ETV Bharat / entertainment

আইফার মঞ্চে 'ওম্যান অফ দ্য ইয়ার' সামান্থা, চোখে জল অভিনেত্রীর - Samantha Ruth Prabhu

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 14, 2024, 5:04 PM IST

Samantha Ruth Prabhu receive Woman Of The Year award: আইফা উৎসাবম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতে নিলেন সামান্থা রুথ প্রভু ৷ সম্মানিত নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাষ্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের এইভাবে পুরস্কৃত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

Samantha Ruth Prabhu
সামান্থা রুথ প্রভু (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ৷ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA) উৎসবাবম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হতে চলেছেন সামান্থা ৷ তাঁকে সম্মানিত করা হবে ওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ৷

আবুধাবির ইয়াস দ্বীপে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ফাংশন ৷ আইফা উৎসবম অ্যাওয়ার্ড মূলত হাইলাইট করা হয়েছে দক্ষিণী সিনেমা জগতের সিনেমা, অভিনেত্রী-অভিনেত্রীদের প্রতি ৷ সেই অনুষ্ঠানে সিনেমা জগতে অবদানের জন্য সামান্থা রুথ প্রভুর জার্নি সকলকে অনুপ্রাণিত করেছে ৷ সেই কারণে তাঁকে ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড বিভাগে ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৷

'ইয়ে মায়া চেসাভে', 'এগা', 'নীথানে এন পোনভাসন্থাম', 'মহানতি' এবং 'সুপার ডিলাক্স'এর মতো তামিল এবং তেলেগু চলচ্চিত্রে সামান্থার দুর্দান্ত অভিনয় তাঁকে এনেছে লাইমলাইটে ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থা একজন পাওয়ার হাউস হয়ে উঠেছেন ৷ এই খবর সামনে আসার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ৷ এমনকী, এই ঘোষণা তাঁর চোখে জল এনে দিয়েছে বলেও জানান সামান্থা ৷ তিনি বলেন, "আইফা উৎসবম আমার কাছে সবসময় স্পেশাল ৷ আমি এই গ্লোবাল ট্যুরের অংশীদার হতে পেরে আনন্দিত ৷ শুধু তাই নয়, একজন শিল্পী ও একজন নারী হিসাবে এই পুরস্কার বারাবার সীমানা অতিক্রম করার উৎসহা জোগাবে ৷ আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ৷"

কাজের দিকে নজর দিলে দেখা যায়, এই মুহূর্তে সামান্থা ও বরুণ ধাওয়ান অভিনীত সিটাডেল:হানিবানি সিরিজ-এৎ মুক্তি নিয়ে দর্শক অপেক্ষায় রয়েছে ৷ পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে বাঙ্গারাম ছবিও করছেন অভিনেত্রী ৷

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ৷ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA) উৎসবাবম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হতে চলেছেন সামান্থা ৷ তাঁকে সম্মানিত করা হবে ওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ৷

আবুধাবির ইয়াস দ্বীপে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ফাংশন ৷ আইফা উৎসবম অ্যাওয়ার্ড মূলত হাইলাইট করা হয়েছে দক্ষিণী সিনেমা জগতের সিনেমা, অভিনেত্রী-অভিনেত্রীদের প্রতি ৷ সেই অনুষ্ঠানে সিনেমা জগতে অবদানের জন্য সামান্থা রুথ প্রভুর জার্নি সকলকে অনুপ্রাণিত করেছে ৷ সেই কারণে তাঁকে ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড বিভাগে ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৷

'ইয়ে মায়া চেসাভে', 'এগা', 'নীথানে এন পোনভাসন্থাম', 'মহানতি' এবং 'সুপার ডিলাক্স'এর মতো তামিল এবং তেলেগু চলচ্চিত্রে সামান্থার দুর্দান্ত অভিনয় তাঁকে এনেছে লাইমলাইটে ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থা একজন পাওয়ার হাউস হয়ে উঠেছেন ৷ এই খবর সামনে আসার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ৷ এমনকী, এই ঘোষণা তাঁর চোখে জল এনে দিয়েছে বলেও জানান সামান্থা ৷ তিনি বলেন, "আইফা উৎসবম আমার কাছে সবসময় স্পেশাল ৷ আমি এই গ্লোবাল ট্যুরের অংশীদার হতে পেরে আনন্দিত ৷ শুধু তাই নয়, একজন শিল্পী ও একজন নারী হিসাবে এই পুরস্কার বারাবার সীমানা অতিক্রম করার উৎসহা জোগাবে ৷ আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ৷"

কাজের দিকে নজর দিলে দেখা যায়, এই মুহূর্তে সামান্থা ও বরুণ ধাওয়ান অভিনীত সিটাডেল:হানিবানি সিরিজ-এৎ মুক্তি নিয়ে দর্শক অপেক্ষায় রয়েছে ৷ পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে বাঙ্গারাম ছবিও করছেন অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.