কলকাতা, 21 জুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় । শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পান অভিনেত্রী । এই মুহূর্তে তিনি ভালো আছেন বলে জানা গিয়েছে । বুকের সমস্যা নিয়ে হাসপাতালে বেশ কিছুদিন আগেই ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ৷ শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷ হাসপাতাল থেকে বেরোনোর সময় খোশমেজাজেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।
সোমবার হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, অভিনেত্রীর সমস্ত পরীক্ষা করার পর তিনি করোনারি ইনসাফিয়েন্সি সমস্যায় ভুগছেন বলে অনুমান ছিল । যার অর্থ হল হৃৎপিন্ডে পর্যাপ্ত পরিমাণে রক্ত, অক্সিজেন পৌঁছতে পারছে না প্রধান ধমনীর জন্য ।
এই রোগের কারণে হার্ট অ্যাটাকের মত বড় সমস্যা দেখা যায় । এই মুহূর্তে বর্ষীয়ান অভিনেত্রীকে খুবই সন্তর্পণে রাখা হয়েছে। ইন্টারভেনশন কার্ডিয়োলজিস্ট চিকিৎসক এসবি রায়, নন ইন্টারভেনশন কার্ডিয়োলজিস্ট চিকিৎসক পিকে মিত্র এবং ক্রিটিকাল কেয়ার বিভাগের চিকিৎসক সুস্মিতা দেবনাথের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী ৷
বুকে ব্যথার সমস্যা নিয়ে 15 জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী । হাসপাতালে ভর্তির পর তাঁর ইসিজি এবং ইকো করা হয়েছিল বলে জানা গিয়েছে । এছাড়াও তাঁকে 24 ঘণ্টা হলটার মনিটরিংয়ে রাখা হয় । পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন রক্ত পরীক্ষাও করে দেখা হয় অভিনেত্রীর । জনপ্রিয় অভিনেত্রীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাসপাতালে তৈরি করা হয়েছে 3 সদস্যের মেডিক্যাল টিম ।