হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: 'বিগবস' প্রেমীদের জন্য সুখবর ৷ ফের টেলিভিশনের পর্দায় আসতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো ৷ কার্লাস টিভি সামনে আনল বিগ বস 18-এর প্রথম টিজার ৷ এবারের থিম- টাইম কা তান্ডব ৷ অক্টোবরেই শুরু হতে চলেছে এই শো ৷ এর আগে বিগ বস ওটিটি ভার্সনে সঞ্চালক হিসাবে ছিলেন না সলমন খান ৷ প্রশ্ন ওঠে, টিভির পর্দায় কি ফিরবেন দাবাং অভিনেতা ৷ খুশির খবর, সঞ্চালনার দায়িত্বে ফিরছেন সলমন ৷ সূত্রের খবর, আগের থেকে এই শো আরও বেশি টাফ হতে চলেছে ৷ থিম অনুসারে এই শোয়ে গুরুত্বপূর্ণ পাবে 'সময়' ৷
মঙ্গলবার রাতে টিজার শেয়ার করা হয় ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ভাইজানের স্বর ৷ তিনি বলেন, "বিগ বস দেখবে ঘরের সদস্যদের ভবিষ্যৎ ৷ এবার হবে সময়ের তান্ডব ৷" সলমনও বিগবস 18-এর টিজার শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম পেজে ৷ ক্যাপশনে লিখেছেন, 'কামিং সুন' ৷ এই খবর সামনে আসার পর এক অনুরাগী প্রতিক্রিয়া দিয়েছেন যে "অবশেষে সলমন স্যার ফিরছেন ৷"
আর এক বিগ বস অনুরাগী লিখেছেন, "ভীষণ এক্সাইটেড ৷ অপেক্ষায় রইলাম ৷" এখনও পর্যন্ত বিগ বসের ঘরে কোন কোন প্রতিযোগী আসছেন তা প্রকাশ্যে আসেনি ৷ তবে সম্ভাব্য রিপোর্ট অনুযায়ী, টেলিভিশন তারকা নিয়া শর্মা (Suhagan Chudail অভিনেত্রী) প্রথম প্রতিযোগী হতে পারেন ৷ জানা গিয়েছে, নিয়া এই শোয়ে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন ৷ এছাড়াও দেখা যেতে পারে টিভি তারকা অঞ্জলি আনন্দ, চাহত পাণ্ডে ও 'স্পিল্টসভিলা' খ্যাত কশিশ কাপুর ৷