ETV Bharat / entertainment

সমুন্দর কিনারে বিয়ের আসর, ভাইরাল রাকুল-জ্যাকির প্রাক-বিবাহের ছবি - রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি

Rakul Preet-Jackky Bhagnani Wedding: প্রায় আড়াই বছর আগে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। এবার তার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই তারকা জুটি। আগামিকাল তাঁদের চারহাত এক হতে চলেছে ৷ বর্তমানে বলিতারকার প্রাক বিবাহের ছবি ভাইরাল সোশালে ৷ জীবনের নতুন অধ্যায়ের শুরুর মুহূর্তের জন্য অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ৷

Rakul Preet-Jackky Bhagnani Wedding
ভাইরাল রাকুল-জ্যাকির প্রাক বিবাহের ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 5:00 PM IST

হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: বিয়ের সানাই বাজল বলে ৷ আর তার আগেই ভাইরাল বর-কনের প্রাক-বিবাহের ছবি ৷ শনিবার সন্ধ্যায় গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন জ্যাকি ভাগনানি ও রাকুলপ্রীত সিং। তার আগে সম্প্রতি মুম্বইয়ে রাকুল ও জ্যাকির প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর আগামিকাল, 21 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সেলেব যুগল ৷ বিয়ের ভেন্যু ভেন্যু থেকে মেনু, অতিথ আপ্যায়ণের ব্যবস্থা সমস্ত কিছু ভাইরাল সোশালে ৷ সঙ্গীত, মেহেন্দি, হলদি সেরেমনি সবটাই গোয়ায় অনুষ্ঠিক হবে ৷ একটু অন্যরকমভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতে বিয়েটা সারছেন তারকা জুটি ৷

জ্যাকি এবং রাকুলের বিয়ের ভেন্যু থেকে প্রকাশিত হওয়া ছবিতে দেখা যাচ্ছে সাইনবোর্ডটিতে নীল থিম। ফুল দিয়ে সাজানো। আর তাতে লেখা রয়েছে, "ভাগনানি ও সিং পরিবার আপনাকে স্বাগত জানাচ্ছে।" এমনকী এই লাভবার্ডসের নামে নামাঙ্কিত রয়েছে ডাবের গায়েও। যা দেখে মনে করা হচ্ছে, অতিথিদের দেওয়া ওয়েলকাম পানীয়। সেখানে দুই তারকার নামের প্রথম অক্ষর লেখা 'আরপি'। তারকা জুটির বিয়েতে এমন কোনও আয়োজন থাকছে না, যা পরিবেশ দূষিত করে। বিয়ের আসর যে আলো দিয়ে সাজানো থাকবে সেগুলিও পরিবেশ-বান্ধব। এমনকী, খাওয়াদাওয়াতেও থাকছে বিশেষ চমক।

দু'দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারকা জুটির পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এমনকী সহকর্মীরাও। মঙ্গলবার গোয়া এয়ারপোর্টে লেন্সবন্দি হন বরুণ ধাওয়ান, ভূমি পেদনেকর এবং এষা দেওল। দেখা যায় শিল্পা শেট্টি কুন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে ৷ মেনুতে কী কী থাকছে তা জানার জন্য উদগ্রীব থাকেন অনুরাগীরা। হবু দম্পতির ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিদেশ থেকে এক জন রন্ধনশিল্পীকে উড়িয়ে আনা হয়েছে। সেই মতোই সব কিছু আয়োজন করা হয়েছে। গোয়াতে আসার আগে গণপতি বাপ্পার আর্শীবাদ নিতে যান তারকা জুটি। গোয়াতে আসার আগে সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশালে ৷

কাজের কথা বলতে গেলে, জ্যাকি তাঁর পরবর্তী প্রযোজনা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুক্তির অপেক্ষায় রয়েছেন। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা-সহ অন্যান্যরা । এদিকে রাকুলকে আগামীতে কমল হাসানের সঙ্গে 'ইন্ডিয়ান 2' ছবিতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন ববি সিনহা ও প্রিয়া ভবানী শঙ্কর।

আরও পড়ুন:

  1. 'মল্লিকবাবু তুমি শুধু আমার'...বিয়ের পর একগুচ্ছ ছবি পোস্ট শ্রীময়ীর, দেখুন ফটো অ্যালবাম
  2. দীপবীর থেকে রণলিয়া, ফিল্মের সেটেই প্রেমকাহিনি শুরু এই সেলেব জুটিদের
  3. উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও

হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: বিয়ের সানাই বাজল বলে ৷ আর তার আগেই ভাইরাল বর-কনের প্রাক-বিবাহের ছবি ৷ শনিবার সন্ধ্যায় গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন জ্যাকি ভাগনানি ও রাকুলপ্রীত সিং। তার আগে সম্প্রতি মুম্বইয়ে রাকুল ও জ্যাকির প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর আগামিকাল, 21 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সেলেব যুগল ৷ বিয়ের ভেন্যু ভেন্যু থেকে মেনু, অতিথ আপ্যায়ণের ব্যবস্থা সমস্ত কিছু ভাইরাল সোশালে ৷ সঙ্গীত, মেহেন্দি, হলদি সেরেমনি সবটাই গোয়ায় অনুষ্ঠিক হবে ৷ একটু অন্যরকমভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতে বিয়েটা সারছেন তারকা জুটি ৷

জ্যাকি এবং রাকুলের বিয়ের ভেন্যু থেকে প্রকাশিত হওয়া ছবিতে দেখা যাচ্ছে সাইনবোর্ডটিতে নীল থিম। ফুল দিয়ে সাজানো। আর তাতে লেখা রয়েছে, "ভাগনানি ও সিং পরিবার আপনাকে স্বাগত জানাচ্ছে।" এমনকী এই লাভবার্ডসের নামে নামাঙ্কিত রয়েছে ডাবের গায়েও। যা দেখে মনে করা হচ্ছে, অতিথিদের দেওয়া ওয়েলকাম পানীয়। সেখানে দুই তারকার নামের প্রথম অক্ষর লেখা 'আরপি'। তারকা জুটির বিয়েতে এমন কোনও আয়োজন থাকছে না, যা পরিবেশ দূষিত করে। বিয়ের আসর যে আলো দিয়ে সাজানো থাকবে সেগুলিও পরিবেশ-বান্ধব। এমনকী, খাওয়াদাওয়াতেও থাকছে বিশেষ চমক।

দু'দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারকা জুটির পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এমনকী সহকর্মীরাও। মঙ্গলবার গোয়া এয়ারপোর্টে লেন্সবন্দি হন বরুণ ধাওয়ান, ভূমি পেদনেকর এবং এষা দেওল। দেখা যায় শিল্পা শেট্টি কুন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে ৷ মেনুতে কী কী থাকছে তা জানার জন্য উদগ্রীব থাকেন অনুরাগীরা। হবু দম্পতির ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিদেশ থেকে এক জন রন্ধনশিল্পীকে উড়িয়ে আনা হয়েছে। সেই মতোই সব কিছু আয়োজন করা হয়েছে। গোয়াতে আসার আগে গণপতি বাপ্পার আর্শীবাদ নিতে যান তারকা জুটি। গোয়াতে আসার আগে সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশালে ৷

কাজের কথা বলতে গেলে, জ্যাকি তাঁর পরবর্তী প্রযোজনা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুক্তির অপেক্ষায় রয়েছেন। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা-সহ অন্যান্যরা । এদিকে রাকুলকে আগামীতে কমল হাসানের সঙ্গে 'ইন্ডিয়ান 2' ছবিতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন ববি সিনহা ও প্রিয়া ভবানী শঙ্কর।

আরও পড়ুন:

  1. 'মল্লিকবাবু তুমি শুধু আমার'...বিয়ের পর একগুচ্ছ ছবি পোস্ট শ্রীময়ীর, দেখুন ফটো অ্যালবাম
  2. দীপবীর থেকে রণলিয়া, ফিল্মের সেটেই প্রেমকাহিনি শুরু এই সেলেব জুটিদের
  3. উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.