হায়দরাবাদ, 11 ডিসেম্বর: বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়া পাড়ুকোন সিং দেখতে দেখতে তিন মাস বয়স পূর্ণ করেছে ৷ 8 ডিসেম্বর ছোট্ট দুয়ার বয়স 3 মাস হয়েছে ৷ চলতি বছর 8 সেপ্টেম্বর দীপিকা-রণবীরের প্রার্থণা পূরণ হয় ৷ কোলে আসে দুয়া ৷ স্বভাবতই পাড়ুকোন ও সিং পরিবারে এখন খুশির হাওয়া ৷ নাতনির তিনমাস বয়স পূর্ণ হতেই রণবীরের মা অঞ্জু ভাবনানি মহৎ কাজ করেছেন ৷
বুধবার সোশাল মিডিয়ায় তিনি কিছু ছবি শেয়ার করেন ৷ যেখানে জানা যায়, নাতনির তিন মাস পূর্তিতে তিনি চুল দান করেছেন ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল ৷ একজন পাপারাজ্জি তার ইনস্টাগ্রামে অঞ্জু ভাবনানির শেয়ার করা ছবির স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে, অঞ্জু দেবী তাঁর কাটা চুলকে বিনুনি করে ৪ ভাগ করেছেন।
ছবি শেয়ার করে রণবীরের মা ক্যাপশনে লিখেছেন, "আমার প্রিয় দুয়াকে তার তৃতীয় মাসের জন্মদিনে শুভেচ্ছা। ভালবাসা এবং আশার সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে। আমরা যখন প্রার্থনার আনন্দ এবং সৌন্দর্য দেখতে পাই, তখন আমরা মঙ্গল ও দয়ার শক্তির কথা স্মরণ করিয়ে দিই। আশা করা যায় যে এই ছোট কাজটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমন কাউকে সান্ত্বনা এবং আত্মবিশ্বাস দেবে।"
মাত্র কয়েকদিন আগেই মেয়ে দুয়ার সঙ্গে ক্যামেরাবন্দি হন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীকে তার মেয়ের সঙ্গে মুম্বইয়ের বেসরকারি বিমানবন্দরে দেখা যায়। খুদে সদস্য দুয়াকে গোলাপি পোশাকে দেখা গিয়েছে। সেখানে মেয়েকে দুই হাত দিয়ে বুকে আগলে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে ৷
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং 14 এবং 15 নভেম্বর 2018 তারিখে ইতালির লেক কোমোতে বিয়ে করেন। বিয়ের ছয় বছর পর দম্পতি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান। দীপিকা এবং রণবীর 8 সেপ্টেম্বর কন্যা দুয়া সিং পাড়ুকোনের বাবা-মা হন।