ETV Bharat / entertainment

কমিক্স এবার সিনেপর্দায়, আসছে রাপ্পা-ডলফিন-চেঙ্গিস - RAPPA ROY COMICS IN CINEMA

মজার গল্প সকলেই ভালোবাসেন ৷ সেই ভালোবাসা ফুটে উঠতে চলেছে সিনেমার পর্দায় ৷ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম'- এবার সিলভারস্ক্রিনে ৷

Rappa Roy fullstop dot com
আসছে 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম' (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 7:02 PM IST

কলকাতা, 7 নভেম্বর: বইয়ের পাতা থেকে কমিক্স এবার ছবির পর্দায় ৷ নেপথ্যে পরিচালক ধীমান বর্মন ৷ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম' নামক কমিক্স থেকেই তৈরি হয়েছে ছবির গল্প তথা চিত্রনাট্য ৷ এই ছবি প্রযোজনার দায়িত্বে পরিচালক স্বয়ং ৷ ইতিমধ্যেই প্রকাশনা সংস্থা থেকে ছবির স্বত্ব কিনে নিয়েছেন পরিচালক। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে এই ছবির শুটিং শুরু হবে দিন কয়েকের মধ্যেই।

মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু, সৌরভ দাস, অলিভিয়া সরকার, দেবাশিস মণ্ডল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, লিজা গোস্বামী, দেবাশিস দে, জয়দীপ কুন্ডু, নন্দিনী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসির মোড়কে আসবে বাংলা ছবি 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম' ৷

পরিচালক ধীমান বর্মন জানান, " 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম' নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শুটিং শুরু করব। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে আশা করছি দর্শকদের ভালো লাগবে।"

সূত্রের খবর, প্রথমে নাকি এই ছবি করার কথা ছিল মৈনাক ভৌমিকের। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন। পরে নির্মাতাদের মধ্যে নানান মতভেদের কারণে তা আর হয়নি ৷ এবার ধীমান বর্মনের হাত ধরে আসবে এই ছবি। ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য ও রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়।

ছবির সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। শুটিং হবে কলকাতা শহর ও কলকাতার বাইরের কিছু জায়গায়। 'ধীমান বর্মন প্রোডাকশন'-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। তবে মুক্তির তারিখ এখনও পর্যন্ত ঠিক হয়নি ৷

কলকাতা, 7 নভেম্বর: বইয়ের পাতা থেকে কমিক্স এবার ছবির পর্দায় ৷ নেপথ্যে পরিচালক ধীমান বর্মন ৷ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম' নামক কমিক্স থেকেই তৈরি হয়েছে ছবির গল্প তথা চিত্রনাট্য ৷ এই ছবি প্রযোজনার দায়িত্বে পরিচালক স্বয়ং ৷ ইতিমধ্যেই প্রকাশনা সংস্থা থেকে ছবির স্বত্ব কিনে নিয়েছেন পরিচালক। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে এই ছবির শুটিং শুরু হবে দিন কয়েকের মধ্যেই।

মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু, সৌরভ দাস, অলিভিয়া সরকার, দেবাশিস মণ্ডল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, লিজা গোস্বামী, দেবাশিস দে, জয়দীপ কুন্ডু, নন্দিনী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসির মোড়কে আসবে বাংলা ছবি 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম' ৷

পরিচালক ধীমান বর্মন জানান, " 'রাপ্পা রায় অ্যাট ফুলস্টপ ডট কম' নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শুটিং শুরু করব। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে আশা করছি দর্শকদের ভালো লাগবে।"

সূত্রের খবর, প্রথমে নাকি এই ছবি করার কথা ছিল মৈনাক ভৌমিকের। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন। পরে নির্মাতাদের মধ্যে নানান মতভেদের কারণে তা আর হয়নি ৷ এবার ধীমান বর্মনের হাত ধরে আসবে এই ছবি। ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য ও রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়।

ছবির সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। শুটিং হবে কলকাতা শহর ও কলকাতার বাইরের কিছু জায়গায়। 'ধীমান বর্মন প্রোডাকশন'-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। তবে মুক্তির তারিখ এখনও পর্যন্ত ঠিক হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.