ETV Bharat / entertainment

লাহোরের বদনাম গলি 'হীরামান্ডি'র 'তবায়েফ'দের রঙ-বেরঙের জীবন, সামনে আনলেন বনশালি - Heeramandi The Diamond Bazaar - HEERAMANDI THE DIAMOND BAZAAR

Sanjay Leela Bhansali New Series: ওটিটি-র দরবারে পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ অবিভক্ত লাহোরের অন্ধকার গলি 'হীরামান্ডি'র গণিকাদের জীবন কেমন ছিল? সেখানকার 'তবায়েফ'দের ভূমিকাই বা কী ছিল দেশস্বাধীনের প্রেক্ষাপটে? তা তুলে ধরলেন পরিচালক ৷ সিরিজ দেখে আপ্লুত 'গঙ্গুবাই' আলিয়া থেকে ভিকি কৌশল ৷

Sanjay Leela Bhansali New Series
'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 9:39 PM IST

Updated : May 9, 2024, 6:56 PM IST

হায়দরাবাদ, 3 মে: অন্য ধারার ছবি বারবার দর্শকদের উপহার দিয়ে মনোরঞ্জন করে গিয়েছেন পরিচালকি সঞ্জয় লীলা বনশালি ৷ বড় পর্দার পর এবার তিনি পা রাখলেন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' ৷ মুক্তির পরেই দর্শক দরবারে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রশংসায় পঞ্চমুখ বিনোদন দুনিয়ার প্রথম সারির তারকারা ৷

মুম্বইয়ে সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, ভিকি কৌশল-সহ আরও অনেক তারকাই ৷ কেমন লেগেছে হীরামান্ডি? তারই প্রতিক্রিয়ার এখটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ নেটফ্লিক্সের তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ যেখানে এই সিরিজ নিয়ে তারকাদের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করা হয়েছে ৷

আলিয়া ভাট, এর আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে ৷ এবার তাঁকে দেখা যাবে পরিচালকের পরবর্তী 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে ৷ সিরিজকে নিয়ে অভিনেত্রী ভীষণ উচ্ছ্বসিত ৷ বহুদিন ধরেই এই সিরিজ অপেক্ষায় ছিলেন বলে জানান আলিয়া ৷ পরিচালকের শিল্পকলা এবার ওটিটির মাধ্যমে বিদেশের মাটিতেও সকলে দেখতে পাবেন, যা শিল্পী হিসাবে অনেক বড় পাওনা বলে মনে করেন তিনি ৷

অভিনেতা বিজয় বর্মা এই সিরিজকে অসাধারণ বলে উল্লেখ করেছেন ৷ অন্যদিকে, শান্তনু মহেশ্বরীও আগে 'গঙ্গুবাই' ছবিতে কাজ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ৷ নতুন এই কাজ দেখে মুগ্ধ তিনিও ৷ এই ধরনের ইউনিক বিষয় একমাত্র পরিচালক বনশালি সিনেপর্দায় তুলে আনতে পারেন বলে মন্তব্য তাঁর ৷

অভিনেত্রী সায়নী গুপ্তা, শরমন জোশি, অঙ্কিতা লোখান্ডে, আদাহ শর্মা সকলেই সিরিজ দেখার পর একবাক্যে স্বীকার করেছেন 'হীরামান্ডি' লার্জার দ্যান লাইফের মতো ৷ সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে মণীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জীদা শেখ, শরমিন শেহগল, শেখর সুমন-সহ একাধিক তারকা ৷ যদিও দর্শক দরবারে নানা মুনির নানা মত ৷ কেউ কেউ জানিয়েছেন সিরিজ খুব ভালো লেগেছে ৷ আবার কেউ লিখেছেন, পুরো সময়টা নষ্ট ৷ আপাতত নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' ৷

আরও পড়ুন

1. হাস্যরসের ঝুলি ও মারকাটারি অ্যাকশন নিয়ে ওটিটির পর্দায় আসছে 'পঞ্চায়েত সিজন 3' ও 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড'

2. আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও

3. সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি, জেলে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের; মৃত্যু হাসপাতালে

হায়দরাবাদ, 3 মে: অন্য ধারার ছবি বারবার দর্শকদের উপহার দিয়ে মনোরঞ্জন করে গিয়েছেন পরিচালকি সঞ্জয় লীলা বনশালি ৷ বড় পর্দার পর এবার তিনি পা রাখলেন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' ৷ মুক্তির পরেই দর্শক দরবারে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রশংসায় পঞ্চমুখ বিনোদন দুনিয়ার প্রথম সারির তারকারা ৷

মুম্বইয়ে সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, ভিকি কৌশল-সহ আরও অনেক তারকাই ৷ কেমন লেগেছে হীরামান্ডি? তারই প্রতিক্রিয়ার এখটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ নেটফ্লিক্সের তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ যেখানে এই সিরিজ নিয়ে তারকাদের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করা হয়েছে ৷

আলিয়া ভাট, এর আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে ৷ এবার তাঁকে দেখা যাবে পরিচালকের পরবর্তী 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে ৷ সিরিজকে নিয়ে অভিনেত্রী ভীষণ উচ্ছ্বসিত ৷ বহুদিন ধরেই এই সিরিজ অপেক্ষায় ছিলেন বলে জানান আলিয়া ৷ পরিচালকের শিল্পকলা এবার ওটিটির মাধ্যমে বিদেশের মাটিতেও সকলে দেখতে পাবেন, যা শিল্পী হিসাবে অনেক বড় পাওনা বলে মনে করেন তিনি ৷

অভিনেতা বিজয় বর্মা এই সিরিজকে অসাধারণ বলে উল্লেখ করেছেন ৷ অন্যদিকে, শান্তনু মহেশ্বরীও আগে 'গঙ্গুবাই' ছবিতে কাজ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ৷ নতুন এই কাজ দেখে মুগ্ধ তিনিও ৷ এই ধরনের ইউনিক বিষয় একমাত্র পরিচালক বনশালি সিনেপর্দায় তুলে আনতে পারেন বলে মন্তব্য তাঁর ৷

অভিনেত্রী সায়নী গুপ্তা, শরমন জোশি, অঙ্কিতা লোখান্ডে, আদাহ শর্মা সকলেই সিরিজ দেখার পর একবাক্যে স্বীকার করেছেন 'হীরামান্ডি' লার্জার দ্যান লাইফের মতো ৷ সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে মণীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জীদা শেখ, শরমিন শেহগল, শেখর সুমন-সহ একাধিক তারকা ৷ যদিও দর্শক দরবারে নানা মুনির নানা মত ৷ কেউ কেউ জানিয়েছেন সিরিজ খুব ভালো লেগেছে ৷ আবার কেউ লিখেছেন, পুরো সময়টা নষ্ট ৷ আপাতত নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' ৷

আরও পড়ুন

1. হাস্যরসের ঝুলি ও মারকাটারি অ্যাকশন নিয়ে ওটিটির পর্দায় আসছে 'পঞ্চায়েত সিজন 3' ও 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড'

2. আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও

3. সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি, জেলে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের; মৃত্যু হাসপাতালে

Last Updated : May 9, 2024, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.