ETV Bharat / entertainment

বাগদেবীর আরাধনার ফাঁকে আড্ডায়-গানে মেতে উঠলেন স্বাগতা ; ঘরোয়া পুজো ঋতুপর্ণার - Saraswati Puja at Celeb House

Saraswati Puja 2024: সরস্বতী পুজোয় মেতে উঠলেন বাংলার দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায় ৷ কেমন ছিল উদযাপনের মুহূর্ত ?

Etv Bharat
বাগদেবীর আরাধনায় টলিউডের দুই সেলেব ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 9:06 PM IST

বাগদেবীর আরাধনায় টলিউডের দুই সেলেব ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়

কলকাতা, 14 ফেব্রুয়ারি: সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বাঙালি । প্রতি বছরের মতো এ বছরেও বাণী বন্দনায় মেতে উঠল অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় এবং অভিনেতা ঋষি মুখোপাধ্যায়ের 'অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস'। সকালে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হয়ে যাওয়ার পর গান, গল্প, আড্ডায় মেতে উঠতে দেখা গেল আগত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় থেকে অভিনেত্রী হিয়া দে'কে । হাজির ছিলেন সস্ত্রীক সিপিএম নেতা শতরূপ ঘোষও । তিনিও সরস্বতী পুজো ঘিরে ভাগ করে নিলেন নস্ট্যালজিয়া । গিটার সহযোগে গানও গাইলেন ৷ বললেন, "আমি ঠাকুর মানি না, অঞ্জলি দিই না ৷ কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খাই না কোনওদিন ।"

প্রতিবছর স্বাগতা মুখোপাধ্যায়ের এই অ্যাকাডেমির পুজো সামলে দেয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা । পুজোর পরে সবার জন্য থাকে খাওয়াদাওয়ার ব্যবস্থা । খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, লাবড়ার তরকারি, চাটনি, পাপড়, দু'রকমের মিষ্টি । এদিন সরস্বতী হাজির ছিল 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিকের ছোট্ট পটল অর্থাৎ হিয়া দে । অভিনেতা সৌম্য গেয়ে চললেন একের পর এক গান ।

এদিকে শত ব্যস্ততা উপেক্ষা করে প্রতি বছরের মতো এ বছরও বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । এদিন তাঁর পরনে ছিল লাল পাড়ওয়ালা হলুদ রঙের বেগমপুরী শাড়ি । পরিবারকে সঙ্গে নিয়ে ঘরোয়াভাবে নিয়মনিষ্ঠা মেনে পুজো সারলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। এছাড়া নানা ক্ষেত্রে বিভিন্ন বিশিষ্টরা মেতে উঠলেন পুজোয়। পুজোর রেশ বজায় থাকতে চলেছে বৃহস্পতিবার। অনেকেই মনে করেন, লক্ষ্মীবারে ঠাকুর বিসর্জন দেওয়া উচিত নয়। সেক্ষেত্রে পুজোর আমেজ বজায় থাকতে চলেছে শুক্রবার পর্যন্ত।

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  2. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  3. বছরভর লুপ্তপ্রায়, সরস্বতী পুজো এলেই কদর বাড়ে স্লেট-পেনসিল জোড়ির

বাগদেবীর আরাধনায় টলিউডের দুই সেলেব ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়

কলকাতা, 14 ফেব্রুয়ারি: সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বাঙালি । প্রতি বছরের মতো এ বছরেও বাণী বন্দনায় মেতে উঠল অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় এবং অভিনেতা ঋষি মুখোপাধ্যায়ের 'অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস'। সকালে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হয়ে যাওয়ার পর গান, গল্প, আড্ডায় মেতে উঠতে দেখা গেল আগত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় থেকে অভিনেত্রী হিয়া দে'কে । হাজির ছিলেন সস্ত্রীক সিপিএম নেতা শতরূপ ঘোষও । তিনিও সরস্বতী পুজো ঘিরে ভাগ করে নিলেন নস্ট্যালজিয়া । গিটার সহযোগে গানও গাইলেন ৷ বললেন, "আমি ঠাকুর মানি না, অঞ্জলি দিই না ৷ কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খাই না কোনওদিন ।"

প্রতিবছর স্বাগতা মুখোপাধ্যায়ের এই অ্যাকাডেমির পুজো সামলে দেয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা । পুজোর পরে সবার জন্য থাকে খাওয়াদাওয়ার ব্যবস্থা । খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, লাবড়ার তরকারি, চাটনি, পাপড়, দু'রকমের মিষ্টি । এদিন সরস্বতী হাজির ছিল 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিকের ছোট্ট পটল অর্থাৎ হিয়া দে । অভিনেতা সৌম্য গেয়ে চললেন একের পর এক গান ।

এদিকে শত ব্যস্ততা উপেক্ষা করে প্রতি বছরের মতো এ বছরও বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । এদিন তাঁর পরনে ছিল লাল পাড়ওয়ালা হলুদ রঙের বেগমপুরী শাড়ি । পরিবারকে সঙ্গে নিয়ে ঘরোয়াভাবে নিয়মনিষ্ঠা মেনে পুজো সারলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। এছাড়া নানা ক্ষেত্রে বিভিন্ন বিশিষ্টরা মেতে উঠলেন পুজোয়। পুজোর রেশ বজায় থাকতে চলেছে বৃহস্পতিবার। অনেকেই মনে করেন, লক্ষ্মীবারে ঠাকুর বিসর্জন দেওয়া উচিত নয়। সেক্ষেত্রে পুজোর আমেজ বজায় থাকতে চলেছে শুক্রবার পর্যন্ত।

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  2. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  3. বছরভর লুপ্তপ্রায়, সরস্বতী পুজো এলেই কদর বাড়ে স্লেট-পেনসিল জোড়ির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.