ETV Bharat / entertainment

ফিল্ম রিভিউ: প্রতি পরতে শিক্ষা দেয় 'দাবাড়ু' - Dabaru Film Review - DABARU FILM REVIEW

Dabaru Film Review: গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন অবলম্বনে পথিকৃৎ বসু নির্মাণ করেছেন দাবাড়ু ৷ কেমন হল ঋতুপর্ণা সেনগুপ্তের এই ছবি ? দেখে নিন রিভিউ ৷

ETV BHARAT
দাবাড়ুর দৃশ্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 4:23 PM IST

Updated : May 12, 2024, 5:35 PM IST

কলকাতা, 12 মে: মুক্তি পেল 'দাবাড়ু'। মাত্র 16 বছর বয়সে গ্র‍্যান্ডমাস্টার হওয়া সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের ছায়া অনুসরণে পথিকৃৎ বসু নির্মাণ করেছেন এই ছবি ।

ছবির শুরুতেই সৌরশেখরের দাদুর এন্ট্রি । যে প্রায় প্রতিদিন সকালেই বাড়ির কোনও না কোনও পুরনো জিনিস বিক্রি করতে হাজির হয় দোকানে । বিক্রির টাকায় কিনে আনে নিজের হার্টের ওষুধ । এর পরেই মধুরা পালিতের ক্যামেরার প্রবেশ উত্তর কলকাতার প্রত্যন্ত গলির মধ্যে সেঁধিয়ে থাকা এক পেল্লাই বাড়িতে । বারো ভূতের জায়গা । সৌর তার দাদু (দীপঙ্কর দে), বাবা (শঙ্কর চক্রবর্তী) এবং মায়ের (ঋতুপর্ণা সেনগুপ্ত) সঙ্গে বসবাস করে সেখানে । বাবা জ্যোতিষী । তবে, সে আবার বাকিদের মতো মিথ্যে বলতে পারে না । তাই কাজবাজ নেই তাঁর হাতে । দুঃখ ভুলতে নেশা করে সে ।

বাড়িতে নিত্যদিন পাওনাদারের আনাগোনা । দামাল সৌর'র দৌরাত্ম্যে নাজেহাল তার মা করুণা দেবী । তাকে বাগে আনতে দাদু অস্ত্র হিসেবে বেছে নেয় দাবার বোর্ড আর ঘুঁটি । একরত্তি সৌর মজা পায় । দাদুর অঙ্গুলিহেলনে সে খেলতে থাকে । পাড়ার দাদুকে হারিয়ে টাকা পায় সে । সেই প্রথম রোজগার । বাকিটা জানতে হলে ছবিটা দেখে নেওয়াই বুদ্ধিমত্তার কাজ ।

পরিবারের মানুষের সাহচর্যে কীভাবে দারিদ্র‍্য সঙ্গে নিয়েই শিখরে ওঠা যায়, তা দেখিয়েছিলেন সূর্যশেখর । ছবিতে দেখালো সৌরশেখর । তাই এই ছবি থেকে মূল শিক্ষার বিষয় হল, বাড়ির খুদে সদস্যটি ভালোবেসে যেটা করতে চায় সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত তার পরিবারের । বাকিটা সময় শিখিয়ে পড়িয়ে নেয় । গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন এত কষ্টের ছিল ! দর্শকাসন থেকে ভেসে আসে এমন কথা । চোখ থেকে জল যেমন ঝরেছে তেমনি সৌরর দুষ্টুমিতে হেসে কুটোপাটি হয়েছে দর্শক । তার মিষ্টি কণ্ঠ মন ভরিয়েছে দর্শকের ।

সৌরর বাল্যবেলার চরিত্রে সমদর্শী সরকার । আর কিশোর সৌরর চরিত্রে অর্ঘ্য বসু রায় । দু'জনেই সমান ক্যারিশ্মা দেখিয়েছে ছবিতে । দাবাড়ু সৌর এবং প্রেমিক সৌর উভয় রূপেই অর্ঘ্য অনবদ্য । অর্ঘ্যর দাবা শিক্ষক রথীন্দ্রনাথ চক্রবর্তীর ভূমিকায় চিরঞ্জিৎ চক্রবর্তী । পরিশীলিত, ঝকঝকে একটা চরিত্র । চূড়ান্ত পজিটিভ । বলা ভালো, তাঁর উপস্থিতি প্রত্যেক মুহূর্তে দর্শকের দৃষ্টিনন্দন করেছে । একইভাবে সৌরর আরেক প্রশিক্ষক সমীরণ অর্থাৎ কৌশিক সেনের উপিস্থিতি দর্শকের মনে রাগের উদ্রেক ঘটিয়েছে । ছবির শেষের দিকে গানের ঘন ঘন প্রয়োগ না হলেও চলত । তবে, তাতে অসুবিধা হয়নি দর্শকের ।

নিষ্ঠা আর সাধনা থাকলে যে কোনও কাজেই নিজের জমি শক্ত করা যায় তা প্রমাণ করেছিলেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায় । তাঁরই প্রতিফলন ধরা পড়ল এই ছবিতে । আর তা পর্দায় সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন অর্ঘ্য । বিশ্বনাথ বসু এবং তাঁর স্ত্রী'র চরিত্রে সঙ্ঘশ্রী সিনহা মিত্র অনবদ্য ৷ দাদুর চরিত্রে দীপঙ্কর দে যেন সত্যিই অর্ঘ্য আর সমদর্শীর দাদু । ঋতুপর্ণা সেনগুপ্ত আরও একবার প্রমাণ করলেন তিনিই টলিকুইন । চাহুনি, সংলাপ ক্ষেপণ, চলন সবেতেই রয়েছে আটপৌড়ে ছাপ ।

এই ছবির প্রথম দিকে সৌরর খিচুড়িতে বল ছুড়ে মারার দৃশ্য রয়েছে । এই দৃশ্যের শুটিং করতে গিয়ে ফুটন্ত খিচুড়ি ছুটে আসে ঋতুপর্ণার গায়ে । বড় দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী । ওই ভাবেই শট দিয়েছেন তিনি । পথিকৃতের পরিচালনা নিয়ে আশাবাদী ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী । তাঁর মান রাখলেন পথিকৃৎ । সকলের দেখার মতো ছবি বানিয়েছেন তিনি । অদূর ভবিষ্যতে আরও অনেক প্রযোজকের ভরসা হয়ে উঠবেন তিনি ।

আরও পড়ুন:

  1. ইডেনে কেকেআরের হয়ে গলা ফাটালেন ঋতুপর্ণা! একফ্রেমে জুহি-সুহানা-অনন্যা
  2. পুষ্পা 2 বাংলার টাইটেল ট্র্যাকের রেকর্ডিং কলকাতাতেই, আর কী জানালেন গায়ক তিমির ?
  3. বৃষ্টির সন্ধেয় চার হাত এক আদৃত-কৌশাম্বির, তারকা জুটির বিয়েতে হাজির 'মিঠাই' পরিবার

কলকাতা, 12 মে: মুক্তি পেল 'দাবাড়ু'। মাত্র 16 বছর বয়সে গ্র‍্যান্ডমাস্টার হওয়া সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের ছায়া অনুসরণে পথিকৃৎ বসু নির্মাণ করেছেন এই ছবি ।

ছবির শুরুতেই সৌরশেখরের দাদুর এন্ট্রি । যে প্রায় প্রতিদিন সকালেই বাড়ির কোনও না কোনও পুরনো জিনিস বিক্রি করতে হাজির হয় দোকানে । বিক্রির টাকায় কিনে আনে নিজের হার্টের ওষুধ । এর পরেই মধুরা পালিতের ক্যামেরার প্রবেশ উত্তর কলকাতার প্রত্যন্ত গলির মধ্যে সেঁধিয়ে থাকা এক পেল্লাই বাড়িতে । বারো ভূতের জায়গা । সৌর তার দাদু (দীপঙ্কর দে), বাবা (শঙ্কর চক্রবর্তী) এবং মায়ের (ঋতুপর্ণা সেনগুপ্ত) সঙ্গে বসবাস করে সেখানে । বাবা জ্যোতিষী । তবে, সে আবার বাকিদের মতো মিথ্যে বলতে পারে না । তাই কাজবাজ নেই তাঁর হাতে । দুঃখ ভুলতে নেশা করে সে ।

বাড়িতে নিত্যদিন পাওনাদারের আনাগোনা । দামাল সৌর'র দৌরাত্ম্যে নাজেহাল তার মা করুণা দেবী । তাকে বাগে আনতে দাদু অস্ত্র হিসেবে বেছে নেয় দাবার বোর্ড আর ঘুঁটি । একরত্তি সৌর মজা পায় । দাদুর অঙ্গুলিহেলনে সে খেলতে থাকে । পাড়ার দাদুকে হারিয়ে টাকা পায় সে । সেই প্রথম রোজগার । বাকিটা জানতে হলে ছবিটা দেখে নেওয়াই বুদ্ধিমত্তার কাজ ।

পরিবারের মানুষের সাহচর্যে কীভাবে দারিদ্র‍্য সঙ্গে নিয়েই শিখরে ওঠা যায়, তা দেখিয়েছিলেন সূর্যশেখর । ছবিতে দেখালো সৌরশেখর । তাই এই ছবি থেকে মূল শিক্ষার বিষয় হল, বাড়ির খুদে সদস্যটি ভালোবেসে যেটা করতে চায় সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত তার পরিবারের । বাকিটা সময় শিখিয়ে পড়িয়ে নেয় । গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন এত কষ্টের ছিল ! দর্শকাসন থেকে ভেসে আসে এমন কথা । চোখ থেকে জল যেমন ঝরেছে তেমনি সৌরর দুষ্টুমিতে হেসে কুটোপাটি হয়েছে দর্শক । তার মিষ্টি কণ্ঠ মন ভরিয়েছে দর্শকের ।

সৌরর বাল্যবেলার চরিত্রে সমদর্শী সরকার । আর কিশোর সৌরর চরিত্রে অর্ঘ্য বসু রায় । দু'জনেই সমান ক্যারিশ্মা দেখিয়েছে ছবিতে । দাবাড়ু সৌর এবং প্রেমিক সৌর উভয় রূপেই অর্ঘ্য অনবদ্য । অর্ঘ্যর দাবা শিক্ষক রথীন্দ্রনাথ চক্রবর্তীর ভূমিকায় চিরঞ্জিৎ চক্রবর্তী । পরিশীলিত, ঝকঝকে একটা চরিত্র । চূড়ান্ত পজিটিভ । বলা ভালো, তাঁর উপস্থিতি প্রত্যেক মুহূর্তে দর্শকের দৃষ্টিনন্দন করেছে । একইভাবে সৌরর আরেক প্রশিক্ষক সমীরণ অর্থাৎ কৌশিক সেনের উপিস্থিতি দর্শকের মনে রাগের উদ্রেক ঘটিয়েছে । ছবির শেষের দিকে গানের ঘন ঘন প্রয়োগ না হলেও চলত । তবে, তাতে অসুবিধা হয়নি দর্শকের ।

নিষ্ঠা আর সাধনা থাকলে যে কোনও কাজেই নিজের জমি শক্ত করা যায় তা প্রমাণ করেছিলেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায় । তাঁরই প্রতিফলন ধরা পড়ল এই ছবিতে । আর তা পর্দায় সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন অর্ঘ্য । বিশ্বনাথ বসু এবং তাঁর স্ত্রী'র চরিত্রে সঙ্ঘশ্রী সিনহা মিত্র অনবদ্য ৷ দাদুর চরিত্রে দীপঙ্কর দে যেন সত্যিই অর্ঘ্য আর সমদর্শীর দাদু । ঋতুপর্ণা সেনগুপ্ত আরও একবার প্রমাণ করলেন তিনিই টলিকুইন । চাহুনি, সংলাপ ক্ষেপণ, চলন সবেতেই রয়েছে আটপৌড়ে ছাপ ।

এই ছবির প্রথম দিকে সৌরর খিচুড়িতে বল ছুড়ে মারার দৃশ্য রয়েছে । এই দৃশ্যের শুটিং করতে গিয়ে ফুটন্ত খিচুড়ি ছুটে আসে ঋতুপর্ণার গায়ে । বড় দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী । ওই ভাবেই শট দিয়েছেন তিনি । পথিকৃতের পরিচালনা নিয়ে আশাবাদী ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী । তাঁর মান রাখলেন পথিকৃৎ । সকলের দেখার মতো ছবি বানিয়েছেন তিনি । অদূর ভবিষ্যতে আরও অনেক প্রযোজকের ভরসা হয়ে উঠবেন তিনি ।

আরও পড়ুন:

  1. ইডেনে কেকেআরের হয়ে গলা ফাটালেন ঋতুপর্ণা! একফ্রেমে জুহি-সুহানা-অনন্যা
  2. পুষ্পা 2 বাংলার টাইটেল ট্র্যাকের রেকর্ডিং কলকাতাতেই, আর কী জানালেন গায়ক তিমির ?
  3. বৃষ্টির সন্ধেয় চার হাত এক আদৃত-কৌশাম্বির, তারকা জুটির বিয়েতে হাজির 'মিঠাই' পরিবার
Last Updated : May 12, 2024, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.