ETV Bharat / entertainment

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ, কবে ফিরছেন শুটিং ফ্লোরে ? - kareena kapoor

Saif Ali Khan: হাসপাতাল ছেকে ছাড়া পেলেন সইফ আলি খান ৷ ফিরলেন নিজের মুম্বইয়ের বাড়িতে ৷ সঙ্গে ছিলেন স্ত্রী-অভিনেত্রী করীনা কাপুর খান ৷ সুস্থ হয়ে শুটিংয়ে কবে ফিরছেন 'হাম তুম' অভিনেতা?

Etv Bharat
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 7:56 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন ৷ ব্যথা নিয়েই কাজ করে যাচ্ছিলেন ৷ তবে সেই ব্যথা আর সহ্য হল না ৷ অবশেষে সোমবারই অস্ত্রোপচার সারেন অভিনেতা ৷ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ট্রাইসেপ সার্জারি হয় অভিনেতার ৷ মঙ্গলবার ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে ৷ আপাতত বিশ্রামেই থাকতে হবে অভিনেতাকে ৷ কবে ফিরবেন দেবারার শুটিং সেটে, প্রশ্ন শুভাকাঙ্খীদের ৷

এদিন সইফকে দেখা যায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গাড়িতে ওঠেন ৷ সেখানে অভিনেতার জন্য অপেক্ষা করছিলেন পাপারাৎজিরা ৷ তাঁদের দেখে হাত নাড়েন সইফ ৷ মুখে ছিল হাসি ৷ অভিনেতা যে আগের থেকে ভালো আছেন, তা শরীরি ভাষা থেকেই স্পষ্ট ৷ ওমকারা অভিনেতার অস্ত্রোপচারের কথা সামনে আসতে উদ্বেগ দেখা যায় অনুরাগীদের মনে৷ কেমন আছেন ছোটে নবাব, তা জানার জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা ৷ আপাতত 53 বছর বয়সী অভিনেতার সফল অস্ত্রোপচারের পর ভালো আছেন বলে জানা যায় ৷

সোমবারই অভিনেতার স্বাস্থ্য নিয়ে একটি স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছিল ৷ যেখানে তিনি বলেন, "এই আঘাত খুব বড় ছিল না ৷ আমি খুব খুশি যে আমার যাঁরা অস্ত্রোপচার করেছিলেন, সেই সকল চিকিৎসকদের হাত ভালো ছিল ৷ আমি এখন সুস্থ আছি ৷ ধন্যবাদ সকল অনুরাগীদের যাঁরা আমার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ৷" যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল অভিনেতার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ৷ তবে পরবর্তী সময়ে সামনে আসে, অভিনেতার ট্রাইসেপে সার্জারি হয়েছে ৷

কাজের দিকে নজর দিলে দেখা যায়, 2023 সালে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে রাবণের ভূমিকায় দেখা যায় সইফ আলি খানকে ৷ রামের ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী তারকা প্রভাস ও সীতার চরিত্রে দেখা যায় কৃতি শ্যাননকে ৷ তবে সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৷ রাবণের চরিত্র রূপায়ণের কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সইফ ৷ অন্যদিকে, 2021 সালে মুক্তি পাওয়া দুটি ছবি 'ভূত পুলিশ' ও 'বান্টি অউর বাবলি'-ও বক্সঅফিসে ম্যাজিক দেখাতে পারেনি ৷

এরপর 2022 সালে পুষ্কর-গায়ত্রী পরিচালিত 'বিক্রম বেদা' মুক্তি পায় ৷ হৃতিকের বিপরীতে সইফের অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ এখন দেখার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর ও সইফ আলি খান অভিনীত, কোরাতালা শিবা পরিচালিত 'দেবারা' বক্সঅফিসে সাফল্যের মুখ দেখতে পারে কি না ৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছর 5 এপ্রিল ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷

আরও পড়ুন:

1. অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার

2. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?

3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

হায়দরাবাদ, 23 জানুয়ারি: শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন ৷ ব্যথা নিয়েই কাজ করে যাচ্ছিলেন ৷ তবে সেই ব্যথা আর সহ্য হল না ৷ অবশেষে সোমবারই অস্ত্রোপচার সারেন অভিনেতা ৷ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ট্রাইসেপ সার্জারি হয় অভিনেতার ৷ মঙ্গলবার ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে ৷ আপাতত বিশ্রামেই থাকতে হবে অভিনেতাকে ৷ কবে ফিরবেন দেবারার শুটিং সেটে, প্রশ্ন শুভাকাঙ্খীদের ৷

এদিন সইফকে দেখা যায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গাড়িতে ওঠেন ৷ সেখানে অভিনেতার জন্য অপেক্ষা করছিলেন পাপারাৎজিরা ৷ তাঁদের দেখে হাত নাড়েন সইফ ৷ মুখে ছিল হাসি ৷ অভিনেতা যে আগের থেকে ভালো আছেন, তা শরীরি ভাষা থেকেই স্পষ্ট ৷ ওমকারা অভিনেতার অস্ত্রোপচারের কথা সামনে আসতে উদ্বেগ দেখা যায় অনুরাগীদের মনে৷ কেমন আছেন ছোটে নবাব, তা জানার জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা ৷ আপাতত 53 বছর বয়সী অভিনেতার সফল অস্ত্রোপচারের পর ভালো আছেন বলে জানা যায় ৷

সোমবারই অভিনেতার স্বাস্থ্য নিয়ে একটি স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছিল ৷ যেখানে তিনি বলেন, "এই আঘাত খুব বড় ছিল না ৷ আমি খুব খুশি যে আমার যাঁরা অস্ত্রোপচার করেছিলেন, সেই সকল চিকিৎসকদের হাত ভালো ছিল ৷ আমি এখন সুস্থ আছি ৷ ধন্যবাদ সকল অনুরাগীদের যাঁরা আমার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ৷" যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল অভিনেতার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ৷ তবে পরবর্তী সময়ে সামনে আসে, অভিনেতার ট্রাইসেপে সার্জারি হয়েছে ৷

কাজের দিকে নজর দিলে দেখা যায়, 2023 সালে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে রাবণের ভূমিকায় দেখা যায় সইফ আলি খানকে ৷ রামের ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী তারকা প্রভাস ও সীতার চরিত্রে দেখা যায় কৃতি শ্যাননকে ৷ তবে সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৷ রাবণের চরিত্র রূপায়ণের কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সইফ ৷ অন্যদিকে, 2021 সালে মুক্তি পাওয়া দুটি ছবি 'ভূত পুলিশ' ও 'বান্টি অউর বাবলি'-ও বক্সঅফিসে ম্যাজিক দেখাতে পারেনি ৷

এরপর 2022 সালে পুষ্কর-গায়ত্রী পরিচালিত 'বিক্রম বেদা' মুক্তি পায় ৷ হৃতিকের বিপরীতে সইফের অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ এখন দেখার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর ও সইফ আলি খান অভিনীত, কোরাতালা শিবা পরিচালিত 'দেবারা' বক্সঅফিসে সাফল্যের মুখ দেখতে পারে কি না ৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছর 5 এপ্রিল ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷

আরও পড়ুন:

1. অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার

2. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?

3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.