কলকাতা, 9 মার্চ: সময়ের সঙ্গে যেমন সাধারণ মানুষ স্মার্ট হয়েছে তেমনই স্মার্ট হয়েছে হাতের মুঠোফোনও ৷ মোবাইলের মধ্যেই এখন ঢুকে পড়েছে বিশ্ব ৷ আর এই ফোনেই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে আমজনতা ৷ প্রলোভনের ফাঁদে পা দিয়ে প্রায় সময়ই ফাঁকা হচ্ছে ব্যাঙ্কে থাকা জমা পুঁজি ৷ বেড়ে চলা সাইবার ক্রাইমকে রুখতে তৎপর প্রশাসনও ৷ সাধারণ মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এসেছে টলিউড ৷ মাঠে নেমেছেন নবীন পরিচালক দেবারতি ভৌমিক। 'কাঁটাতার'-এর পরে থ্রিলার ঘরানায় দেবারতির দ্বিতীয় ছবি 'নজরবন্দি'।
ছবিতে মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, অনিন্দিতা বসু, রাজনন্দিনী পল ও সোহাগ সেন। ছবির ইউএসপি হল, চিত্রনাট্য সাজানো হয়েছে শুধু মহিলাদের নিয়েই, আর তাই মহিলা চরিত্রের বিষয়টা মাথায় রেখে পরিচালক এই ছবিতে একজন পুরুষকেও দেখাবেন না। অর্থাৎ সাইবার ক্রিমিনাল, ক্রাইমের ভিকটিম, এমনকি পুলিশ সকলেই মহিলা। পরিচালক বলেন, " আদ্যপান্ত কমার্শিয়াল ছবি যার গল্প বলার জন্য আমি বেছে নিয়েছি মেয়েদের। প্রশ্ন উঠতে পারে শুধু মেয়েরাই কেন? কারণ ছবির দুর্দান্ত অ্যাকশন দৃশ্য হোক বা সম্পর্কের টানাপোড়েন, সবেতেই যে মেয়েরা ফুল মার্কস পেতে পারে, এটা বোঝানোর দায় একজন মহিলা পরিচালকই তো নেবে।"
এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত একজন চিত্রকর, মধুমিতা আর রাজনন্দিনী নেগেটিভ চরিত্রে, আর পুলিশের ভূমিকায় অনিন্দিতা বসু। সোহাগ সেন এই ছবিতে ঋতুপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। চোরেদের মূল ষড়যন্ত্র ওঁকে ঘিরেই হবে। তবে চোরেদের উদ্দেশ্য সফল হয় নাকি চিত্রকর সেখানে বাঁধ সাধবেন সেটা দেখার জন্য প্রেক্ষাগৃহে যেতে হবে।
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন দেবারতি নিজেই। ছবির প্রযোজনার দায়িত্বে মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থা এবং রূপক চট্টোপাধ্যায়। ছবিতে থাকবে মারামারির দৃশ্য, গান, সম্পর্কের টানাপোড়েন আবার সেই সঙ্গে বিনোদনমূলক কমার্শিয়াল নানা উপাদান। বাংলা ছবিতে শুধু মাত্র মহিলা চরিত্র নিয়ে এরকম পূর্ণ দৈর্ঘ্যর ছবি আগে হয়নি, তাই এই ছবি দেখতে দর্শক যে আগ্রহী হবে এমনটাই মনে করছেন ছবির কুশীলবরা।
আরও পড়ুন
1. বনবিভাগের ফিল্ড ডিরেক্টরের চরিত্রে বাঙালি অভিনেতা দিব্যেন্দু, শোনালেন 'পোচার' কাহিনী
2. উদ্ধার ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া সিনেমা, দেখানো হবে এসআরএফটিআই-তে
3. নারী দিবসে বিশেষ উপহার 'মেরি ক্রিসমাস' টিমের, ওটিটিতে আসছে ক্যাটরিনা-বিজয়ের ছবি