হায়দরাবাদ, 16 ফেব্রুয়ার: সেজে উঠেছে মুম্বইয়ের বাড়ি ৷ জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি ৷ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও অভিনেতা তথা প্রযোজক জ্যাকি ভাগনানি ৷ বৃহস্পতিবার রাতে ছিল তারকাদের সঙ্গীত সেরেমনি ৷ সূত্রের খবর, জ্যাকির বাড়িতে কাছের বন্ধু ও পরিজনদের সঙ্গে 'ঢোল নাইট' সেলিব্রেট করেছেন সকলে ৷
বিয়ের আগে একপ্রকার নিজের শ্বশুরবাড়ি ঘুরে গেলেন রাকুল ৷ বিয়ের পর হয়তো মুম্বইয়ে যে বাড়িতে সঙ্গীত অনুষ্ঠান হয়েছে, সেখানেই হয়তো জ্যাকির সঙ্গে থাকবেন তিনি ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং সেরেমনি ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো ৷ জ্যাকির বাড়িতে ঢোকার সময় রাকুল ও তাঁর পরিবার হয়েছেন ফ্রেমবন্দি ৷ বিয়ে উপলক্ষ্য়ে আলো ও ফুলের মালায় সাজানো হয়েছে বাড়ি ৷ মূলত, প্রি-ওয়েডিং এই সেরেমনি 'ঢোল নাইট' হিসাবে পরিচিত ৷ এরপরেই বাকি সব অনুষ্ঠান একে একে শুরু হবে ৷
21 ফেব্রুয়ারি গোয়াতে বসছে বিয়ের আসর ৷ সেখানেও উপস্থিত থাকবেন কাছের বন্ধু-সহ আত্মীয়রা ৷ জানা গিয়েছে, দূষণের কথা মাথায় রেখে নাকি, বিয়েতে কোনও রকম বাজির ব্যবহার করা হবে না ৷ পাশাপাশি অতিথিদের কোনও রকম আপ্যায়ণ পত্র দেখিয়ে বিয়ের আসরে প্রবেশ করতে হবে না ৷ তবে মজার বিষয় হল, বেশ কিছু পেশাদাররা থাকবেন যারা দম্পতির বিয়ের অনুষ্ঠানের ফলে তৈরি কার্বন ফুটপ্রিন্ট গণনা করবেন। তারপর তারা তাদের পদচিহ্নের উপর ভিত্তি করে কত গুলি গাছ লাগানো দরকার তার পরামর্শ দেবেন। এই ধরনের ভাবনা সত্যিই ইউনিক বলে মনে করছেন অনুরাগীরাও ৷ গণনার সেই গাছ হয়তো রাকুল-জ্যাগি নিজেরাই লাগাতে পারেন বিয়ের পর ৷
উল্লেখ্য, প্রথম থেকেই এই জুটি নিজেদের প্রেম নিয়ে বিশেষ লুকা-ছাপা করেননি ৷ তাঁদেরকে একসঙ্গে একাধিক বার নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে ৷ তাঁরা তাঁদের প্রেমের সম্পর্ক 2021 সালের অক্টোবর সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নেন ৷ তবে বিয়ের এই অনুষ্ঠানে আর কী কী চমক থাকে সেই দিকে তাকিয়ে অনুরাগীরা ৷
আরও পড়ুন
1. বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া
2. 'ডাঙ্কি' এবার ওটিটি-তে, কবে-কোথায় দেখতে পাবেন ? জানালেন শাহরুখ
3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?