ETV Bharat / entertainment

আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ! সনাতন দিন্দার তুলির টানে ফুটে উঠল 'তিলোত্তমা'র যন্ত্রণা - Kolkata doctor rape murder case - KOLKATA DOCTOR RAPE MURDER CASE

Sanatan Dinda on RG Kar Incident: আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ জানালেন শিল্পী সনাতন দিন্দা ৷ তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুললেন 'তিলোত্তমা'র যন্ত্রণা ৷

Sanatan Dinda on RG Kar Incident
আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ শিল্পী সনাতন দিন্দার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 3:39 PM IST

কলকাতা, 15 অগস্ট: শহরের বুকে শুরু হতে চলেছে সাতদিন ব্যাপী চিত্র প্রদর্শনী। থিম 'শরৎ কাল'। ভারতীয় বিদ্যাভবন এবং ইনফোসিস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সাংষ্কৃতিক অনুষ্ঠান 'শেফালি'। এই অনুষ্ঠানের শুভ সূচণা হয় চিত্র প্রদর্শনী মধ্য দিয়ে। যার উদ্বোধন করেন স্বনামধন্য শিল্পী সনাতন দিন্দা। কথা ছিল থিম শরতের ওপর ছবি আঁকবেন। কিন্তু শরতের পরিবর্তে সবাইকে চমকে দিয়ে আরজি করের ঘটনায় অভিনব প্রতিবাদ ফুটিয়ে তুললেন সাদা ক্যানভাসে ৷ রঙ-তুলির টানে যে বার্তা তিনি দিলেন তা এই সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক।

তুলি হাতে শিল্পী সনাতন দিন্দা (ইটিভি ভারত)

দর্শকের সামনে তিনি তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তোলেন 'তিলোত্তমার যন্ত্রণা'। অর্থাৎ সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা রঙ তুলিতে তুলে ধরলেন তিনি। ছবি আঁকা শেষ হলে তিনি বলেন, "এমন এক ঘটনা এই রাজ্যে ঘটেছে যা ক্যানভাসে এঁকে, কবিতা লিখে প্রতিবাদ করা যাবে না। আমাদের সবাইকে গর্জে উঠতে হবে। আমরা আজ কেউ কোনও নিরাপদ জায়গায় নেই। তা সত্বেও আমাদের নিজেদের মতো করে প্রতিবাদ করতে হবে।"

তিনি আরও বলেন, "খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। আমরা বাবা-মায়েরা ব্যর্থ। আমরা নিজেদের সন্তানদের আর রক্ষা করতে পারছি না। কিন্তু আমরা যেটা পারি সেটা হল আমাদের সন্তানদের এমন শিক্ষা দিতে পারি, তারা যেন ধর্ষণের মতো জঘন্য অপরাধ করার কথা কল্পনাও করতে না পারে। কিংবা অপরাধের প্রতিবাদ করতে পারে। কন্যা সন্তানদেরও নিজেকে রক্ষা করার মন্ত্র শেখাতে হবে আমাদেরকেই। আজ শরৎ কালের ওপর আঁকার কথা ছিল আমার। কিন্তু এই শরৎ কাল হল মা দুর্গার আগমনের সময়। তাই দুর্গা মা এইভাবেই ক্যানভাসে ফুটে উঠেছে।"

কলকাতা, 15 অগস্ট: শহরের বুকে শুরু হতে চলেছে সাতদিন ব্যাপী চিত্র প্রদর্শনী। থিম 'শরৎ কাল'। ভারতীয় বিদ্যাভবন এবং ইনফোসিস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সাংষ্কৃতিক অনুষ্ঠান 'শেফালি'। এই অনুষ্ঠানের শুভ সূচণা হয় চিত্র প্রদর্শনী মধ্য দিয়ে। যার উদ্বোধন করেন স্বনামধন্য শিল্পী সনাতন দিন্দা। কথা ছিল থিম শরতের ওপর ছবি আঁকবেন। কিন্তু শরতের পরিবর্তে সবাইকে চমকে দিয়ে আরজি করের ঘটনায় অভিনব প্রতিবাদ ফুটিয়ে তুললেন সাদা ক্যানভাসে ৷ রঙ-তুলির টানে যে বার্তা তিনি দিলেন তা এই সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক।

তুলি হাতে শিল্পী সনাতন দিন্দা (ইটিভি ভারত)

দর্শকের সামনে তিনি তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তোলেন 'তিলোত্তমার যন্ত্রণা'। অর্থাৎ সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা রঙ তুলিতে তুলে ধরলেন তিনি। ছবি আঁকা শেষ হলে তিনি বলেন, "এমন এক ঘটনা এই রাজ্যে ঘটেছে যা ক্যানভাসে এঁকে, কবিতা লিখে প্রতিবাদ করা যাবে না। আমাদের সবাইকে গর্জে উঠতে হবে। আমরা আজ কেউ কোনও নিরাপদ জায়গায় নেই। তা সত্বেও আমাদের নিজেদের মতো করে প্রতিবাদ করতে হবে।"

তিনি আরও বলেন, "খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। আমরা বাবা-মায়েরা ব্যর্থ। আমরা নিজেদের সন্তানদের আর রক্ষা করতে পারছি না। কিন্তু আমরা যেটা পারি সেটা হল আমাদের সন্তানদের এমন শিক্ষা দিতে পারি, তারা যেন ধর্ষণের মতো জঘন্য অপরাধ করার কথা কল্পনাও করতে না পারে। কিংবা অপরাধের প্রতিবাদ করতে পারে। কন্যা সন্তানদেরও নিজেকে রক্ষা করার মন্ত্র শেখাতে হবে আমাদেরকেই। আজ শরৎ কালের ওপর আঁকার কথা ছিল আমার। কিন্তু এই শরৎ কাল হল মা দুর্গার আগমনের সময়। তাই দুর্গা মা এইভাবেই ক্যানভাসে ফুটে উঠেছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.