'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই - Sandeep Reddy Vanga on Adil Hussain - SANDEEP REDDY VANGA ON ADIL HUSSAIN
Adil Hussain on Kabir Singh: 'কবীর সিং' ছবিতে অভিনয় করা জীবনের সবচেয়ে বড় ভুল ৷ অভিনেতা আদিল হুসেনের মন্তব্যের পালটা দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷
Published : Apr 18, 2024, 7:20 PM IST
হায়দরাবাদ, 18 এপ্রিল: দীর্ঘ ফিল্মি কেরিয়ারে কবীর সিং ছবিতে অভিনয় সবচেয়ে বড় ভুল বলে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা আদিল হুসেন ৷ চিত্রনাট্য পুরো না-শুনে ছবির প্রস্তাবে রাজি হওয়ায় আজও অনুতাপ করছেন অভিনেতা ৷ সম্প্রতি আদিলের এই মন্তব্যেরই পালটা দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷
কী বলেছেন অভিনেতা আদিল হুসেন- সোশাল মিডিয়া ইউটিউবে এক পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আদিল ৷ সেখানে তিনি বলেন, "কবীর সিং একমাত্র সিনেমা আমাক জীবনের যার চিত্রনাট্য না পড়েই ছবির প্রস্তাবে সম্মতি জানিয়েছিলাম ৷ এমনকী, তেলুগু ছবিটিও আমি দেখিনি ৷" লাইফ অফ পাই তারকা জানান, কবীর সিং মুক্তির পর তিনি দিল্লির এক প্রেক্ষাগৃহে দেখতে গিয়েছিলেন ৷ কিন্তু 20 মিনিট পরেই তিনি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসতে বাধ্য হন ৷ এই ছবিতে কাজ করার জন্য আজও তাঁর অনুতাপ হয় ৷ তিনি বলেন, "কবীর সিং আসলে মিসোজিনিস্টিক ছবি ৷ এই ছবিতে কাজ করার ফলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গিয়েছি ৷"
মূলত, আদিল হুসেনকে এই ছবিতে দেখা গিয়েছে ক্যামিও চরিত্রে ৷ শাহিদ কাপুরের কলেজের ডিন-এর চরিত্রে দেখা গিয়েছিল আদিলকে ৷ এই মন্তব্য সামনে আসার পরেই সরব হয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷ এক্স হ্যান্ডেলে আদিলের সাক্ষাৎকার তুলে ধরে তিনি লেখেন, "তোমার বিশ্বাসে 30টি আর্ট ফিল্মে কাজ করে তুমি যে খ্যাতি বা জনপ্রিয়তা পাওনি তা তোমার অনুতাপের ছবি এনে দিয়েছে ৷ ছবিটি ব্লকব্লাস্টার হিটের পাশাপাশি তোমাকে পরিচিতি এনে দিয়েছে ৷ আমি ভুল করেছি তোমাকে অভিনয়ের প্রস্তাব দিয়ে ৷ জেনে খারাপ লাগছে তোমার ছবির প্রতি প্যাশনের থেকে অনেক বেশি লোভ দেখে ৷ এখন আমি তোমাকে এই লজ্জা থেকে মুক্তি দিচ্ছি ৷ আমি তোমার মুখ এআই-এর সাহায্যে সরিয়ে দেব ৷ এবার ভালো করে হাসো ৷"
প্রসঙ্গত, 'কবীর সিং' ছবি দিয়ে 2019 সালে বলিউডে পা রাখেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷ মুখ্যচরিত্রে শাহিদ কাপুর ও কিয়ারা আদবানি নজর কাড়লেও একাধিক সমালোচনার মুখে পরে এই ছবি ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা আদিল হুসেনকেও ৷ এর আগেও সন্দীপ পরিচালিত 'অ্যানিম্যাল' ছবির সমালোচনা করেছিলেন গীতিকার জাভেদ আখতার ৷ সেই সময়েও গীতিকারের সঙ্গে পরিচালকের ঠান্ডা যুদ্ধ নজরে আসে ৷
আরও পড়ুন
1. খুন নয়, সলমনকে ভয় দেখানো উদ্দেশ্য ছিল ধৃতদের; জানাল মুম্বই পুলিশ
2. আর্থিক প্রতারণা মামলায় শিল্পা-রাজের 98 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র
3. কাজ হাতছাড়া, ওজন বৃদ্ধি, অন্তঃসত্ত্বা হওয়ার গুজব; 'চমকিলা' সফর সহজ ছিল না পরিণীতির