির কথা মাথায় রেখে স্থগিত হয়েছে 'বাবলি'র প্রিমিয়ার । আগামিকাল ন্যায়ের দাবিতে টেকনিশিয়ান্স স্টুডিয়ো থেকে আরজি কর পর্যন্ত যাবেন টলিউডের কুশীলবরা । সেখানে গিয়ে তাঁরা কথা বলবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ।