কলকাতা, 29 ফেব্রুয়ারি: ‘ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া’র উদ্যোগে উদ্ধার হল ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া প্রায় 450টি ছবি । এর মধ্যে থেকেই বেশকিছু বাছাই করা ছবি দেখানো হবে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত ‘আরকিউরিয়া’ নামের একটি আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভ্যালে । যার মধ্যে রয়েছে বারীন সাহা পরিচালিত বাংলা ছবি ‘তের নদীর পারে’, অরুন্ধতী দেবী পরিচালিত ‘ছুটি’, তপন সিনহার ‘আদমি অউর অওরত’।
'এসআরএফটিআই'র সম্পাদনার অধ্যাপক শঙ্খজিৎ বিশ্বাস ইটিভি ভারতকে বলেন, ‘‘আরকিউরিয়া একটি আন্তর্জাতিক মানের ইভেন্ট । এটা এই বছর চলবে 16-22 মার্চ । ‘আরকাইভিং’, ‘কিউরেশন’ এবং ‘রেস্টোরেশন’, এই তিন শব্দ মিলিয়ে 'আরকিউরিয়া' । এই ইভেন্টের অনেকগুলো পার্ট রয়েছে । তারই একটা অংশ হল ‘ফেস্টিভ্যাল অফ রেস্টোরড ফিল্ম’ । যে সমস্ত ছবি এখনও পর্যন্ত পুনের ‘ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া’র দ্বারা রেস্টোরড করা হয়েছে তার মধ্যে থেকে বেছে নিয়েই দেখানো হবে । প্রথম ফেজে 1000টি ছবির তালিকা দেওয়া হয়েছে । তবে, আমি যতদূর জানি 400-450 ছবি রেস্টোরড হয়ে গিয়েছে । তার থেকে বেশ কিছু ছবি বেছে নিয়ে দেখানো হবে এই বছর ।’’
জানা গিয়েছে, বারীন সাহার 1961 সালে নির্মিত ‘তের নদীর পাড়ে’ ছবিটি দুর্ভাগ্যবশত বাংলায় বাণিজ্যিকভাবে মুক্তি পেতে সময় লেগে যায় পাক্কা নয় বছর । 78 মিনিটের ফিচার ফিল্ম সেই সময় রিলিজ করা বেশ অসুবিধার ছিল । এরপর থেকে 30 বছরেরও বেশি সময় ধরে কলকাতায় কোনও প্রদর্শন হয়নি এই ছবির । এর প্রিন্ট শহরে খুঁজেই পাওয়া যায়নি । আর এবার তা ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া (এনএফএআই) দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে । নব্বই দশকের গোড়ায় শেষবার এই সিনেমা দেখানো হয় । তারপর থেকে তিন দশক এটির প্রদর্শন হয়নি ৷ কিন্তু এনএফএআই মুদ্রণ সংরক্ষণ করার খবর না-পাওয়া পর্যন্ত মুদ্রণের কী হয়েছিল তা কেউ জানত না । এরপর যখন ভারত সরকার 'ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন' ঘোষণা করেছিল, বারীন সাহার এই কাজটি প্রথমেই পুনরুদ্ধারের জন্য বেছে নেওয়া হয় ।
শঙ্খজিৎ বিশ্বাস স্ক্রিনিং আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । তাঁর কাছ থেকেই জানা গেল, বারীন সাহা প্রথম বিদেশে গিয়ে ফিল্ম নিয়ে পড়াশুনা করেন । পঞ্চাশের দশকে ফ্রান্সে গিয়ে তিনি ডিরেকশন, এডিটিং বিষয়ে পড়ে আসেন । রোমে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশুনা করেন । নিজের পয়সাতে উনি এবং ওনার দাদা বানান এই ‘তের নদীর পাড়ে’ । ছবিটি 78 মিনিট দৈর্ঘ্যের । তখন এই 78 মিনিটের ছবির থিয়েট্রিকাল রিলিজে সমস্যা হয়েছিল । মানুষটি কখনও কোনওকিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতেন না । অত্যন্ত স্ট্রং একটি ছবি ‘তের নদীর পাড়ে’ । জীবনে একটাই ফিচার ফিল্ম বানান তিনি । তাঁর বানানো একটি শর্ট ফিল্ম ‘শনিবার’ । যেখানে বাদল সরকার অভিনয় করেন । বারীন সাহা এবং বাদল সরকার বন্ধু ছিলেন । দু'টি ডকু ফিল্মও বানান বারীন সাহা । এরপর একটা সময়ে শহর ছেড়ে গ্রামে চলে যান এবং সেখানে গ্রামোন্নয়নের কাজ করেন ।
অন্যদিকে, মহিলা পরিচালক অরুন্ধতী দেবীর 1967 সালে বানানো প্রায় হারিয়ে যাওয়া ছবি ‘ছুটি’ও দেখানো হবে । তিনিই দেশের প্রথম মহিলা পরিচালক যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান । শঙ্খজিৎ বলেন, ‘‘এ বছর অরুন্ধতী দেবীর জন্ম শতবর্ষ । একই সঙ্গে তপন সিনহারও । তাই দু’জনেরই ছবি দেখানো হবে । তপন সিনহার হিন্দি ছবি ‘আদমি অউর অওরত’ রয়েছে তালিকায় । 1984 সালে নির্মিত 56 মিনিটের এই ছবিতে অমল পালেকর, মহুয়া রায়চৌধুরী অভিনয় করেন । ছবিগুলিকে রেস্টোর করে ডিসিপি বা ব্লু রে ফরম্যাটে বানানো হচ্ছে । বারীন সাহার ছবি ডিজিটাল সিনেমা প্যাকেজ ফরম্যাটে দেখানো হবে যা ফিল্ম প্রিন্টের সমতুল্য ।’’
আরও পড়ুন: