ETV Bharat / entertainment

বিলাসী গাড়িতে মুম্বইয়ের রাস্তায় রণবীর-আলিয়া, ভিডিয়ো দেখে মুগ্ধ ভক্তরা - Ranbir Alia Video - RANBIR ALIA VIDEO

Ranbir-Alia Video: রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাঁদের নতুন বিলাসবহুল গাড়িতে চড়ে ঘুরলেন মুম্বইয়ের রাস্তায় ৷ সেই ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:10 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ তাঁদের স্টাইলে সবসময় তাঁরা মুগ্ধ করেন ভক্তদের ৷ রণলিয়ার সাম্প্রতিক আউটিং-ও চোখ ধাঁধিয়ে দিল তাঁর ফ্যানেদের ৷ তাঁদের ব্র্যান্ড নিউ বেন্টলিতে সওয়ার এই পাওয়ার কাপলকে দেখতে অসাধারণ লাগছিল ৷

তাড়াহুড়ো থাকা সত্ত্বেও, ক্যামেরা দেখে হাসতে ভোলেননি রণবীর ও আলিয়া ৷ ভালোবাসার মানুষটিকে পাশে বসিয়ে রণবীর শহরের রাস্তায় তাঁর ঝাঁ চকচকে বেন্টলির স্টিয়ারিং ধরেছিলেন ৷ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন পাপারাৎজিরা ৷ আর ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে ৷ যা দেখে গুণমুগ্ধ রণলিয়ার ভক্তরা ৷

এই ভিডিয়োতে রণবীরকে দেখা গিয়েছে একটি কালো শার্টে ৷ বরাবরের মতোই তাঁকে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছিল ৷ তাঁর বেটারহাফ আলিয়া পরেছিলেন গোলাপি স্ট্র্যাপি গাউন ৷ যা তাঁকে মোহময়ী করে তুলেছিল ৷ গাড়ির ভিতর থেকেই চিত্রগ্রাহকদের দেখে হাসিমুখ দেখান এই দম্পতি ৷ বেন্টলির ভিতর থেকেই তাঁদের ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাৎজিরা ৷

রণবীরের এই বিলাসবহুল গাড়ির দুটি দরজা এবং চারটি আসন ৷ এটি একটি ব্রিটিশ গ্র্যান্ড ট্যুরার । এর দাম 6 কোটি টাকারও বেশি (মুম্বইয়ের রাস্তায়)। বলিউড তারকাদের দামি গাড়ির প্রতি প্রেম সর্বজনবিদিত এবং রণবীর কাপুরও এর ব্যতিক্রম নন । 2023 সাল তাঁর জন্য বেশ ভালোই কেটেছে ৷ তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র অ্যানিমাল এতটাই জনপ্রিয় হয়েছে যে, সে বছর মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ চলচ্চিত্রের থেকেই বেশি ব্যবসা করেছে এই ছবি ৷ সঙ্গত কারণেই কাপুর বংশের এই সদস্য জয়ের আনন্দ যাপনে তাঁর গ্যারেজে এই নয়া বেন্টলিকে সংযোজন করেছেন ৷

কর্মক্ষেত্রে, রণবীর তাঁর বহুল আলোচিত রামায়ণ চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন । অন্যদিকে, আলিয়া সম্প্রতি লন্ডনে তাঁর প্রথম দাতব্য অনুষ্ঠানের আয়োজন করেছেন । অভিনেত্রী সালাম বোম্বে ফাউন্ডেশনের মাধ্যমে দেশের দরিদ্র শিশুদের সাহায্যের জন্য 'হোপ গালা'র আয়োজন করেন । সেই অনুষ্ঠানে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরবর্তীতে আলিয়াকে ভাসান বালার ফিল্ম জিগরাতে দেখা যাবে ৷ এই ছবি করণ জোহর এবং আলিয়া নিজেই প্রযোজনা করছেন । ছবিটি চলতি বছর 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. কীভাবে হয় রমা'র সুচিত্রায় জন্মান্তর? জন্মদিনে রইল সেই বিশেষ কাহিনি
  2. প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের
  3. সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট, মাথায় পনিটেল; কেমন লাগছে পাঠানকে?

হায়দরাবাদ, 7 এপ্রিল: বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ তাঁদের স্টাইলে সবসময় তাঁরা মুগ্ধ করেন ভক্তদের ৷ রণলিয়ার সাম্প্রতিক আউটিং-ও চোখ ধাঁধিয়ে দিল তাঁর ফ্যানেদের ৷ তাঁদের ব্র্যান্ড নিউ বেন্টলিতে সওয়ার এই পাওয়ার কাপলকে দেখতে অসাধারণ লাগছিল ৷

তাড়াহুড়ো থাকা সত্ত্বেও, ক্যামেরা দেখে হাসতে ভোলেননি রণবীর ও আলিয়া ৷ ভালোবাসার মানুষটিকে পাশে বসিয়ে রণবীর শহরের রাস্তায় তাঁর ঝাঁ চকচকে বেন্টলির স্টিয়ারিং ধরেছিলেন ৷ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন পাপারাৎজিরা ৷ আর ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে ৷ যা দেখে গুণমুগ্ধ রণলিয়ার ভক্তরা ৷

এই ভিডিয়োতে রণবীরকে দেখা গিয়েছে একটি কালো শার্টে ৷ বরাবরের মতোই তাঁকে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছিল ৷ তাঁর বেটারহাফ আলিয়া পরেছিলেন গোলাপি স্ট্র্যাপি গাউন ৷ যা তাঁকে মোহময়ী করে তুলেছিল ৷ গাড়ির ভিতর থেকেই চিত্রগ্রাহকদের দেখে হাসিমুখ দেখান এই দম্পতি ৷ বেন্টলির ভিতর থেকেই তাঁদের ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাৎজিরা ৷

রণবীরের এই বিলাসবহুল গাড়ির দুটি দরজা এবং চারটি আসন ৷ এটি একটি ব্রিটিশ গ্র্যান্ড ট্যুরার । এর দাম 6 কোটি টাকারও বেশি (মুম্বইয়ের রাস্তায়)। বলিউড তারকাদের দামি গাড়ির প্রতি প্রেম সর্বজনবিদিত এবং রণবীর কাপুরও এর ব্যতিক্রম নন । 2023 সাল তাঁর জন্য বেশ ভালোই কেটেছে ৷ তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র অ্যানিমাল এতটাই জনপ্রিয় হয়েছে যে, সে বছর মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ চলচ্চিত্রের থেকেই বেশি ব্যবসা করেছে এই ছবি ৷ সঙ্গত কারণেই কাপুর বংশের এই সদস্য জয়ের আনন্দ যাপনে তাঁর গ্যারেজে এই নয়া বেন্টলিকে সংযোজন করেছেন ৷

কর্মক্ষেত্রে, রণবীর তাঁর বহুল আলোচিত রামায়ণ চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন । অন্যদিকে, আলিয়া সম্প্রতি লন্ডনে তাঁর প্রথম দাতব্য অনুষ্ঠানের আয়োজন করেছেন । অভিনেত্রী সালাম বোম্বে ফাউন্ডেশনের মাধ্যমে দেশের দরিদ্র শিশুদের সাহায্যের জন্য 'হোপ গালা'র আয়োজন করেন । সেই অনুষ্ঠানে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরবর্তীতে আলিয়াকে ভাসান বালার ফিল্ম জিগরাতে দেখা যাবে ৷ এই ছবি করণ জোহর এবং আলিয়া নিজেই প্রযোজনা করছেন । ছবিটি চলতি বছর 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. কীভাবে হয় রমা'র সুচিত্রায় জন্মান্তর? জন্মদিনে রইল সেই বিশেষ কাহিনি
  2. প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের
  3. সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট, মাথায় পনিটেল; কেমন লাগছে পাঠানকে?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.