ETV Bharat / entertainment

অমিতাভের সঙ্গে জুটিতে ছবির কাজ কতদূর এগোল, জানালেন 'থালাইভা' রজনী - রজনীকান্তের ছবি

Rajinikanth on Vetaiyaan Movie: সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীকান্তের 'লাল সেলাম' ৷ ইতিমধ্যই দর্শকরদবারে প্রশংসিত এই ছবি ৷ পরের ছবি ভেটাইয়া নিয়ে বড় খবর দিলেন অভিনেতা সুপারস্টার থালাইভা ৷

Etv Bharat
চেন্নাই বিমান বন্দরে অভিনেতা রজনীকান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 6:22 PM IST

Updated : Feb 10, 2024, 8:40 PM IST

হায়দরাবাদ, 10 ফেব্রুয়ারি: 33 বছর পর একসঙ্গে ফের পর্দায় রজনীকান্ত ও অমিতাভ বচ্চন ৷ ছবি পরিচালনায় জাতীয় পুরস্কার জয়ী টিজে গানভেল ৷ দুই কিংবদন্তির নয়া ছবির নাম 'ভেট্টাইয়া' ৷ ছবির শুটিং কতদূর এগিয়েছে, জানালেন অভিনেতা রজনীকান্ত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি মুক্তি পেয়েছে রজনী-কন্যা ঐশ্বর্য রজনীকান্ত পরিচালিত 'লাল সালাম' ৷ সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পিতা রজনীকান্তকে ৷ শনিবার চেন্নাই বিমানবন্দরে অভিনেতা রজনীকান্তকে নয়া ছবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "ভেট্টাইয়া ছবির শুটিং 80 শতাংশ হয়ে গিয়েছে ৷ আর মাত্র 20 শতাংশ বাকি রয়েছে ছবির শুটিং ৷" পাশাপাশি দক্ষিণী সুপারস্টার জানিয়েছেন পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে নতুন একটি ছবি নিয়েও কথা এগিয়েছে তাঁর ৷

অভিনেতা আরও জানিয়েছেন, 'লাল সালাম' মুক্তির পর দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন তিনি ৷ ফলে প্রযোজনা সংস্থা লাইকা ও ছবির পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা রজনীকান্ত ৷ তবে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান থালাইভা ৷ এর আগে 'ভেট্টাইয়া' ছবির শুটিংয়ের জন্য রজনীকান্ত শুটিং করেছেন অন্ধ্রপ্রদেশের কাড়াপা জেলায় ৷ রজনীকান্তের সঙ্গে শুটিং করেছেন ফাহাদ ফাসিল ও রানা ডাগ্গুবাতি ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন, মঞ্জু ওয়ারিয়র, রীতিকা সিং ও দুশারা বিজয়নকে ৷

ছবির নাম প্রকাশ্যে আনা হয় গত বছর ডিসেম্বরে জেলার অভিনেতার 73তম জন্মদিনে ৷ ছবিতে রজনীকান্তকে দেখা যাবে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে যিনি ন্যায়ের জন্য লড়ছেন ৷ তিরুবনন্তপুরম, তিরুনেলভেলি এবং মুম্বইতেও হয়েছে ছবির শুটিং ৷ 'ভেট্টাইয়া' ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷ উল্লেখ্য, শুক্রবার 'লাল সালাম' মুক্তির পর ভারতে সবরকম ভাষায় বক্সঅফিস কালেকশন হয়েছে 3.55 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী ভারতে শুধু তামিল ভাষায় এই ছবির আয় 3.25 কোটি টাকা ৷ সবমিলিয়ে মুক্তির প্রথম দিন ছবির আয় 7 কোটি টাকার কাছাকাছি ৷

আরও পড়ুন:

1. উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও

2. ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া'

3. রিচা-আলির পরিবারে আসছে নতুন সদস্য, অভিনন্দন অনুরাগীদের

হায়দরাবাদ, 10 ফেব্রুয়ারি: 33 বছর পর একসঙ্গে ফের পর্দায় রজনীকান্ত ও অমিতাভ বচ্চন ৷ ছবি পরিচালনায় জাতীয় পুরস্কার জয়ী টিজে গানভেল ৷ দুই কিংবদন্তির নয়া ছবির নাম 'ভেট্টাইয়া' ৷ ছবির শুটিং কতদূর এগিয়েছে, জানালেন অভিনেতা রজনীকান্ত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি মুক্তি পেয়েছে রজনী-কন্যা ঐশ্বর্য রজনীকান্ত পরিচালিত 'লাল সালাম' ৷ সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পিতা রজনীকান্তকে ৷ শনিবার চেন্নাই বিমানবন্দরে অভিনেতা রজনীকান্তকে নয়া ছবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "ভেট্টাইয়া ছবির শুটিং 80 শতাংশ হয়ে গিয়েছে ৷ আর মাত্র 20 শতাংশ বাকি রয়েছে ছবির শুটিং ৷" পাশাপাশি দক্ষিণী সুপারস্টার জানিয়েছেন পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে নতুন একটি ছবি নিয়েও কথা এগিয়েছে তাঁর ৷

অভিনেতা আরও জানিয়েছেন, 'লাল সালাম' মুক্তির পর দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন তিনি ৷ ফলে প্রযোজনা সংস্থা লাইকা ও ছবির পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা রজনীকান্ত ৷ তবে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান থালাইভা ৷ এর আগে 'ভেট্টাইয়া' ছবির শুটিংয়ের জন্য রজনীকান্ত শুটিং করেছেন অন্ধ্রপ্রদেশের কাড়াপা জেলায় ৷ রজনীকান্তের সঙ্গে শুটিং করেছেন ফাহাদ ফাসিল ও রানা ডাগ্গুবাতি ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন, মঞ্জু ওয়ারিয়র, রীতিকা সিং ও দুশারা বিজয়নকে ৷

ছবির নাম প্রকাশ্যে আনা হয় গত বছর ডিসেম্বরে জেলার অভিনেতার 73তম জন্মদিনে ৷ ছবিতে রজনীকান্তকে দেখা যাবে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে যিনি ন্যায়ের জন্য লড়ছেন ৷ তিরুবনন্তপুরম, তিরুনেলভেলি এবং মুম্বইতেও হয়েছে ছবির শুটিং ৷ 'ভেট্টাইয়া' ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷ উল্লেখ্য, শুক্রবার 'লাল সালাম' মুক্তির পর ভারতে সবরকম ভাষায় বক্সঅফিস কালেকশন হয়েছে 3.55 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী ভারতে শুধু তামিল ভাষায় এই ছবির আয় 3.25 কোটি টাকা ৷ সবমিলিয়ে মুক্তির প্রথম দিন ছবির আয় 7 কোটি টাকার কাছাকাছি ৷

আরও পড়ুন:

1. উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও

2. ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া'

3. রিচা-আলির পরিবারে আসছে নতুন সদস্য, অভিনন্দন অনুরাগীদের

Last Updated : Feb 10, 2024, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.