ETV Bharat / entertainment

ওভার দ্য টপে জার্নি শুরু বনশালির, সামনে এল 'হীরামান্ডি'র প্রথম ঝলক - sanjay leela bhansali

Heeramandi The Diamond Bazaar: প্রতীক্ষার অবসান ৷ বছরের সেরা ওটিটি সিরিজ উপহার দিতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ প্রকাশ্য়ে 'হীরামান্ডি: দ্য় ডায়মন্ড বাজার' সিরিজের প্রথম ঝলক ৷

Etv Bharat
'হীরামান্ডি: দ্য় ডায়মন্ড বাজার' সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 5:06 PM IST

মুম্বই, 1 ফেব্রুয়ারি: চলতি বছরে ওটিটি'তে আসছে সঞ্জয় লীলা বনশালির 'হীরামান্ডি: দ্য় ডায়মন্ড বাজার' সিরিজ ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম ঝলক ৷ নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় ঝলক প্রকাশ্য়ে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ লার্জার দ্য়ান লাইফকে বরাবরের মতো এবারেও পর্দায় তুলে ধরে দর্শকদের তাক দিতে প্রস্তুত পরিচালক বনশালি ৷

নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "হীরামান্ডি: দ্য ডায়মণ্ড বাজার এপিক সিরিজ হতে চলেছে ভালোবাসা, শক্তি, প্রতিশোধ ও স্বাধীনতার ৷ প্রাক-স্বাধীন ভারতে হীরামান্ডির মতো জায়গায় ক্ষমতার লড়াইয়ের মধ্যে ভালোবাসাকে বেছে নেওয়ার লড়াই, স্বাধীন বাঁচার লড়াই তুলে ধরা হয়েছে এই সিরিজে ৷" মুখ্য়চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা শর্মা, শারমিন সেগল ও সঞ্জীদা শেখকে ৷ লেখক মইন বেগের বই থেকে উঠে আসা কাহিনী সিনেপর্দায় তুলে ধরেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ সিরিজের টিজার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ সোশাল মিডিয়ায় প্রশংসিতও হয়েছে সিরিজের টিজার ৷

পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে তিনি এই প্রজেক্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ৷ প্রায় 14 বছর ধরে 'হীরামান্ডি'র গল্প তিনি পর্দায় দর্শকদের জন্য তুলে ধরতে চেয়েছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ৷ এই সিরিজের পাশাপাশি ইতিমধ্যেই পরবর্তী ছবির ঘোষণা করেছেন পরিচালক বনশালি ৷ জানিয়েছেন তাঁর পরবর্তী ছবির নাম লাভ অ্যান্ড ওয়ার ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশলকে ৷

উল্লেখ্য, 2022 সালে এস হুসেইন জায়দির লেখা 'মাফিয়া কুইন অফ মুম্বই' অবলম্বনে সিনেপর্দায় সঞ্জয় লীলা বনশালি নিয়ে আসেন 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ৷ আলিয়া ভাট, অজয় দেবগণ, বিজয় রাজ, জিম শর্ভ, শান্তনু মহেশ্বরী অভিনীত এই ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করে ৷ এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পান আলিয়া ভাট ৷ গঙ্গুবাই চরিত্রে আলিয়ার অভিনয় মন কাড়ে দর্শকদের ৷ দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশংসিত হয় 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷

আরও পড়ুন:

1. ভারতের মঞ্চে নিক জোনাসের গাওয়া 'মান মেরি জান' ঘায়েল করল দীপিকাকে

2. সলমনের নাম করে লোক ঠকানো হচ্ছে ! ভক্তদের সর্তক করলেন ভাইজান

3. ব্ল্যাক লেডি জিতে নিলেন 'রণলিয়া', ছবির ঝুলিতে বেস্ট 'টুয়েলভথ ফেল'

মুম্বই, 1 ফেব্রুয়ারি: চলতি বছরে ওটিটি'তে আসছে সঞ্জয় লীলা বনশালির 'হীরামান্ডি: দ্য় ডায়মন্ড বাজার' সিরিজ ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম ঝলক ৷ নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় ঝলক প্রকাশ্য়ে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ লার্জার দ্য়ান লাইফকে বরাবরের মতো এবারেও পর্দায় তুলে ধরে দর্শকদের তাক দিতে প্রস্তুত পরিচালক বনশালি ৷

নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "হীরামান্ডি: দ্য ডায়মণ্ড বাজার এপিক সিরিজ হতে চলেছে ভালোবাসা, শক্তি, প্রতিশোধ ও স্বাধীনতার ৷ প্রাক-স্বাধীন ভারতে হীরামান্ডির মতো জায়গায় ক্ষমতার লড়াইয়ের মধ্যে ভালোবাসাকে বেছে নেওয়ার লড়াই, স্বাধীন বাঁচার লড়াই তুলে ধরা হয়েছে এই সিরিজে ৷" মুখ্য়চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা শর্মা, শারমিন সেগল ও সঞ্জীদা শেখকে ৷ লেখক মইন বেগের বই থেকে উঠে আসা কাহিনী সিনেপর্দায় তুলে ধরেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ সিরিজের টিজার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ সোশাল মিডিয়ায় প্রশংসিতও হয়েছে সিরিজের টিজার ৷

পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে তিনি এই প্রজেক্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ৷ প্রায় 14 বছর ধরে 'হীরামান্ডি'র গল্প তিনি পর্দায় দর্শকদের জন্য তুলে ধরতে চেয়েছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ৷ এই সিরিজের পাশাপাশি ইতিমধ্যেই পরবর্তী ছবির ঘোষণা করেছেন পরিচালক বনশালি ৷ জানিয়েছেন তাঁর পরবর্তী ছবির নাম লাভ অ্যান্ড ওয়ার ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশলকে ৷

উল্লেখ্য, 2022 সালে এস হুসেইন জায়দির লেখা 'মাফিয়া কুইন অফ মুম্বই' অবলম্বনে সিনেপর্দায় সঞ্জয় লীলা বনশালি নিয়ে আসেন 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ৷ আলিয়া ভাট, অজয় দেবগণ, বিজয় রাজ, জিম শর্ভ, শান্তনু মহেশ্বরী অভিনীত এই ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করে ৷ এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পান আলিয়া ভাট ৷ গঙ্গুবাই চরিত্রে আলিয়ার অভিনয় মন কাড়ে দর্শকদের ৷ দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশংসিত হয় 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷

আরও পড়ুন:

1. ভারতের মঞ্চে নিক জোনাসের গাওয়া 'মান মেরি জান' ঘায়েল করল দীপিকাকে

2. সলমনের নাম করে লোক ঠকানো হচ্ছে ! ভক্তদের সর্তক করলেন ভাইজান

3. ব্ল্যাক লেডি জিতে নিলেন 'রণলিয়া', ছবির ঝুলিতে বেস্ট 'টুয়েলভথ ফেল'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.