ETV Bharat / entertainment

প্রয়াত সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু - SAMANTHA RUTH PRABHU FATHER DIED

প্রয়াত হয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী ৷

Etv Bharat
প্রয়াত সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 5:05 PM IST

Updated : Nov 29, 2024, 5:14 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে বাবার মৃত্যুর খবর শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, "যতক্ষণ না পর্যন্ত তোমার সঙ্গে দেখা হচ্ছে বাবা ৷" এরপর তিনি একটি হার্ট ব্রেকের ইমোজি ব্যবহার করেছেন ৷

সামান্থার জন্ম চেন্নাইতে ৷ তাঁর বাবার নাম জোসেফ প্রভু এবং মায়ের নাম নিনেট প্রভু। জোসেফ একজন তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান ছিলেন ৷ অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরে অনুরাগীরা ও শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানিয়েছেন। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বাবা জোসেফকে নিয়ে কথা বলেন সামান্থা ৷ তিনি জানান, অনেক বিষয়ে তাঁর বাবা তাঁকে সমর্থন করেননি ৷ অভিনেত্রীকে নাকি প্রায় সময়ই তাঁর বাবা 'আনস্মার্ট' বলতেন ৷ তা নিয়ে বেশ কিছুটা ক্ষোভ জমা হয়েছিল বলেও জানান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷

samantha ruth prabhu
সামান্থার পোস্ট (ইন্সটাগ্রাম স্ক্রিন শট)

সামান্থার সাক্ষাৎকার দেখে মনে হয়েছে, কোথাও না কোথাও বাবার প্রতি ভালোবাসা থাকলেও, তাঁর কড়া অনুশাসন মন থেকে ভেঙে দিয়েছিল অভিনেত্রীকে ৷ তাঁর বাবার কঠিন শব্দ শিশু মনে আঘাত করত বলেও সাক্ষাৎকারে জানান সামান্থা ৷ তিনি বলেন, "জীবনের বড় হওয়ার প্রতিটা মুহূর্তে আমাকে লডা়ই করতে হয়েছে ৷ আমারও এক অস্তিত্ব আছে সেটা বোঝাতে হত বারবার ৷ আমার বাবা এই রকমই ছিলেন ৷ আমার মনে হয় ভারতের অনেক বাবা-মা হয়তো এই রকম হয় ৷ তাঁরা মনে করতেন সন্তানকে এইভাবে রক্ষা করছেন ৷"

সামান্থার বাবার প্রয়াণে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা ৷ কিছুদিন আগেই সামান্থাকে দেখা গিয়েছে 'সিটাডেল:হানিবানি' সিরিজে ৷ রাজ-ডিকে পরিচালিত সিরিজে সামান্থার বিপরীতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে ৷

হায়দরাবাদ, 29 নভেম্বর: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে বাবার মৃত্যুর খবর শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, "যতক্ষণ না পর্যন্ত তোমার সঙ্গে দেখা হচ্ছে বাবা ৷" এরপর তিনি একটি হার্ট ব্রেকের ইমোজি ব্যবহার করেছেন ৷

সামান্থার জন্ম চেন্নাইতে ৷ তাঁর বাবার নাম জোসেফ প্রভু এবং মায়ের নাম নিনেট প্রভু। জোসেফ একজন তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান ছিলেন ৷ অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরে অনুরাগীরা ও শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানিয়েছেন। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বাবা জোসেফকে নিয়ে কথা বলেন সামান্থা ৷ তিনি জানান, অনেক বিষয়ে তাঁর বাবা তাঁকে সমর্থন করেননি ৷ অভিনেত্রীকে নাকি প্রায় সময়ই তাঁর বাবা 'আনস্মার্ট' বলতেন ৷ তা নিয়ে বেশ কিছুটা ক্ষোভ জমা হয়েছিল বলেও জানান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷

samantha ruth prabhu
সামান্থার পোস্ট (ইন্সটাগ্রাম স্ক্রিন শট)

সামান্থার সাক্ষাৎকার দেখে মনে হয়েছে, কোথাও না কোথাও বাবার প্রতি ভালোবাসা থাকলেও, তাঁর কড়া অনুশাসন মন থেকে ভেঙে দিয়েছিল অভিনেত্রীকে ৷ তাঁর বাবার কঠিন শব্দ শিশু মনে আঘাত করত বলেও সাক্ষাৎকারে জানান সামান্থা ৷ তিনি বলেন, "জীবনের বড় হওয়ার প্রতিটা মুহূর্তে আমাকে লডা়ই করতে হয়েছে ৷ আমারও এক অস্তিত্ব আছে সেটা বোঝাতে হত বারবার ৷ আমার বাবা এই রকমই ছিলেন ৷ আমার মনে হয় ভারতের অনেক বাবা-মা হয়তো এই রকম হয় ৷ তাঁরা মনে করতেন সন্তানকে এইভাবে রক্ষা করছেন ৷"

সামান্থার বাবার প্রয়াণে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা ৷ কিছুদিন আগেই সামান্থাকে দেখা গিয়েছে 'সিটাডেল:হানিবানি' সিরিজে ৷ রাজ-ডিকে পরিচালিত সিরিজে সামান্থার বিপরীতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে ৷

Last Updated : Nov 29, 2024, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.