ETV Bharat / entertainment

সিবলিং গোলস ! ইব্রাহিমের সঙ্গে ইতালি ডায়েরির একগুচ্ছ ছবি শেয়ার সারার - Sara in Italy - SARA IN ITALY

Sara Ali Khan Latest Vacation Pictures: ভাই ইব্রাহিম ও বন্ধুদের সঙ্গে চুটিয়ে রোম সফর উপভোগ করছেন সারা আলি খান ৷ ইনস্টাগ্রামে পোস্টালেন সেখানকার বেশ কিছু ছবি ৷ বাবার সঙ্গে ভাইয়ের তুলনা করে কী লিখলেন অভিনেত্রী !

Sara Ali Khan
ভাইয়ের সঙ্গে রোম সফরে সারা (ইনস্টাগ্রাম)
author img

By ANI

Published : Jun 2, 2024, 3:26 PM IST

মুম্বই, 2 জুন: বলিউডের এই প্রজন্মের যদি মজাদার ভাই-বোনের জুটি কেউ থেকে থাকে তবে তাঁদের মধ্যে অন্যতম নিসঃন্দেহে সারা এবং ইব্রাহিম আলি খান ৷ মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে নানা কাণ্ডকারখানার ছবি শেয়ার করেন সইফ কন্যা ৷ পার্টি থেকে দেশ-বিদেশের মাটিতে একে অপরের সঙ্গকে বেশ উপভোগ করেন দু'জনেই ৷ কখনও কখনও তাঁদের সঙ্গে দেখা যায় মা অমৃতা রাওকেও ৷ তিনজনেই ঘুরতে ভালোবাসেন ৷ সম্প্রতি সেরকম কিছু ঘুরতে যাওয়ার ছবি নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সারা ৷ যেখানে ভাই ইব্রাহিমের বাহুডোরে দেখা যাচ্ছে 'মার্ডার মোবারক' অভিনেত্রীকে ৷

সারা, ইব্রাহিম ও কিছু বন্ধুদের নিয়ে ইতালি সফরে গিয়েছেন ৷ রোম ডায়েরি থেকেই একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী ৷ যেখানে ভাই-বোনের মধুর সম্পর্কের বার্তা তুলে ধরেছেন সইফের ছেলে মেয়ে ৷ কিছু ছবিতে গলায় একটি গোলাপি শাল এবং সাদা ফ্রেমের সানগ্লাসের সঙ্গে প্রাণবন্ত পোশাকে দেখা গিয়েছে সারাকে ৷ ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে চুটিয়ে ইতালি উপভোগ করছেন তিনি ৷ অন্য ছবিতে আবার কালো ও নীল পোশাকে পার্টি লুকে ধরা দিয়েছেন সারা এবং ইব্রাহিম ।

আরও পড়ুন: ফের পিছিয়ে গেল মুক্তির তারিখ, কবে আসবে 'মেট্রো ইন দিনো'? জানাল ছবি নির্মাতা টিম

আরেকটি ছবিতে সারাকে তাঁর গার্ল গ্যাংয়ের সঙ্গে একটি ইয়টে পোজ দিতে দেখা যাচ্ছে । সাদা এবং পালকযুক্ত পোশাকে সারাকেও ক্লাসি লাগছে । ছবিগুলি শেয়ার করে কেদারনাথ অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, "নাটক করা মাঝে মাঝে খারাপ নয় ৷" তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ইব্রাহিমের সঙ্গে নিজের এবং বাবা সইফ আলি খানের আলাদা একটি সেলফি পোস্ট করেছেন সারা । সঙ্গে তিনি লিখেছেন, "গোলাপি শাল ৷ যেমন বাবা তেমন ছেলে ৷" ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ একজন লিখেছেন, "সেরা ভাইবোন !" আরেকজন আবার মন্তব্য করেছেন,"সারা তোমাকে সুন্দর লাগছে ।"

এ দিকে সারার কাজের দিকে চোখ রাখলে আসন্ন অ্যাকশন-কমেডিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের ধরমা প্রোডাকশন এবং গুনীত মঙ্গারের শিখিয়া এন্টারটেইনমেন্ট । ধরমার সঙ্গে এই নিয়ে তৃতীয় প্রজেক্টে কাজ করতে চলেছেন সারা ৷ ছবিটির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে সেটি পরিচালনা করবেন আকাশ কৌশিক । আগামীতে 'মেট্রো...ইন দিনো' ছবিতে দেখা যাবে সারাকে । সম্প্রতি মুক্তি পাওয়া 'মার্ডার মুবারক' ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী ।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে সারা, অভিনেত্রীকে কত মার্কস দিলেন অনুরাগীরা

মুম্বই, 2 জুন: বলিউডের এই প্রজন্মের যদি মজাদার ভাই-বোনের জুটি কেউ থেকে থাকে তবে তাঁদের মধ্যে অন্যতম নিসঃন্দেহে সারা এবং ইব্রাহিম আলি খান ৷ মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে নানা কাণ্ডকারখানার ছবি শেয়ার করেন সইফ কন্যা ৷ পার্টি থেকে দেশ-বিদেশের মাটিতে একে অপরের সঙ্গকে বেশ উপভোগ করেন দু'জনেই ৷ কখনও কখনও তাঁদের সঙ্গে দেখা যায় মা অমৃতা রাওকেও ৷ তিনজনেই ঘুরতে ভালোবাসেন ৷ সম্প্রতি সেরকম কিছু ঘুরতে যাওয়ার ছবি নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সারা ৷ যেখানে ভাই ইব্রাহিমের বাহুডোরে দেখা যাচ্ছে 'মার্ডার মোবারক' অভিনেত্রীকে ৷

সারা, ইব্রাহিম ও কিছু বন্ধুদের নিয়ে ইতালি সফরে গিয়েছেন ৷ রোম ডায়েরি থেকেই একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী ৷ যেখানে ভাই-বোনের মধুর সম্পর্কের বার্তা তুলে ধরেছেন সইফের ছেলে মেয়ে ৷ কিছু ছবিতে গলায় একটি গোলাপি শাল এবং সাদা ফ্রেমের সানগ্লাসের সঙ্গে প্রাণবন্ত পোশাকে দেখা গিয়েছে সারাকে ৷ ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে চুটিয়ে ইতালি উপভোগ করছেন তিনি ৷ অন্য ছবিতে আবার কালো ও নীল পোশাকে পার্টি লুকে ধরা দিয়েছেন সারা এবং ইব্রাহিম ।

আরও পড়ুন: ফের পিছিয়ে গেল মুক্তির তারিখ, কবে আসবে 'মেট্রো ইন দিনো'? জানাল ছবি নির্মাতা টিম

আরেকটি ছবিতে সারাকে তাঁর গার্ল গ্যাংয়ের সঙ্গে একটি ইয়টে পোজ দিতে দেখা যাচ্ছে । সাদা এবং পালকযুক্ত পোশাকে সারাকেও ক্লাসি লাগছে । ছবিগুলি শেয়ার করে কেদারনাথ অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, "নাটক করা মাঝে মাঝে খারাপ নয় ৷" তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ইব্রাহিমের সঙ্গে নিজের এবং বাবা সইফ আলি খানের আলাদা একটি সেলফি পোস্ট করেছেন সারা । সঙ্গে তিনি লিখেছেন, "গোলাপি শাল ৷ যেমন বাবা তেমন ছেলে ৷" ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ একজন লিখেছেন, "সেরা ভাইবোন !" আরেকজন আবার মন্তব্য করেছেন,"সারা তোমাকে সুন্দর লাগছে ।"

এ দিকে সারার কাজের দিকে চোখ রাখলে আসন্ন অ্যাকশন-কমেডিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের ধরমা প্রোডাকশন এবং গুনীত মঙ্গারের শিখিয়া এন্টারটেইনমেন্ট । ধরমার সঙ্গে এই নিয়ে তৃতীয় প্রজেক্টে কাজ করতে চলেছেন সারা ৷ ছবিটির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে সেটি পরিচালনা করবেন আকাশ কৌশিক । আগামীতে 'মেট্রো...ইন দিনো' ছবিতে দেখা যাবে সারাকে । সম্প্রতি মুক্তি পাওয়া 'মার্ডার মুবারক' ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী ।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে সারা, অভিনেত্রীকে কত মার্কস দিলেন অনুরাগীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.