ETV Bharat / entertainment

'ভাগ্যলক্ষ্মী' কি সদয় হবে সোলাঙ্কি-ঋত্বিকের জীবনে? উত্তর দেবেন মৈনাক - BHAGGYO LOKKHI POSTER

এক রাতের ঘটনায় পাল্টে যেতে বসেছে সত্য ও কাবেরীর জীবন ৷ সাদামাটা জীবনে নেমে আসে রহস্যের জাল ৷ কীভাবে বাঁচবে তাঁরা? উত্তর দেবে 'ভাগ্যলক্ষ্মী' ৷

bhaggyo lokkhi
আসছে 'ভাগ্যলক্ষ্মী' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 3:16 PM IST

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: সত্য ও কাবেরীর পরিবার আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো ৷ সন্তানকে বাইরে ভালো স্কুলে পড়তে পাঠিয়ে খরচার চিন্তায় ঘুম উড়েছে ৷ এমন সময়ে এক রাতে তাঁদের জীবন হয়ে যায় ওলট-পালট ৷ বাড়িতে হয়ে যায় খুন ৷ সঙ্গে পাওয়া যায় স্যুটকেস ভর্তি টাকা ৷ এরপর?

এমনই এক রহস্য-রোমাঞ্চ কাহিনী পর্দায় নিয়ে আসছেন পরিচালক মৈনাক ভৌমিক ৷ মুক্তি পেল 'ভাগ্যলক্ষ্মী'র টিজার। 10 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এক মধ্যবিত্ত, সাদামাটা পরিবারকে হঠাৎ করে ক্রাইমের মধ্যে ঠেলে দেওয়ার মতো ঘটনাকে কেন্দ্রে রেখেই এই ছবি বানিয়েছেন মৈনাক। মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী ও সোলাঙ্কি রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার।

পরিচালক বলেন, "এক সাদামাটা দম্পতি যদি একটি মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ে তখন তাঁদের কী পরিস্থিতি হয় সেটাই ছবিতে তুলে ধরতে চেয়েছিলাম। যেখানে ঋত্বিক আর সোলাঙ্কি খুব ভালো অভিনয় করেছেন ৷ 'ভাগ্যলক্ষ্মী' কিছুটা বাস্তবের আর কিছুটা কাল্পনিক গল্প বলবে।"

এই ছবির প্রযোজনা করছে নন্দী মুভিজ। আসলে মধ্যবিত্তের চক্র থেকে সকলেই বেরিয়ে আসার চেষ্টা করেন ৷ একটা ভালো থাকার আশায় সত্য ও কাবেরীও সেই চেষ্টাই প্রতিনিয়ত করে যাচ্ছিলেন ৷ কিন্তু এক রাতের মধ্যে তাঁদের জীবন কীভাবে বদলে যায়, তাই নিয়ে এগিয়েছে গল্প ৷ স্যুটকেস ভর্তি টাকা তাদের জীবনে শান্তি আর স্বস্তি ফেরাবে নাকি অশান্তির কালো ছায়া নিয়ে আসবে সেই উত্তর মিলবে 'ভাগ্যলক্ষ্মী' ছবিতে। আর তার জন্য অপেক্ষা ঠিক একটি মাস।

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: সত্য ও কাবেরীর পরিবার আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো ৷ সন্তানকে বাইরে ভালো স্কুলে পড়তে পাঠিয়ে খরচার চিন্তায় ঘুম উড়েছে ৷ এমন সময়ে এক রাতে তাঁদের জীবন হয়ে যায় ওলট-পালট ৷ বাড়িতে হয়ে যায় খুন ৷ সঙ্গে পাওয়া যায় স্যুটকেস ভর্তি টাকা ৷ এরপর?

এমনই এক রহস্য-রোমাঞ্চ কাহিনী পর্দায় নিয়ে আসছেন পরিচালক মৈনাক ভৌমিক ৷ মুক্তি পেল 'ভাগ্যলক্ষ্মী'র টিজার। 10 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এক মধ্যবিত্ত, সাদামাটা পরিবারকে হঠাৎ করে ক্রাইমের মধ্যে ঠেলে দেওয়ার মতো ঘটনাকে কেন্দ্রে রেখেই এই ছবি বানিয়েছেন মৈনাক। মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী ও সোলাঙ্কি রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার।

পরিচালক বলেন, "এক সাদামাটা দম্পতি যদি একটি মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ে তখন তাঁদের কী পরিস্থিতি হয় সেটাই ছবিতে তুলে ধরতে চেয়েছিলাম। যেখানে ঋত্বিক আর সোলাঙ্কি খুব ভালো অভিনয় করেছেন ৷ 'ভাগ্যলক্ষ্মী' কিছুটা বাস্তবের আর কিছুটা কাল্পনিক গল্প বলবে।"

এই ছবির প্রযোজনা করছে নন্দী মুভিজ। আসলে মধ্যবিত্তের চক্র থেকে সকলেই বেরিয়ে আসার চেষ্টা করেন ৷ একটা ভালো থাকার আশায় সত্য ও কাবেরীও সেই চেষ্টাই প্রতিনিয়ত করে যাচ্ছিলেন ৷ কিন্তু এক রাতের মধ্যে তাঁদের জীবন কীভাবে বদলে যায়, তাই নিয়ে এগিয়েছে গল্প ৷ স্যুটকেস ভর্তি টাকা তাদের জীবনে শান্তি আর স্বস্তি ফেরাবে নাকি অশান্তির কালো ছায়া নিয়ে আসবে সেই উত্তর মিলবে 'ভাগ্যলক্ষ্মী' ছবিতে। আর তার জন্য অপেক্ষা ঠিক একটি মাস।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.