ETV Bharat / entertainment

'আমার জন্মদিনের সুন্দর উপহার', রণবীরকে এমন কী দিলেন দীপিকা? - Deepika Padukone - DEEPIKA PADUKONE

Ranveer Singh Deepika Padukone: মেটারনিটি ফটোশুটে ফের দীপিকা ৷ এর আগে ওয়েস্টার্ন পোশাকে একাধিক ফটোশুট করেছিলেন বলিডিভা ৷ এবার জমকালো শাড়ি পরে স্পষ্ট বেবিবাম্পে একাধিক পোজ দিলেন দীপিকা পাড়ুকোন ৷ উজ্জ্বল বেগুনি শাড়িতে বেবিবাম্প আগলে ফটোশুটে গ্ল্যামারস দীপিকা। হবু মা'কে দেখে রণবীরের উত্তর, এ তাঁর জন্মদিনের সুন্দর উপহার ৷

Ranveer Singh Deepika Padukone
মেটারনিটি ফটোশুটে দীপিকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 2:46 PM IST

হায়দরাবাদ, 6 জুলাই: শাড়ি পরে মেটারনিটি ফটোশুটে নজরকাড়া দীপিকা পাডুকোন। শনিবার স্বামী রণবীর সিংয়ের 39তম জন্মদিনে অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বলিডিভা পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন ৷ তখনই দীপিকার প্রেগন্যান্সি গ্লো-এ বুঁদ হয়ে যাচ্ছেন ভক্তরা। শুধু শাড়িতে মেটারনিটি শুটই নয়, 'ফ্রাইডে নাইট'-এ পার্টি মুড অন দীপিকার। দু'টি ছবি পোস্ট করেছেন হবু মা। একটিকে বেবি বাম্প আগলে ক্যামেরায় পোজ দিয়েছেন ৷ হবু মা'কে দেখে রণবীরের উত্তর, "আমার জন্মদিনের সুন্দর উপহার ৷"

শুধু শাড়িতে মেটারনিটি শুটই নয়, 'ফ্রাইডে নাইট'-এ পার্টি মুড অন দীপিকার। দু'টি ছবি পোস্ট করেছেন হবু মা। একটিকে বেবিবাম্প আগলে রয়েছেন। দ্বিতীয়টিতে দীপিকার মারকাটারি লুকের ৷ আর এই ছবি দেখে একেবারে কুপোকাত ভক্তকুল ৷ উজ্জ্বল বেগুনি রঙের শাড়ি, সঙ্গে মানানসই জুয়েলারিতে মেটারনিটি শুটে যেন আরও একবার অভিনেত্রীর প্রেমে পড়ে গেলেন তাঁর অনুরাগীরা। ছবি পোস্ট করে ক্যাপশনে রণবীরপত্নী লিখেছেন, "জাস্ট...কারণ আজ শুক্রবারের রাত। একটা পার্টি তো চাই-ই-চাই।"

দীপিকার ছবির কমেন্ট বক্সে রণবীর লেখেন, "আমার জন্মদিনের সুন্দর উপহার। আমি তোমাকে ভালোবাসি।" অন্তঃসত্ত্বা দীপিকাকে প্রতি মুহূর্তে আগলে রাখছেন রণবীর। সেই ছবি বারবার ধরা পড়ছে পাপারাৎজ্জিদের ক্যামেরায়। শুধু তাই নয়, মুম্বইয়ে কল্কির শুটিংয়ের সময়ও সেটে ছিলেন তিনি। পার্টি বলতে রণবীর ও দীপিকা গতকাল সন্ধেয় যোগ দিয়েছিলেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত সেরেমনিতে ৷ তাছাড়া আজ 6 জুলাই রণবীরের জন্মদিনে যে দীপিকা পার্টির কথা বলছেন ৷ এদিকে, হাতে আর মাত্র তিনমাস ৷ সেপ্টেম্বরে তাঁদের সন্তান আসতে চলেছে বলে আশা করা হচ্ছে ৷ এবছরের শুরুর দিকে মার্চ মাসে তাঁরা সন্তান আসার খবর সোশাল মিডিয়ায় জানান ৷ উল্লেখ্য, 2018 সালে তাঁদের বিয়ে হয়।

হায়দরাবাদ, 6 জুলাই: শাড়ি পরে মেটারনিটি ফটোশুটে নজরকাড়া দীপিকা পাডুকোন। শনিবার স্বামী রণবীর সিংয়ের 39তম জন্মদিনে অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বলিডিভা পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন ৷ তখনই দীপিকার প্রেগন্যান্সি গ্লো-এ বুঁদ হয়ে যাচ্ছেন ভক্তরা। শুধু শাড়িতে মেটারনিটি শুটই নয়, 'ফ্রাইডে নাইট'-এ পার্টি মুড অন দীপিকার। দু'টি ছবি পোস্ট করেছেন হবু মা। একটিকে বেবি বাম্প আগলে ক্যামেরায় পোজ দিয়েছেন ৷ হবু মা'কে দেখে রণবীরের উত্তর, "আমার জন্মদিনের সুন্দর উপহার ৷"

শুধু শাড়িতে মেটারনিটি শুটই নয়, 'ফ্রাইডে নাইট'-এ পার্টি মুড অন দীপিকার। দু'টি ছবি পোস্ট করেছেন হবু মা। একটিকে বেবিবাম্প আগলে রয়েছেন। দ্বিতীয়টিতে দীপিকার মারকাটারি লুকের ৷ আর এই ছবি দেখে একেবারে কুপোকাত ভক্তকুল ৷ উজ্জ্বল বেগুনি রঙের শাড়ি, সঙ্গে মানানসই জুয়েলারিতে মেটারনিটি শুটে যেন আরও একবার অভিনেত্রীর প্রেমে পড়ে গেলেন তাঁর অনুরাগীরা। ছবি পোস্ট করে ক্যাপশনে রণবীরপত্নী লিখেছেন, "জাস্ট...কারণ আজ শুক্রবারের রাত। একটা পার্টি তো চাই-ই-চাই।"

দীপিকার ছবির কমেন্ট বক্সে রণবীর লেখেন, "আমার জন্মদিনের সুন্দর উপহার। আমি তোমাকে ভালোবাসি।" অন্তঃসত্ত্বা দীপিকাকে প্রতি মুহূর্তে আগলে রাখছেন রণবীর। সেই ছবি বারবার ধরা পড়ছে পাপারাৎজ্জিদের ক্যামেরায়। শুধু তাই নয়, মুম্বইয়ে কল্কির শুটিংয়ের সময়ও সেটে ছিলেন তিনি। পার্টি বলতে রণবীর ও দীপিকা গতকাল সন্ধেয় যোগ দিয়েছিলেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত সেরেমনিতে ৷ তাছাড়া আজ 6 জুলাই রণবীরের জন্মদিনে যে দীপিকা পার্টির কথা বলছেন ৷ এদিকে, হাতে আর মাত্র তিনমাস ৷ সেপ্টেম্বরে তাঁদের সন্তান আসতে চলেছে বলে আশা করা হচ্ছে ৷ এবছরের শুরুর দিকে মার্চ মাসে তাঁরা সন্তান আসার খবর সোশাল মিডিয়ায় জানান ৷ উল্লেখ্য, 2018 সালে তাঁদের বিয়ে হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.